Dr. Aindri Sanyal

Dr. Aindri Sanyal Hey there! I’m Dr. Aindri Sanyal, a fertility & IVF specialist in Kolkata.

For 15+ years, I’ve been helping couples turn their dream of parenthood into reality with IUI, IVF, ICSI & more. 💖 Reach out anytime — I’d love to be part of your journey. 🌸 Passionate and determined about Artificial Reproductive Technology, she has been consistently performing around 30 IVF cycles a month. Her areas of interests include:

✓ Fertility of the elderly(>38) age group
✓ Male factor infertilty
✓ Recurrent pregnancy losses
✓ Third-party reproduction

She is a recipient of "The Emcure ISAR young talent award 2022" by the Indian Society of Assisted Reproduction. She completed:

~MBBS from NRS Medical College, Kolkata (1999)

~MD (OBG) from Berhampur Medical College(2004)

~Fellowship in Reproductive Medicine (2009)

~Honours In Pharmacology (MBBS 2nd year)

~Gold Medal in Gynecology and Obstetrics
(MBBS 3rd year)

~Honours in Gynecology and Obstetrics
(MBBS 3rd year)

~Highest Marks in Gynecology and Obstetrics (MBBS 3rd year)

~Best Case Presentation at the 20th Annual Conference of Berhampur Obstetrics and Gynecology Society (MD)

Presented a poster on "Could Oxidative Stress Be Responsible for Poor Oocyte Competence in Women with Polycystic Ovaries" at the Annual Conference Of American Society Of Reproductive Medicine during FNB training (2009)

Institutes and Organizations Dr Sanyal is a member of includes:

~Life Member, Indian Fertility Society (IFS)
~Life Member, Indian Society of Assisted Reproduction (ISAR)
~Executive Committee Member, Indian Society of Assisted Reproduction (ISAR), State Chapter`
~Life Member, Federation of Obstetrics & Gynaecological Society of India (FOGSI)

একজন ক্যান্সার সারভাইভার সম্প্রতি একটি হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন—**“আমি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আরও শক্ত হয়ে ফি...
20/11/2025

একজন ক্যান্সার সারভাইভার সম্প্রতি একটি হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন—
**“আমি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আরও শক্ত হয়ে ফিরেছি—কিন্তু অনেকেই এখনও তাঁদের সবচেয়ে কঠিন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে। Tata Medical Center অসাধারণ কাজ করছে রোগীদের পাশে থেকে, আর আমি তাদের জন্য কিছু ফিরিয়ে দিতে চাই।

এই বছর আমি Tata Steel Kolkata 25K দৌড়ে অংশ নিচ্ছি—যাতে সংগৃহীত অর্থ যাবে সেই সব রোগীদের জন্য, যারা এখনও ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। দানের পরিমাণ যতই হোক, প্রতিটি সহায়তাই কাউকে তার প্রয়োজনীয় চিকিৎসা পেতে সাহায্য করবে।”**

এই কথাগুলো পড়তে পড়তে বারবার মনে হলো—এ তো ঠিক সেই পথচলার মতো, যা অসংখ্য বন্ধ্যাত্ব চিকিৎসা-গ্রহণকারীরা প্রতিদিন পাড়ি দেন। নীরব লড়াই, বারবার উঠে দাঁড়ানোর শক্তি, একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেমের প্রয়োজন, আর সামনে এগিয়ে যাওয়ার আশাই তাঁদের পথ দেখায়।

ফার্টিলিটি ট্রিটমেন্ট আর ক্যান্সার ট্রিটমেন্ট—দেখতে আলাদা হলেও, খুব কাছ থেকে দেখলে দু’টিই একই অনুভূতির পথ ধরে হাঁটে।
দু’টোর শুরুই হয় ভয় দিয়ে।
দু’টিতেই লাগে অটুট মানসিক শক্তি।
আর দু’টো পথই ভরপুর থাকে অসংখ্য টেস্ট, অপেক্ষা, প্রক্রিয়া, আশা, বাধা, আর আবার নতুন করে শুরু করার সাহস।

আজ আমরা যখন ক্যান্সার সারভাইভারদের অভিনন্দিত করছি, এবং যারা এখনও অসম্ভব কঠিন লড়াইয়ে আছেন তাদের সম্মান জানাচ্ছি—তখন ঠিক তেমনভাবেই দাঁড়িয়ে থাকি সেই সব ফার্টিলিটি ওয়ারিয়রদের পাশে, যারা ক্লিনিকে প্রবেশ করেন বুকভরা আশা নিয়ে।

যদি আপনি এই উদ্যোগকে সমর্থন করতে চান, এখানে সারভাইভারের ফান্ডরেইজিং লিংক:
https://tsw25k.impact360.org.in/individuals/4633/jhilum-sarkar/

চলুন, আশাকে ছড়িয়ে দিই—যে রূপেই সে আসুক। 🌼💛
যারা রোগের বিরুদ্ধে লড়ছেন তাদের জন্য।
যারা পরিবার পাওয়ার স্বপ্নে লড়ছেন তাদের জন্য।
প্রত্যেক যোদ্ধার জন্য—যারা হাল ছাড়েন না।



Dr. Aindri Sanyal
Infertility and IVF Specialist
NOVA IVF FERTILITY KOLKATA
Visit - https://www.ivfspecialistkolkata
Call - 9830549907

Between doing a few things right and getting it mostly wrong ...Life turned 50 ! Still hopeful ,still learning.Grateful ...
14/11/2025

Between doing a few things right and getting it mostly wrong ...Life turned 50 !
Still hopeful ,still learning.
Grateful for the celebration at the clinic and to each and every friend and acquaintance who has made this day so special !

Dr. Aindri Sanyal
Clinical Director & Infertility Specialist
NOVA IVF FERTILITY KOLKATA
Visit - https://www.ivfspecialistkolkata
Call - 9830549907

10/11/2025

Basking in reflected glory !!

যে ভ্রূণটিকে আমরা কখনো ল্যাবে লালন করেছিলাম, আজ মাত্র ছ বছর বয়েসে সেই শিশু রাজভবন ও ভারতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে “বন্দে মাতরম্”-এর ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হওয়ার সম্মানজনক সুযোগ পেয়েছে।

আরও গর্বের বিষয়, মাননীয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয়ের হাত থেকে সে পেয়েছে “বন্দে মাতরম্ পুরস্কার” — যার অন্তর্ভুক্ত একটি ট্রফি, একটি বই এবং ₹১০,০০০ টাকার নগদ পুরস্কার।

ছোট্ট প্রাণের এই বড় প্রাপ্তিতে আমরাও গর্বিত ।

Dr. Aindri Sanyal
Clinical Director & Infertility Specialist
NOVA IVF FERTILITY KOLKATA
Visit - https://www.ivfspecialistkolkata
Call - +91 98305 49907

10/11/2025

অনেকের মধ্যেই একটি সাধারণ ভুল ধারণা আছে — IVF মানেই ল্যাবে তৈরি “অন্য কারও” শিশু।
কিন্তু বাস্তবে, আমাদের ল্যাবে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই আপনার নিজের জিন থেকেই আপনার সন্তান সৃষ্টি করতে।
আর RI Witness প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা নিশ্চিত করি যাতে গ্যামেট বা ডিম্বাণু-শুক্রাণুর মিশ্রণের ভুলের সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে।
আপনার স্বপ্নের সন্তান — আপনার জিনেই, আপনার হাতেই।

A common misconception about IVF is that the baby created in the lab might not be genetically yours.
At our lab, we prioritize creating your own baby from your genes — that’s our first commitment.
With RI Witness technology, we further ensure that gamete mismatch is almost impossible.
Your baby. Your genes. Your story.

Dr. Aindri Sanyal
Clinical Director & Infertility Specialist
NOVA IVF FERTILITY KOLKATA
Visit - https://www.ivfspecialistkolkata
Call - +91 098305 49907

fans

Artificial  Intelligence AI যেন বন্ধ্যাত্ব চিকিৎসার ইতিহাস নতুন করে লিখছে। ১৯ বছর ধরে সন্তানধারণে ব্যর্থ এক দম্পতি অবশেষ...
08/11/2025

Artificial Intelligence AI যেন বন্ধ্যাত্ব চিকিৎসার ইতিহাস নতুন করে লিখছে।

১৯ বছর ধরে সন্তানধারণে ব্যর্থ এক দম্পতি অবশেষে মা-বাবা হতে চলেছেন—একটি এআই সিস্টেমের সাহায্যে, যা মাইক্রোস্কোপে অদৃশ্য শুক্রাণুকেও শনাক্ত করতে পেরেছে!

