Glocal Hospital -Advance HCS Pvt Ltd

Glocal Hospital -Advance HCS Pvt Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Glocal Hospital -Advance HCS Pvt Ltd, Hospital, Vill+P. O/Bhatjangla, Opposite Hotel Haveli, Krishnanagar, Nadia, Krishnagar.

HS শেষ ? এবার ভবিষ্যৎ গড়ুন হেলথকেয়ার সেক্টরে!GLOCAL HOSPITAL (HCS Paramedical & Management Institute) নিয়ে এলো আপনার জ...
15/08/2025

HS শেষ ? এবার ভবিষ্যৎ গড়ুন হেলথকেয়ার সেক্টরে!

GLOCAL HOSPITAL (HCS Paramedical & Management Institute) নিয়ে এলো আপনার জন্য ইন্ডাস্ট্রি-বেসড ম্যানেজমেন্ট ও প্যারামেডিক্যাল কোর্স

🎓 BBA in Hospital Management
🎓 MBA in Hospital Management

State Medical Faculty of West Bengal affiliated – Glocal Hospital, Krishnanagar

অন্যান্য কোর্স:
• DMLT
• DCCT
• DRD
• DOTT

📌 কোর্স চলাকালীন সুবিধা:-

✅ হাসপাতাল বেসড লাইভ ক্লাস
✅ প্রথম দিন থেকেই পেশেন্ট ম্যানেজমেন্ট ও কেয়ারের প্রশিক্ষণ
✅ পেশেন্ট কেয়ার ও কমিউনিকেশনের লাইভ ডেমোনস্ট্রেশন
✅ PRO ও ফ্রন্ট অফিস হ্যান্ডলিং-এর রিয়েল টাইম ট্রেনিং
✅ রিয়েল ব্লাড স্যাম্পল, এক্স-রে, USG, CT Scan ডেমো
✅ OT ও ICU ম্যানেজমেন্টের বাস্তব অভিজ্ঞতা.

⚠️ এমন লাইভ ও অন-ফিল্ড এক্সপোজার অন্য কোথাও পাওয়া যাবে না!

📞 ভর্তি চলছে এখনই!

📲 যোগাযোগ করুন:
GLOCAL HOSPITAL, KRISHNANAGAR
NH-12, BESIDE HOTEL HAVELI, NADIA
📞 +91 70038 72294 | 62944 41651 | 70016 97207

শিশু রোগ বিশেষজ্ঞপেডিয়াট্রিক্স এবং নিউওনাটোলজি বিভাগ এখন Glocal Hospital এ. Every Alternative Saturday 10 AM to 12 PM C...
29/07/2025

শিশু রোগ বিশেষজ্ঞ
পেডিয়াট্রিক্স এবং নিউওনাটোলজি বিভাগ এখন Glocal Hospital
এ.
Every Alternative Saturday 10 AM to 12 PM
Call 📞 +91 81450 70906(Dipankar), +91 97759 78601(Help Desk).

Thank you for sharing the before and after images of Patient Rahul Bose.Patient Name: Rahul BosePresenting Complaints: •...
20/07/2025

Thank you for sharing the before and after images of Patient Rahul Bose.

Patient Name: Rahul Bose

Presenting Complaints:
• Dullness of skin
• Hyperpigmentation
• Excessive darkness and damaged skin
• Associated symptoms: anxiety, palpitations

Treatment Initiated at Our Cosmetic & Aesthetic Clinic (3 months ago):
1. Chemical Peeling – for exfoliation and skin texture improvement
2. Facial PRP Therapy (Platelet-Rich Plasma) – for skin regeneration and collagen boost
3. Glutathione IV Infusions – for overall skin brightening and detoxification
4. Topical Medications – customized to patient’s dermatological needs

Outcome:
Patient reported satisfaction with the treatment results.
Significant improvement was observed in overall skin tone, texture, and brightness. Skin appears more even, healthy, and naturally glowing, with reduced pigmentation and damage.

Post-Therapy Observation (Images Attached):
✔️ Visible improvement in facial clarity and skin quality
✔️ Marked reduction in darkness and pigmentation
✔️ Healthier, hydrated skin tone

Contact to:- Glocal Hospital -Advance HCS Pvt Ltd

বিশেষ ধন্যবাদ ডাঃ সন্দীপন চৌধুরী কে 🙏আজ Glocal Hospital – Krishnagar এ এক অসাধারণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বহ...
13/07/2025

বিশেষ ধন্যবাদ ডাঃ সন্দীপন চৌধুরী কে 🙏

আজ Glocal Hospital – Krishnagar এ এক অসাধারণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বহুদিন ধরে রোগী ও তার পরিবার কৃষ্ণনগর ও বিভিন্ন সরকারি / Private হাসপাতালে Uterine Cancer/বৃহৎ টিউমার নিয়ে অনেকবার চেকআপ করলেও, কেউই অস্ত্রোপচারে সম্মতি দেননি।

শেষমেশ রোগী Glocal Hospital-এ ভর্তি হন, যেখানে পরপর ৩ দিন ধরে ডাক্তারবাবু ও নার্স দিদিরা রোগীকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করেন।

আজ প্রায় ৪ ঘণ্টা ধরে জটিল “En-bloc Excision” সহ Adnexal Mass ও Omentectomy করা হয়। অস্ত্রোপচারের সময় ৫ ইউনিট PRBC ও ৪ ইউনিট FFP সাপোর্ট দেওয়া হয়েছে।

অস্ত্রোপচার শেষে রোগী এখন ICU তে সুরক্ষিত পর্যবেক্ষণে রয়েছেন।

এই অসাধারণ ও জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করার জন্য
ডাঃ সন্দীপন চৌধুরী (MBBS, MS, DNB, MCh)
কে হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ❤️🙏

When every moment counts, we respond promptly. Glocal Hospital Krishnanagar(Advance HCS Pvt Ltd)'s emergency unit is des...
12/07/2025

When every moment counts, we respond promptly. Glocal Hospital Krishnanagar(Advance HCS Pvt Ltd)'s emergency unit is designed for swift response and expert trauma care. To learn more: https://advancehcs.in For further information, please contact us at +91 97759 78619 / +91 97759 78601.

কম খরচে সম্পূর্ণ হেলথ চেকআপের সুবর্ণ সুযোগ.....👉 আপনার শরীরই আপনার আসল পুঁজি।👉 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আজকের চাহিদা, আ...
02/07/2025

কম খরচে সম্পূর্ণ হেলথ চেকআপের সুবর্ণ সুযোগ.....👉 আপনার শরীরই আপনার আসল পুঁজি।
👉 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আজকের চাহিদা, আগামী দিনের নিরাপত্তা।

✅ আধুনিক যন্ত্রপাতি
✅ অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ান
✅ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরীক্ষা

🔬 ব্লাড টেস্টে (Blood Test) বিশাল ৫০% ছাড়
🖥️ আল্ট্রাসোনোগ্রাফিতে (USG)- ৩০% ছাড়
❤️ ইকো কার্ডিওগ্রাফিতে (ECHO-2D) -৩০% ছাড়

Glocal Hospital(O&M By Advance HCS Pvt Ltd), Phone-9775978601 / 8436032295

A New Chapter in Healthcare Begins!Join us for the Grand Opening of AAHIL HOSPITEX📅 Date: 15th June 2025📍 Cossimbazar, B...
09/06/2025

A New Chapter in Healthcare Begins!
Join us for the Grand Opening of AAHIL HOSPITEX
📅 Date: 15th June 2025
📍 Cossimbazar, Berhampore
We warmly welcome you to witness the future of compassionate care!

ভর্তি চলছে 25-26 Session eনার্সিং অ্যাডমিনিস্ট্রেশনে পিজি ডিপ্লোমা (HCS Paramedical & Management Institute) এ Address -G...
04/06/2025

ভর্তি চলছে 25-26 Session e

নার্সিং অ্যাডমিনিস্ট্রেশনে পিজি ডিপ্লোমা (HCS Paramedical & Management Institute) এ
Address -GLOCAL HOSPITAL CAMPUS, Ground Floor.

আমরা গর্বের সাথে জানাচ্ছি যে, যেসব নার্সিং স্টাফ GNM সম্পন্ন করার পর নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন – তাঁদের জন্য HCS Paramedical & Management Institute - শীঘ্রই শুরু করতে চলেছে Post Graduate Diploma in Nursing Administration কোর্স, যা বারাসাত স্টেট ইউনিভার্সিটি দ্বারা ডিজাইন করা হয়েছে।

ভর্তি চলছে 25-26 Session e

ইচ্ছুক প্রার্থীরা নিচের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করুনঃ

• সুমন স্যার (ফ্যাকাল্টি)- +91 97326 41403 / +91
97759 78601
• ড. শান্তনু মিত্র (অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন)

চলুন, একসাথে জ্ঞান ও উৎকর্ষতার পথে আরও এক ধাপ এগিয়ে যাই।

🎗️মূত্রথলির ক্যান্সার (Urinary Bladder Cancer):মূত্রথলির ক্যান্সার হলো এক ধরনের ক্যান্সার যা মূত্রথলির কোষগুলোতে শুরু হয...
28/05/2025

🎗️মূত্রথলির ক্যান্সার (Urinary Bladder Cancer):

মূত্রথলির ক্যান্সার হলো এক ধরনের ক্যান্সার যা মূত্রথলির কোষগুলোতে শুরু হয়। মূত্রথলি পেটের নীচের দিকে অবস্থিত একটি ফাঁপা, বেলুনের মতো অঙ্গ, যা প্রস্রাব জমা করে রাখে। এই ক্যান্সার সাধারণত মূত্রথলির ভেতরের আস্তরণের কোষে (ইউরোথেলিয়াল সেল) শুরু হয়। এই একই ধরণের কোষ কিডনি এবং মূত্রনালীর (ইউরেটার) ভেতরের আস্তরণেও পাওয়া যায়, তাই এই স্থানগুলোতেও একই ধরণের ক্যান্সার হতে পারে।

🔬রোগ নির্ণয় (Diagnosis)

মূত্রথলির ক্যান্সার নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়:
👉প্রস্রাব পরীক্ষা (Urinalysis and Urine Cytology)
👉সিস্টোস্কোপি (Cystoscopy)
👉বায়োপসি (Biopsy)
👉ইমেজিং টেস্ট: (CT scan), (MRI), (Ultrasound) বা (IVP)

👨‍⚕️💊চিকিৎসা (Treatment)
মূত্রথলির ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন - ক্যান্সারের ধরণ, পর্যায় (স্টেজ), গ্রেড, রোগীর সামগ্রিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত পছন্দ। প্রধান চিকিৎসা পদ্ধতিগুলো হলো:

🥼সার্জারি (Surgery):
✳️ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার (TURBT
✳️পার্শিয়াল সিস্টেকটমি (Partial Cystectomy)
✳️র‌্যাডিক্যাল সিস্টেকটমি (Radical Cystectomy)

🧪ইন্ট্রাভেসিক্যাল থেরাপি (Intravesical Therapy): এই পদ্ধতিতে ওষুধ সরাসরি একটি ক্যাথেটারের মাধ্যমে মূত্রথলিতে প্রবেশ করানো হয়।।

🧑‍🔬কেমোথেরাপি (Chemotherapy): এই পদ্ধতিতে ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ওষুধ ব্যবহার করা হয়। এটি শিরার মাধ্যমে (সিস্টেমিক) বা সরাসরি মূত্রথলিতে (ইন্ট্রাভেসিক্যাল) দেওয়া যেতে পারে।

☢️রেডিয়েশন থেরাপি (Radiation Therapy): উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিয়েশন ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।

💉💊ইমিউনোথেরাপি (Immunotherapy): শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

🎯টার্গেটেড থেরাপি (Targeted Therapy): এই ওষুধগুলো ক্যান্সার কোষের নির্দিষ্ট দুর্বলতাকে লক্ষ্য করে কাজ করে।

⚠️মূত্রথলির ক্যান্সারের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হলে চিকিৎসার সাফল্যর হার বেশি থাকে।

🩺ডাঃ পার্থ মুখোপাধ্যায়,
MBBS, MD (PGIMER,Chandigarh), DNB (NBE,New Delhi)
ক্লিনিকাল অনকোলজিস্ট.
Glocal Hospital-Krishnanagar
Nadia,West Bengal

  Surgery- OPD Every Friday - 9 AM to 11 AM Dr. Avijoy Ghosh MBBS, MSConsultant General & Advanced Laparoscopic Surgeon....
01/05/2025

Surgery- OPD
Every Friday - 9 AM to 11 AM

Dr. Avijoy Ghosh
MBBS, MS
Consultant General & Advanced Laparoscopic Surgeon.
Specializes in a wide range of laparoscopic procedures, particularly in the areas of gastrointestinal, colorectal, and urological surgeries. He is proficient in treating conditions such as Gallstones, CBD, Hernias, Hemicolectomy, Gastroesophageal reflux disease (GERD), and other complex gastrointestinal disorders.

28/04/2025

আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার – GLOCAL HOSPITAL(O&M- Advance HCS Pvt Ltd) 🩺

আপনার বাড়ির কাছেই কি বিশ্বস্ত ও পরিপূর্ণ চিকিৎসা পরিষেবা খুঁজছেন?

GLOCAL HOSPITAL(O&M- Advance HCS Pvt Ltd)- মাল্টিস্পেশালিটি হাসপাতাল হিসেবে গর্বের সঙ্গে :

✅ ১০০+ বেড সহ উন্নত চিকিৎসা সুবিধা
✅ 6০+ অভিজ্ঞ ডাক্তার বিভিন্ন বিভাগে
✅ ICCU & HDU + ITU সহ জরুরি ও উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা
✅ ESI ও WBHS-WBP, SWASTHYA SATHI অনুমোদিত হাসপাতাল
✅ প্রধান মেডিক্লেম কোম্পানির সঙ্গে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা

আমরা বিশ্বাস করি – স্বাস্থ্যসেবা সবার অধিকার। নিয়মিত চেক-আপ হোক, হঠাৎ সমস্যা, কিংবা দীর্ঘমেয়াদি চিকিৎসা – আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।

📍 আজই আসুন – যত্নের সঙ্গে চিকিৎসা পান, আপনজনের মতো।

For appointments & emergencies: আমরা আছি আপনার সুস্থতার পথে সদা সঙ্গী হয়ে।

Address

Vill+P. O/Bhatjangla, Opposite Hotel Haveli, Krishnanagar, Nadia
Krishnagar
741101

Telephone

+917001697207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glocal Hospital -Advance HCS Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category