02/03/2022
*সবুজায়ন , জল সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা শীর্ষক জনসংযোগ cycle যাত্রা*
প্রকৃতি আজ দূষণে মোড়া। প্রকৃতি আজ স্বার্থান্বেষী মানুষের ব্যবহৃত জিনিসের থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। আজ মানুষের নির্বিচারে গাছ কাটার জন্য বন ও বন্যপ্রাণী বিপন্ন। পৃথিবীর চারিদিক জল দিয়ে ঘেরা হওয়া সত্ত্বেও আজ পানীয় জলের সঙ্কট প্রবল। পানীয় জলের সব সঞ্চয় আজ মানুষের যথেচ্ছ ব্যবহারে শেষ হওয়ার দোরগোড়ায়। আমাদের কারও কি একটু সময় আছে এই বিষয়ে একটু ভাবার? আমরা সব জেনেও জ্ঞানপাপির মতো আলোচনা ও ভাষণে মত্ত। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা স্বেচ্ছায়, নিজেরা কিছুটা দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সাথে অন্য হাজার হাজার মানুষকেও অনুপ্রাণিত করছেন বা উদ্বুদ্ধ করছেন এবং করেই চলেছেন, নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে। সঙ্গে নিরন্তর নিজের হাতে প্রতিদিন গাছ লাগিয়ে চলছেন তার যাত্রাপথে। তাদেরই মধ্যে একজন হলেন রাজস্থানের ,*বাধতার* নায়ক *নরপত সিং*।
লক্ষ্য একটাই *গাছ লাগান, জল বাঁচান , cycle ব্যবহার করুন ও পরিবেশ বাঁচান*।
যাত্রা শুরু করেন *২৭শে জানুয়ারি ২০১৯*, জম্মু এয়ারপোর্ট থেকে। cycle চালিয়ে ,*২৬ টা রাজ্য ও ২৭৫০০ কিলোমিটার* অতিক্রম করে *০২ ই মার্চ ২০২২* এসে পৌঁছান পশ্চিমবঙ্গের পুর্ব বর্ধমানের ,*বর্ধমান* শহরে। এইরকম একটি মানুষকে এত কাছথেকে পেয়ে আমরা অভিভূত ও আপ্লুত। তার জন্য যৎসামান্য আয়োজন করতে পেয়ে, ও তার মূল্যবান সময় ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।
*National Federation of Voluntary Blood Donors , India(West Bengal Unit)*
*Bengal Voluntary Blood Donor & Social Workers Association*
*Sanjeevani Aash Welfare Organization*
এর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তার সাথে সমাজের জন্য এই বৈপ্লবিক কাজ করার জন্য তার হাতে তুলে দেওয়া হয় *স্বামী বিবেকানন্দ সম্মান ২০২২*
উপস্থিত ছিলেন
১. NFVBDO, India(West Bengal Unit) এর মাননীয় সভাপতি, *সঞ্জয় কুমার যাদব*,
২. BVBDSWA এর জনসংযোগ কর্মকর্তা মাননীয় *বিশ্বজিৎ মজুমদার* ও *মাননীয়া তিয়াশা সরকার*
৩. SAWO এর পক্ষ থেকে সঞ্জীবনী নারিশক্তির *মাননীয়া সঙ্গীতা কর* ও *মাননীয়া রাখি দাশগুপ্ত* ।
আমরা তার হাতে এই সম্মান তুলে দিয়ে নিজেরাই সম্মানিত হলাম।
আবির ধর
সাধারণ সম্পাদক
BVBDSWA
&
NFVBDO,INDIA (West Bengal Unit)