Aastro Sumit

Aastro Sumit Astro sumit is Astro palmist Numrologist Bastubid.

09/04/2025
প্রশ্ন কুন্ডলী জন্য
29/12/2023

প্রশ্ন কুন্ডলী জন্য

21/03/2023

মঙ্গল :মঙ্গল কে উষ্ণ গ্রহ বলা যায়, যা কিছু উষ্ণ মঙ্গল ই তার করাক, যেমন - ক্রোধ, পিত্ত,অগ্নি, প্রভিতি। শুধুমাত্র অগ্নি ব...
01/08/2022

মঙ্গল :
মঙ্গল কে উষ্ণ গ্রহ বলা যায়, যা কিছু উষ্ণ মঙ্গল ই তার করাক, যেমন - ক্রোধ, পিত্ত,অগ্নি, প্রভিতি। শুধুমাত্র অগ্নি বলা ঠিক হবে না বিদ্যুৎ, আগ্নেয় অস্ত্র প্রভৃতি। তীব্র,প্রচন্ড যা কিছু সব মঙ্গল। মঙ্গল স্বাধীনতার প্রতিমূর্তি,স্বাধীনতা কামী রবি ও বৃহস্পতি ও। মঙ্গল এর সঙ্গে এদের পার্থক্য আছে, রবির স্বাধীনতা গৌরব কঙ্খি, বৃহস্পতির স্বাধীনতা ন্যায় ও শৃঙ্খলা ভিত্তিক,সুতরাং রবি বৃহস্পতি ক্ষমাশীল এদের কাছে ক্ষমা পাওয়া যায়। আর মঙ্গল - অহঙ্কারের প্রতিমূর্তি আত্ম সর্বস্য স্বাধীনতাপ্রিয় আপোস রফা বা ক্ষমা মঙ্গল এর প্রকৃতি বিরুদ্ধ। নির্ভীক সাহসী, খিপ্রকারী,আগে কাজ পরে বিচার একেবারে উগ্র সভাব। এর কারণ মঙ্গল এর মধ্যে প্রাণ শক্তি প্রাবল্য।

মঙ্গল থেকে বিচার্য:
বীরত্ব, শক্তি,ভূমি,অস্ত্রধারণ,যৌবন,পুরুষ স্বভাব,গ্রাম এর মাথা, রক্ত,দক্ষিণ দিক প্রিয় ইত্যাদি।

চন্দ্র :রবির পরই চন্দ্রের পৃথিবীর উপর সমস্ত গ্রহ অপেক্ষা অধিক প্রভাব। মাতৃ রস যেমন জীব এর পুষ্টির সহায়ক, চন্দ্রের স্নিগ্...
21/07/2022

চন্দ্র :
রবির পরই চন্দ্রের পৃথিবীর উপর সমস্ত গ্রহ অপেক্ষা অধিক প্রভাব। মাতৃ রস যেমন জীব এর পুষ্টির সহায়ক, চন্দ্রের স্নিগ্ধ কিরণ ও তেমনই যাবতীয় জীবের পুষ্টির সহায়ক। সে জন্যই চন্দ্র কে বলা হয় মাতৃকারক গ্রহ।
রবিকে আত্মা স্বরূপ ধরা হলে এবং পৃথিবীকে স্থূল দেহ বললে চন্দ্র কে বলতে হয় মন।এই মন দিয়েই হয় জীবের সুখ দুঃখের অনুভূতি। জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রের গুরুত্ব সূর্য অপেক্ষা কম না।
সূর্য পুরুষ,সৃষ্টির বীজ বা কারণ,জীবনী শক্তি এবং ব্রম্ভা স্বরূপ। চন্দ্র হচ্ছে প্রকৃতি,সৃষ্টির আধার বা ক্ষেত্র, জীবনী শক্তির সংরক্ষক। রবি যে জীবনীশক্তি উৎপাদন করে, চন্দ্র তা সংরক্ষণ করে,তা নাহলে দেহ রক্ষা করা সম্ভব না। যার জন্যই পুরুষের প্রতি রবি,নারীর প্রতি চন্দ্র প্রভাব বিস্তার করে।
মাতৃ হৃদয় যেমন সমবাদনাই পূর্ণ থাকে,চন্দ্রের অধিকারে জাত ব্যক্তির হৃদয় ও হয় মাতৃ হৃদয় এর মত সংবেদন কোমল ও নমনীয়। এরা হয় পরের সুখ দুঃখের সমব্যথী,পারিপার্শ্বিক অবস্থায় প্রভাবিত,এই জন্যই চন্দ্র কে চঞ্চল গ্রহ আখ্যা দাওয়া হয়।

চন্দ্র থেকে বিচার্য - মন, বুদ্ধি,জলীয় বস্তু,সাদা রং,কল্পনা শক্তি,জীবন এ উন্নতির পথে পরিবর্তন ,মুখ দেহ, চরিত্রের বিকাশ ইত্যাদি।

রবি গ্রহ :   সৌর জগতে প্রবলতম শক্তি সূর্য বা রবি, সৌর জগতে যা কিছু সৃষ্টি সবই সূর্য থেকে । সূর্যই জীবন এর কারণ,সূর্য ছাড়...
03/07/2022

রবি গ্রহ :
সৌর জগতে প্রবলতম শক্তি সূর্য বা রবি, সৌর জগতে যা কিছু সৃষ্টি সবই সূর্য থেকে । সূর্যই জীবন এর কারণ,সূর্য ছাড়া কোনো প্রানের অস্তিত্ব সম্ভব না, তাই সূর্য কে বলা হয় জীবদেহর সুক্ষতম আত্মা। এমনকি সৌরজগতের সমস্ত গ্রহ সূর্যের প্রভাব এ প্রভাবান্বিত ।সূর্যের আকর্ষণ শক্তি সব গ্রহদের মধ্যে প্রভাবিত ।জ্যোতিষ শাস্ত্রে সূর্য কে বলা হইয়াছে পিতা।
সূর্য নির্দেশ করে শ্রেষ্ঠ ক্ষমতাসম্পন্ন ব্যাক্তি কে।রাজা, সমাজের শ্রেষ্ঠ ব্যাক্তি, উচ্চ পদাধিকারী ব্যাক্তি,স্বনামধন্য ব্যাক্তি, প্রভৃতির নির্দশক রবি।
নির্বিকার, বিজ্ঞানময়, পূর্ণ সত্যের কেন্দ্র সূর্য বা রবি। তার শত্রু মিত্র নেই,সমদর্শী তিনি। কিন্তু গ্রহগণ এর পার্থক্য র কারণ এ শত্রু মিত্র ও সম ভাবের ফল সৃষ্টি হয়। যেমন তমভাবাত্মক শনি, রাহু প্রবাভিত ব্যাক্তি জন এবং কামনা বাসনা কারক শুক্র প্রভাবিত মানুষজন রবির কল্যাণ শক্তি,বাস্তব ধর্মী প্রকৃত শক্তি উপলব্ধি করতে না পারে শত্রু মনে করে রবি কে। আবার চন্দ্র,মঙ্গল, বৃহস্পতি প্রভাবিত মানুষজন রবি কে মিত্র রূপে বিবেচনা করেন।
অর্থাৎ যার জন্মকুন্ডলি তে রবি যত বলবান তার সৃজনী শক্ত ও জীবনী শক্তি হবে প্রবল, তিনি গৌরব ,শৃঙ্খলা, মহৎ ,উদার, আভিজাত্য , মর্যাদার অধিকারী। অশুভ হলে হবেন শক্তি হীন, দাম্ভিক, শৃঙ্খলা হীন মর্যাদা বিহীন।

রবি থেকে বিচার্য আত্মা,শক্তি ,তীক্ষ তা ,দুর্গ ,বল, উষ্ণতা, অগ্নি, ধৈর্য,রাজ শাসন ইত্যাদি।

02/06/2022

কোন শুভ ভাবের অধিপতি যদি অশুভ ভাব এ থাকে এবং ঐ অশুভ ভাবের অধিপতি শুভ ভাব এ থাকে অর্থাৎ ক্ষেত্র বিনিময় হয় তার ফল এ দুটি গ্রহের অশুভ প্রভাব দূর হয়।

কোনো একজন এর মেষ লগ্ন । অষ্টম এ বৃশ্চিক এ শনি আছেন তাহলে শনি ওই ব্যক্তির অশুভ ফল প্রদান করতে পারে এবং শত্রু গৃহে অবস্থান করছে ফল এ মারক প্রকৃতির হলো শনি ।কিন্তু ওই ব্যক্তির কুম্ভ বা শনির গৃহ মঙ্গল আছেন অর্থাৎ বৃশ্চিক এর অধিপতি। তাহলে ওই ব্যক্তির ছকএ ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হলো।তার ফল এ শনির অশুভ প্রভাব নষ্ট হয়ে গেল।মঙ্গল এর একাদশ এ শুভ অবস্থান ফল ব্যাক্তি টি পাবে।শত্রু গৃহ মঙ্গল থাকার জন্য তার শুভ ভাব কমবে না।

★★ শনি মহারাজের রাশি পরিবর্তন ★★ ◆ সারেসাতি শুরু হচ্ছে মীন রাশির ও শেষ হচ্ছে ধনু রাশির।■ শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ ...
01/05/2022

★★ শনি মহারাজের রাশি পরিবর্তন ★★
◆ সারেসাতি শুরু হচ্ছে মীন রাশির ও শেষ হচ্ছে ধনু রাশির।
■ শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করেছেন 29 এপ্রিল 2022 এ এবং কুম্ভ রাশি তা আড়াই বছর থাকবেন। এই রাশি পরিবর্তনের ফলে ------
●● মেষ,বৃষ,কন্যা ও ধনু রাশির শুভ ফল,
●● মিথুন, সিংহ, ও তুলা রাশির মধ্যম,
●● কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, ও মীন রাশির অশুভ ফল পাবেন।
◆ কর্কট ও বৃশ্চিক রাশির ঢাইয়া শুরু হচ্ছে।
● মকর রাশির সারাসাতি র শেষ পর্যায়ে ও মীন রাশির শুরু হয়েছে।

◆ কুম্ভ রাশির উপর শনির সঞ্চার এর শুভ অশুভ সার্বিক ভাবে আলোচনা করা হইয়াছে ।সবার ক্ষেত্রে সমান ফল নাও পেতে পারেন ( জন্ম ছকে অশুভ গ্রহের প্রভাব ও বিরূপ দশা চলার জন্য) তার জন্য সমগ্রহ জন্ম কুন্ডলি বিচার করতে হবে।

★★ বৃহস্পতির রাশি পরিবর্তন কি প্রভাব পড়তে চলছে আপনাদের-বৃহস্পতি আজ 13 এপ্রিল 2022 এ কুম্ভ রাশি থাকে মীন রাশি তে প্রবেশ ক...
13/04/2022

★★ বৃহস্পতির রাশি পরিবর্তন কি প্রভাব পড়তে চলছে আপনাদের-
বৃহস্পতি আজ 13 এপ্রিল 2022 এ কুম্ভ রাশি থাকে মীন রাশি তে প্রবেশ করবেন। বৃহস্পতি বকরি হবেন 29 জুলাই এবং বকরি ত্যাগ করবেন 24 নভেম্বর।
এই রাশি পরিবর্তন এর ফলে
সার্বিক ভাবে শুভ ..বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু ও মিন রাশির।
মিথুন, কুম্ভ, ধনু ও মকর রাশির মধ্যম।
মেষ, সিংহ ও তুলার অশুভ ফল।
বিশদ ভাবে কোন দিক থেকে শুভ ও অশুভ ফল পাবেন দেখেনিন.......

■ মেষ = রাশি সাপেক্ষে বৃহস্পতি মীন থেকে পঞ্চম দৃষ্টিতে চতুর্থ ভাবকে সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ভাবকে নবম দৃষ্টিতে অষ্টম ভাবকে ও মিন এ অবস্থান করে দ্বাদশ ভাবকে প্রভাববিত করবে। এই 4,6,8,12th ভাবের উপর প্রভাব পড়ায় মেষ রাশির পক্ষে এই বৃহস্পতির রাশি পরিবর্তন শুভ নয় বাড়ি বা ফ্লাট তৈরি তে বাধা (4,8,12)। বিদ্যায় বাধা(4,812) , প্রতিযোগিতা বৃদ্ধি। যারা জন্ম স্থান থেকে দূরে বা বিদেশ এ যাতে চাইছেন তাদের জন্য ভালো।
ঋন নিয়ে ঝঞ্ঝা বাড়বে ও রোগ ,শরীর নিয়ে সমস্যা বাড়বে।

■ বৃষ রাশি = বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়, পঞ্চম, সপ্তম ও একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে ..Interview a সফিলতা,যোগাযোগ বৃদ্ধি, প্রেম এ সফলতা আসতে পারে(3,5,11).প্রেম থেকে বিয়ে হবার সম্ভাবনা আছে (5,7,11)। নতুন ব্যাবসা যোগ রয়েছে,যারা ব্যাবসা করছেন তাদের জন্য ভালো,ব্যাবসার স্থান যাঁরা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য উপযোগী সময়।

■ মিথুন : মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও দশম ভাবের উপর প্রভাব পড়বে ফলে..যারা চাকরি পাচ্ছেন না তাদের এই বছর চাকরির সুযোগ আছে ,কর্ম সূত্রে অর্থ প্রাপ্তি, প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ, বাড়ীতে থেকে যারা কর্ম করছেন তাদের জন্য ভালো।

■ কর্কট রাশি : কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি প্রথম,তৃতীয়,পঞ্চম ও নবম ভাবের উপর প্রভাব পড়বে ....সৃজনশীল কাজের সাথে যারা আছেন বা যারা লেখা লিখি করেন তাদের জন্য শুভ নতুন যোগাযোগ বাড়বে ,উচ্চ পদ লাভ হবে,উচ্চশিক্ষা ই সাফল্য ও গবেষণা র যোগ ।

■ সিংহ রাশি : সিংহ রাশি শুভ ফল পাবে না, এই রাশি সাপেক্ষে দ্বিতীয় ,চতুর্থ, অষ্টম ও দ্বাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে.... পারিবারিক ঝামেলা অশান্তি হবে,মানসিক কষ্ট, অর্থ ক্ষয়, খরচা বাড়বে,বীমা সূত্রে প্রাপ্তি হতে পারে।

■ কণ্যা রাশি : কন্যা রাশি সাপেক্ষে প্রথম, তৃতীয়,সপ্তম ও একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে... ব্যাবসায় উন্নতি ও সাফল্য ,নতুন ব্যাবসা যোগ,বিবাহ এর জন্য ভালো সময় দীর্ঘদিন যাদের বিয়ে হচ্ছে না তাদের হবার সম্ভবনা, পার্টনারশিপ ব্যাবসায় সাফল্য।

■ তুলা রাশি : তুলা রাশি র জন্য ভালো না।তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয়,ষষ্ঠ, দশম ও দ্বাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে ... অর্থ রোজগার করবেন কিন্তু সব ব্যএয় হইয়া যাবে,চাকরি প্রাপ্তির যোগ হয়েছে, কর্মস্থান এ ঝামেলা শত্রুতা ,প্রতিযোগিতা, আসবে। শরীর নিয়ে ভোগান্তি বাড়বে ও অর্থ নাস হবে।

■ বৃশ্চিক রাশি : বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথম,পঞ্চম,নবম,একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে উচ্চ শিক্ষায় ভালো ফল,গবেষণা র সুযোগ,Creativity fild a যাঁরা আছে তাদের উন্নতি ,অচেনা ব্যাক্তির সাহায্য লাভ,প্রেম ও সম্পর্ক উন্নতি, ফটকায় share market থেকে মুনাফা অর্জন করবেন।

■ ধনু রাশি :ধনু রাশি
সাপেক্ষে চতুর্থ,অষ্টম,দশম, দ্বাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে.... পারিবারিক অশান্তি ঝামেলা র ,বাড়ি করতে বাধা,গুপ্ত কর্মে সাফল্য,প্রভিডেন্ট ফান্ড এর টাকা পেতে পারেন।

■ মকর রাশি = মকর রাশি সাপেক্ষে তৃতীয় ,সপ্তম ,নবম, একাদশ ভাবের উপর প্রভাব পড়বে ফলে ....ভাগ্য ও ধর্মোন্নতি, বিবাহের সম্বন্ধ,ব্যাবসায় এই বছর ভালো,ভ্রমণ যোগ আছে।

■ কুম্ভ রাশি = কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ,ষষ্ঠ, অষ্টম ও দশম ভাবকে প্রভাবিত করবে ফলে ....বকেয়া অর্থ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তি, বীমা , প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ আস্তে পারে। চাকরি ক্ষেত্রে গুপ্ত শত্রুতা ,পদোন্নতি তা বাধা আসবে।

■ মীন রাশি = মীন রাশি সাপেক্ষে প্রথম, পঞ্চম, সপ্তম, ও নবম ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়বে ফলে..... প্রতিভার বিকাশ ঘটবে ,যেকোনো বিষয় যা দক্ষতা অর্জন করবেন, পিতৃ সূত্রে প্রাপ্তি বা পিতার ব্যাবসায় আপনার উন্নতি যোগ, নতুন প্রেম ও বিবাহ যোগ শুভ।

◆ ◆ বৃহস্পতি এক বছর মীন রাশিতে থাকলেও শুভ ফল এক বছর দিতে পারব না কারণ ,বৃহস্পতির আগের রাশি কুম্ভ তে শনি গ্রহ ও পরের রাশিতে রাহু পাপগ্রহ অবস্থান করবে।

◆● বৃহস্পতির মীন রাশি তে যাওয়ার ফলে সামগ্রিক ভাবে উল্লিখিত রাশির জাতক দের সার্বিক গোচর ফল আলোচনা করা হইয়াছে। সবার ক্ষেত্রে সমান ফল নাও পেতে পারেন ( জন্ম ছক এ অশুভ গ্রহের প্রভাব ও বিরূপ দশা চলার জন্য) তার জন্য সমগ্রহ জন্ম কুন্ডলি বিচার করতে হবে।

Address

Memari

Telephone

7797638467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aastro Sumit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aastro Sumit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram