Foundation For Occupational Health Reform and Developmental Research

  • Home
  • India
  • KOLKATA
  • Foundation For Occupational Health Reform and Developmental Research

Foundation For Occupational Health Reform and Developmental Research An organization committed to research and social awareness on workplace health and safety.

পূজো আসছে। অভিজ্ঞতা -  ২“ইলেকট্রিক কাটার নিয়ে কাজ করছিলাম, হটাৎ হাত আলগা হয়ে চলন্ত অবস্থায় ছিটকে গেলো। পরেশ প্রায় সাথে স...
28/09/2022

পূজো আসছে।

অভিজ্ঞতা - ২

“ইলেকট্রিক কাটার নিয়ে কাজ করছিলাম, হটাৎ হাত আলগা হয়ে চলন্ত অবস্থায় ছিটকে গেলো। পরেশ প্রায় সাথে সাথে ইলেক্ট্রিক সুইচ বন্ধ করে দেয়, তাই রক্ষা পেয়েছি সে যাত্রায়। দুই তিন রাত তো ঠিক ঘুম হয় নাই, তাই চোখ বুঁজে আসছিল।“ প্রায় একটানা কথাগুলো বলেন ভুবন মণ্ডল। মেদিনীপুর থেকে আসা কলকাতার এক পূজো মন্ডপের কর্মী।

ভুবনবাবু যে ঘটনার কথা বললেন, সুরক্ষার পরিভাষায় তাকে বলে নিয়ার মিস। কোনো ক্ষয়-ক্ষতি হয় নি। কিন্তু হতে পারত অনেক কিছুই।

দুর্গাপূজোতে মণ্ডপ নির্মাণে নিযুক্ত কর্মীদের বিনিদ্র রজনী কাটানো কোন নতুন ব্যাপার নয়। শুরুর দিন যত এগিয়ে আসে, কাজের চাপ বাড়ে। ঘুম বিশেষ হয় না, দিনে প্রায় ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করে মন্ডপের নির্মাণ শেষ করতে হয়। - এ কথা আমাদের নয়, বলেছেন অনেক দুর্গাপূজা কমিটির সদস্যরা, মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকা প্রধান শিল্পীরা।

ফাউন্ডেশন ফর অকুপেশনাল হেলথ পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গবেষণার কাজ করে আসছে গত ১২ বছর। তাদের গবেষণা পত্র প্রকাশিত হয়েছে দেশ বিদেশের নানা পত্রিকায়।
নানা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে রাতে না ঘুমিয়ে অকান্ত পরিশ্রম শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। তবে বিশেষ উপায়ে, বৈজ্ঞানিক নিয়ম মেনে, কাজও হবে, ঘুমও হবে, এমনটিও করা সম্ভব। তবে তার জন্য যেটা প্রধান দরকার তা হল সচেতনতা।

আমরা মনে করি শারদোৎসবের রুপায়নে নিয়োজিত শিল্পীদের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার জন্য আরও সচেতনতা গড়ে তোলার প্রয়োজন আছে। সে কারণে এই সংস্থা চালু করেছে এক বিশেষ পুরস্কার - পেশাগত স্বাস্থ্য সচেতনতা সম্মান”, শিল্পের রুপায়ণে স্বাস্থ্য ও সুরক্ষার দায়বদ্ধতার স্বীকৃতি।
দুর্গাপূজোর ইতিহাসে এমন পুরষ্কার এই প্রথম।

আপনারাও সামিল হোন এই সচেতনতা গড়ে তোলার প্রয়াসে।

পূজো আসছে। অভিজ্ঞতা -  ১কলকাতার এক পুজামন্ডপে জোরকদমে শেষ মুহুর্তের কাজ চলছে। মোটামুটি ৩০ ফুট উঁচুতে একটা প্যানেল লাগিয়ে...
26/09/2022

পূজো আসছে।

অভিজ্ঞতা - ১

কলকাতার এক পুজামন্ডপে জোরকদমে শেষ মুহুর্তের কাজ চলছে। মোটামুটি ৩০ ফুট উঁচুতে একটা প্যানেল লাগিয়ে বাঁশের মাচা বেয়ে নিচে নেমে এলেন, শান্তিপুর থেকে কলকাতায় কাজ করতে আসা নিমাই দাস। গত দুমাস ধরে আরও ২০ – ২২ জনের সাথে অক্লান্ত পরিশ্রম করে তারা পূজো মণ্ডপটি সাজিয়ে তুলছেন।

ফাউন্ডেশন ফর অকুপেশনাল হেলথ এর জনা কয়েক সদস্য/ সদস্যা তার কাজ দেখছিল। নিমাই বাবু নেমে আসার পর একজন সদস্যা প্রশ্ন করলেন, “এত উঁচুতে কাজ করতে ভয় লাগে না?”, উত্তর এল, “ভয় লাগলে কি ভাত জুটব? কিছুক্ষণ নীরবতা। আর একজন সদস্য জিজ্ঞাসা করলেন, এত উঁচুতে কাজ করতে গিয়ে যদি কিছু হয়, তখন আপনার চিকিৎসা কি ভাবে হবে, আপনার পরিবারের বাকিদের কি হবে, সেকথা ভেবে কিছু জিজ্ঞাসা করেছেন কোনোদিন?