মাত্র সাতটি “লুকানো” শুক্রাণু, একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট, আর আট সপ্তাহে একটি ছোট্ট হৃদস্পন্দন—এটাই প্রমাণ যে প্রযুক্তি কখনও কখনও আশার শেষ প্রান্তেও আলো জ্বালাতে পারে।

The Lancet-এ প্রকাশিত এই আশ্চর্য কেসটি দেখাচ্ছে, কীভাবে মেশিন লার্নিং আজ প্রজনন চিকিৎসায় (reproductive medicine) বিপ্লব ঘটাচ্ছে —

এবং এখন, Nova IVF–এর সঙ্গে South Korea’র Kai Health–এর যৌথ উদ্যোগে এআই-চালিত এমব্রিও সিলেকশন প্রযুক্তি ইতিমধ্যেই ২০টি ক্লিনিকে চালু হয়েছে, খুব শিগগিরই ১২০টি কেন্দ্রে পৌঁছচ্ছে।

ভবিষ্যতের ফার্টিলিটি চিকিৎসা হতে চলেছে এআই-সহায়ক।


🌸 এন্ডোমেট্রিওসিস (Endometriosis )ও অ্যাডেনোমায়োসিস (Adenomyosis)এই দুটি অবস্থায় জরায়ুর ভেতরের পরিবেশ বা uterine rece...
07/11/2025

🌸 এন্ডোমেট্রিওসিস (Endometriosis )ও অ্যাডেনোমায়োসিস (Adenomyosis)
এই দুটি অবস্থায় জরায়ুর ভেতরের পরিবেশ বা uterine receptivity প্রায়শই ব্যাহত হয় — যার ফলে ভ্রূণ প্রতিস্থাপন বা embryo implantation সফল হয় না।এমন রোগীদের জন্য জরায়ুকে যথাযথভাবে প্রস্তুত করা IVF চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

আজ সেই বিষয়েই ছিল এক অত্যন্ত ইন্টার‌্যাকটিভ ও ফলপ্রসূ আলোচনা ছিল
“How to Prepare the Uterus for Embryo Transfer in IVF Patients with Endometriosis and Adenomyosis”

জ্ঞান, অভিজ্ঞতা ও বাস্তব case discussion এর সমন্বয়ে আলোচনাটি সত্যিই সমৃদ্ধ হয়েছে।

উদ্দেশ্য একটাই — যেন প্রতিটি মা হতে চাওয়া নারীকে একটু বেশি আশার আলো দেওয়া যায়।

“Science. Awareness. Empowerment — The 4th International Congress on Endometriosis 2025”

🌍 নারীস্বাস্থ্যের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলার উদ্দেশ্যে এক আন্তর্জাতিক সম্মেলন।
৪র্থ আন্তর্জাতিক এন্ডোমেট্রিওসিস কংগ্রেস—বিশ্বের চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞদের এক মিলনমেলা,যেখানে আলোচিত হচ্ছে নারীদের জীবনের অন্যতম জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় — Endometriosis।
এখানে মিলছে নতুন গবেষণা, আধুনিক চিকিৎসা ও বিশ্বব্যাপী সচেতনতার শক্তি।

#নারীস্বাস্থ্য

Copied from Suprakash Ghosh In 1983, Kapil Dev taught a nation to believe. Today, our girls taught us something even mor...
03/11/2025

Copied from Suprakash Ghosh

In 1983, Kapil Dev taught a nation to believe.

Today, our girls taught us something even more profound - they taught us to SEE them.

Jhulan Goswami bowled in empty stadiums. Mithali Raj led when nobody watched. They led from the front, never wavering even when support was minimal & scrutiny was maximum. They played not for glory but for a dream that one day, India would notice & care.

They carried the weight of proving that women's sports mattered!

That their daughters mattered!

That their belief mattered despite lack of social proof!

Tonight Harmanpreet, Smriti, Jemimah, Deepti, Shefali & this fearless generation stood on those shoulders & touched the sky.

For me this World Cup victory is not just about runs scored & wickets taken. It is about every girl who was told sports was not for her.

Its about every parent who chose to believe in their daughter's dream over society's doubts & prejudices.

Its about a nation finally seeing its daughters NOT as "Paraya Dhan", but as CHAMPIONS who belong on the world stage!

To every PARENT who chose to welcome, nurture & believe in their daughter - this victory is yours too!

To the PIONEERS who played when it was thankless - this victory was always meant to be yours!

To every YOUNG GIRL watching - remember you were never a burden. You are not a second fiddle. You are a potential world champion & India is finally learning to filling up seats to SEE you! With a billion people cheering you NOT despite your GENDER but because of your EXCELLENCE!

In 1983, Kapil's team made us believe we could win!

In 2025, Harmanpreet's team made us believe in our daughters!

Let's never forget this feeling.

Let's never go back.

Jai Hind! Jai India's Daughters! 🇮🇳

রবিবারের পূর্বাভাস: ১০০% বেবি-স্মাইল আর উইকেন্ড OPD নিয়ে একটুও আফসোস নেই! কারণ এমন কিছু  মুহূর্তের জন্য ওভারটাইম করাও সা...
02/11/2025

রবিবারের পূর্বাভাস: ১০০% বেবি-স্মাইল আর উইকেন্ড OPD নিয়ে একটুও আফসোস নেই!

কারণ এমন কিছু মুহূর্তের জন্য ওভারটাইম করাও সার্থক।

ব্রাজিলের এক নবজাতকের ছবি ভাইরাল হয়েছে জন্মের পরপরই ওর মুখভঙ্গি দেখে ডাক্তাররাও থমকে গেছে!চোখ কুঁচকে, ঠোঁট বাঁকিয়ে, একদম...
29/10/2025

ব্রাজিলের এক নবজাতকের ছবি ভাইরাল হয়েছে
জন্মের পরপরই ওর মুখভঙ্গি দেখে ডাক্তাররাও থমকে গেছে!
চোখ কুঁচকে, ঠোঁট বাঁকিয়ে, একদম এমনভাবে তাকিয়েছে যেন বলছে
“আমাকে কে এই পৃথিবীতে ডাকলো?”


ডেলিভারিটা হয়েছিল সিজারিয়ান অপারেশনে।
সবাই ভেবেছিল প্রথম কান্নার শব্দ শুনবে,
কিন্তু ওর মুখের সেই “রাগী চাহনি” পুরো ইন্টারনেট মাতিয়ে দিয়েছে।


দেখলে মনে হয় যেন ওর মনের মধ্যে চলছে
“এ কেমন জায়গা! আলো, ঠান্ডা, চেঁচামেচি — আমি তো পেটের ভেতরেই ভালো ছিলাম!” 😅

কিন্তু ভাবলে বুঝবেন —

প্রত্যেক বাচ্চাই জন্মের সময় এমনই কিছু না কিছু অনুভব করে।
কেউ ভয় পায়, কেউ কান্না করে, কেউ আবার রেগে যায়।

কারণ,
পেটের ভেতরকার নিরাপদ, উষ্ণ পরিবেশ থেকে হঠাৎ আলো, ঠান্ডা, শব্দ
এটা যে তাদের জন্য কত বড় একটা শক,
তা আমরা বড়রা ভুলেই যাই।

আমরা বড়রা যখন কষ্ট পাই, রেগে যাই, ভয় পাই
আমরা কথা বলতে পারি।
কিন্তু একটা নবজাতক?
সে শুধু মুখের ভাঁজে তার অনুভূতি জানায়।


এই ছোট্ট মুখের রাগ, ভয় আর বিস্ময়ের ভাঁজগুলোই
আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিক্রিয়া।

এই ছবিটা দেখে আপনি কী ভাবলেন?
আপনার বাচ্চা জন্মের সময় কেমন মুখ করেছিল?
কমেন্টে শেয়ার করুন
দেখি কার বাচ্চার এক্সপ্রেশন সবচেয়ে স্পেশাল ছিল।
Copied

Call/WhatsApp: +91-9830549907

🌐 Visit: www.ivfspecialistkolkata.com

Address

3B Uttam Kumar Sarani
Kolkata
700107

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 4pm

Telephone

+91 98305 49907

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Aindri Sanyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Aindri Sanyal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram