13/04/2022
★★ বৃহস্পতির রাশি পরিবর্তন কি প্রভাব পড়তে চলছে আপনাদের-
বৃহস্পতি আজ 13 এপ্রিল 2022 এ কুম্ভ রাশি থাকে মীন রাশি তে প্রবেশ করবেন। বৃহস্পতি বকরি হবেন 29 জুলাই এবং বকরি ত্যাগ করবেন 24 নভেম্বর।
এই রাশি পরিবর্তন এর ফলে
সার্বিক ভাবে শুভ ..বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু ও মিন রাশির।
মিথুন, কুম্ভ, ধনু ও মকর রাশির মধ্যম।
মেষ, সিংহ ও তুলার অশুভ ফল।
বিশদ ভাবে কোন দিক থেকে শুভ ও অশুভ ফল পাবেন দেখেনিন.......
■ মেষ = রাশি সাপেক্ষে বৃহস্পতি মীন থেকে পঞ্চম দৃষ্টিতে চতুর্থ ভাবকে সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ভাবকে নবম দৃষ্টিতে অষ্টম ভাবকে ও মিন এ অবস্থান করে দ্বাদশ ভাবকে প্রভাববিত করবে। এই 4,6,8,12th ভাবের উপর প্রভাব পড়ায় মেষ রাশির পক্ষে এই বৃহস্পতির রাশি পরিবর্তন শুভ নয় বাড়ি বা ফ্লাট তৈরি তে বাধা (4,8,12)। বিদ্যায় বাধা(4,812) , প্রতিযোগিতা বৃদ্ধি। যারা জন্ম স্থান থেকে দূরে বা বিদেশ এ যাতে চাইছেন তাদের জন্য ভালো।
ঋন নিয়ে ঝঞ্ঝা বাড়বে ও রোগ ,শরীর নিয়ে সমস্যা বাড়বে।
■ বৃষ রাশি = বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়, পঞ্চম, সপ্তম ও একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে ..Interview a সফিলতা,যোগাযোগ বৃদ্ধি, প্রেম এ সফলতা আসতে পারে(3,5,11).প্রেম থেকে বিয়ে হবার সম্ভাবনা আছে (5,7,11)। নতুন ব্যাবসা যোগ রয়েছে,যারা ব্যাবসা করছেন তাদের জন্য ভালো,ব্যাবসার স্থান যাঁরা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য উপযোগী সময়।
■ মিথুন : মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও দশম ভাবের উপর প্রভাব পড়বে ফলে..যারা চাকরি পাচ্ছেন না তাদের এই বছর চাকরির সুযোগ আছে ,কর্ম সূত্রে অর্থ প্রাপ্তি, প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ, বাড়ীতে থেকে যারা কর্ম করছেন তাদের জন্য ভালো।
■ কর্কট রাশি : কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি প্রথম,তৃতীয়,পঞ্চম ও নবম ভাবের উপর প্রভাব পড়বে ....সৃজনশীল কাজের সাথে যারা আছেন বা যারা লেখা লিখি করেন তাদের জন্য শুভ নতুন যোগাযোগ বাড়বে ,উচ্চ পদ লাভ হবে,উচ্চশিক্ষা ই সাফল্য ও গবেষণা র যোগ ।
■ সিংহ রাশি : সিংহ রাশি শুভ ফল পাবে না, এই রাশি সাপেক্ষে দ্বিতীয় ,চতুর্থ, অষ্টম ও দ্বাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে.... পারিবারিক ঝামেলা অশান্তি হবে,মানসিক কষ্ট, অর্থ ক্ষয়, খরচা বাড়বে,বীমা সূত্রে প্রাপ্তি হতে পারে।
■ কণ্যা রাশি : কন্যা রাশি সাপেক্ষে প্রথম, তৃতীয়,সপ্তম ও একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে... ব্যাবসায় উন্নতি ও সাফল্য ,নতুন ব্যাবসা যোগ,বিবাহ এর জন্য ভালো সময় দীর্ঘদিন যাদের বিয়ে হচ্ছে না তাদের হবার সম্ভবনা, পার্টনারশিপ ব্যাবসায় সাফল্য।
■ তুলা রাশি : তুলা রাশি র জন্য ভালো না।তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয়,ষষ্ঠ, দশম ও দ্বাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে ... অর্থ রোজগার করবেন কিন্তু সব ব্যএয় হইয়া যাবে,চাকরি প্রাপ্তির যোগ হয়েছে, কর্মস্থান এ ঝামেলা শত্রুতা ,প্রতিযোগিতা, আসবে। শরীর নিয়ে ভোগান্তি বাড়বে ও অর্থ নাস হবে।
■ বৃশ্চিক রাশি : বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথম,পঞ্চম,নবম,একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে উচ্চ শিক্ষায় ভালো ফল,গবেষণা র সুযোগ,Creativity fild a যাঁরা আছে তাদের উন্নতি ,অচেনা ব্যাক্তির সাহায্য লাভ,প্রেম ও সম্পর্ক উন্নতি, ফটকায় share market থেকে মুনাফা অর্জন করবেন।
■ ধনু রাশি :ধনু রাশি
সাপেক্ষে চতুর্থ,অষ্টম,দশম, দ্বাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে.... পারিবারিক অশান্তি ঝামেলা র ,বাড়ি করতে বাধা,গুপ্ত কর্মে সাফল্য,প্রভিডেন্ট ফান্ড এর টাকা পেতে পারেন।
■ মকর রাশি = মকর রাশি সাপেক্ষে তৃতীয় ,সপ্তম ,নবম, একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে ....ভাগ্য ও ধর্মোন্নতি, বিবাহের সম্বন্ধ,ব্যাবসায় এই বছর ভালো,ভ্রমণ যোগ আছে।
■ কুম্ভ রাশি = কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ,ষষ্ঠ, অষ্টম ও দশম ভাবকে প্রভাবিত করবে ফলে ....বকেয়া অর্থ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তি, বীমা , প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ আস্তে পারে। চাকরি ক্ষেত্রে গুপ্ত শত্রুতা ,পদোন্নতি তা বাধা আসবে।
■ মীন রাশি = মীন রাশি সাপেক্ষে প্রথম, পঞ্চম, সপ্তম, ও নবম ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়বে ফলে..... প্রতিভার বিকাশ ঘটবে ,যেকোনো বিষয় যা দক্ষতা অর্জন করবেন, পিতৃ সূত্রে প্রাপ্তি বা পিতার ব্যাবসায় আপনার উন্নতি যোগ, নতুন প্রেম ও বিবাহ যোগ শুভ।
◆ ◆ বৃহস্পতি এক বছর মীন রাশিতে থাকলেও শুভ ফল এক বছর দিতে পারব না কারণ ,বৃহস্পতির আগের রাশি কুম্ভ তে শনি গ্রহ ও পরের রাশিতে রাহু পাপগ্রহ অবস্থান করবে।
◆● বৃহস্পতির মীন রাশি তে যাওয়ার ফলে সামগ্রিক ভাবে উল্লিখিত রাশির জাতক দের সার্বিক গোচর ফল আলোচনা করা হইয়াছে। সবার ক্ষেত্রে সমান ফল নাও পেতে পারেন ( জন্ম ছক এ অশুভ গ্রহের প্রভাব ও বিরূপ দশা চলার জন্য) তার জন্য সমগ্রহ জন্ম কুন্ডলি বিচার করতে হবে।