হাতে ধরে থাকা লাল কাপড়টা গোটাতে গোটাতে প্রায় সাথে সাথেই জবাব দিলেন, নিমাই দাস। বললেন, “এত সব ভাবি না। কাজ করি, না হলে সংসার চলবে কি করে?”

আমাদের দেশে যে বিষয়গুলো খুবই অবহেলিত, তার অন্যতম হল, অসংগঠিত শ্রমিকদের মধ্যে পেশাগত স্বাস্থ্য- সুরক্ষার সচেতনতা।
ফাউন্ডেশন ফর অকুপেশনাল হেলথ পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গবেষণা এবং সচেতনতা গড়ে তোলার কাজ করে আসছে গত ১২ বছর।

২০১৭ সালে এই ফাউন্ডেশন একটি বিশেষ কাজ শুরু করে। ঠিক করা হয়, শারদোৎসবের রুপায়নে নিয়োজিত মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার দিক পুজো কমিটিরা কতদূর মানছেন (এবং তারা নিজেরা এই বিষয়ে কতটা সচেতন) এবং কতটা মানবিকভাবে তার প্রয়োগ করছেন সেই নিয়ে একটা সমীক্ষা ও গবেষণা করবেন তারা। মণ্ডপ ঘুরে ঘুরে কমিটির সদস্যদের সাক্ষাৎকার নেয়া, শিল্পী, সহকারী শিল্পী এবং কর্মীদের সাথে কথা বলা, কর্মীদের থাকা, খাওয়ার আয়োজন কিভাবে করা হয়েছে সেই সব ঘুরে দেখা, এই ভাবে কাজ করতে থাকেন সদস্যরা। আর সর্বোপরি, সচেতনতা বাড়ানোর জন্য একটা পুরস্কারেরও সূচনা করা হয়, - পেশাগত স্বাস্থ্য সচেতনতা সম্মান”, শিল্পের রুপায়ণে স্বাস্থ্য ও সুরক্ষার দায়বদ্ধতার স্বীকৃতি।

দুর্গাপূজোর ইতিহাসে এমন পুরষ্কার এই প্রথম।

এবছর আমাদের দুর্গাপূজো এক বিশেষ সম্মানে সম্মানিত। ইউনেস্কো তাকে স্বীকৃতি দিয়েছে “Intangible Cultural Heritage of Humanity” বলে। এও বলা হয়েছে, এই শৈল্পিক উৎসব শিল্পীদের সমৃদ্ধ হবার স্থান। তাই আমাদের এই কাজ এবার আরও বেশী প্রাসঙ্গিক। এইবারও আমরা, সচেতনতা বাড়ানোর কাজে ব্রতী।
আমরা চাই আপনারাও সামিল হোন আমাদের এই উদ্যোগে। কি ভাবে?
আপাতত, এই শিল্পী দের স্বাস্থ্য -সুরক্ষার বিষয়টি নিয়ে সচেতনতা কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে কমেন্ট করুন।

10/02/2018

SAGE Offices:Los Angeles: 2455 Teller Rd Thousand Oaks, CA 91320, USA London: 1 Oliver's Yard, 55 City Road, London, EC1Y 1SP, UK. Registration No. 1017514New Delhi: B-1/I-1, Mohan Cooperative Industrial Estate, Mathura Road, Post Bag 7, New Delhi 110 044, IndiaSingapore: 3 Church Street #10-04, Sam...

News published in Pratidin 27th Sep 2017
12/10/2017

News published in Pratidin 27th Sep 2017

We are delighted to share that for the first time in Kolkata Durgpuja, in a disparate reforming initiative  Foundation f...
04/10/2017

We are delighted to share that for the first time in Kolkata Durgpuja, in a disparate reforming initiative Foundation for Occupational Health - Reform and Developmental Research, has awarded the "Occupational Health Awareness - Sarod Samman" to 41 Pally Club Puja Committee, Haridebpur in recognition of their best Awareness of Occupational Health and their commitment towards maintaining health, safety and well-being of the Puja pandel workers.
In the last few years, the Kolkata Durga Puja has been transformed into a spectacular artistic display of thematic ideas. Puja committees brainstorm and work throughout the year to develop new ideas to outshine others in a tough competition to win prizes. They engage workers temporarily who work tirelessly for 3 to 4 months to build these art works and install them in time to make the puja theme happen. Our objective is to throw insight into the occupational health issues of these workers to build awareness among the puja committees for further betterment of living and working conditions of pandel workers- a group that has emerged as an unorganised sector work force.

Address

76/H, SOUTH SINTHEE Road
Kolkata
700030

Alerts

Be the first to know and let us send you an email when Foundation For Occupational Health Reform and Developmental Research posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram