CRC-Cancer rehabilitation clinic

CRC-Cancer rehabilitation clinic i am trained oesophageal speech trainer service provide free of cost to L.G patients

14/05/2023

প্রদীপ কুমার লাহিড়ী
১৪. ৫. ২৩

মাতৃদিবসে আমার নিবেদন
মা যে কি তাঁর সন্তানের কাছে তিনি বেঁচে থাকতে বুঝতে পারিনি
তিনি আমাদের ছেড়ে বহু দূর আকাশে
চলে যাবার পর প্রতি মুহূর্তে অনুভব করতে পারি
দশ মাস দশদিন গর্ভ যন্ত্রনা ভোগ করেছেন তিনি হলেন মা
ছোট বেলায় একবার
টাইফয়েড হয়ে ছিল একদিন মাঝ
গভীর রাতে ঘুম ভেঙে দেখি তিনি হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছেন
আমার মাথার কাছে বসে
ইনি হলেন মমতামই মা
আজ তাঁকে স্মরণ করে বলি
মাগো মা তোমার সাথে জেনে বা না
জেনে যদি কোন অপরাধ
করে থাকি তবে এই অধম
সন্তান কে ক্ষমা করো
!!জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী!!

13/05/2023

Pradip Kumar Lahiri
11.5.23
মোহগ্রস্ত
আলোয় ঝলমল জোৎস্না রাতে পুর্নিমার
আস্ত গোল চাঁদ
আয়রে ওরে আমার কোলে হাতছানি দিয়ে ডাকে মোড়ে!
অবগুন্ঠনা অচেনা রূপসী চাঁদের আলোয় মন যায় ভরে !
হটাৎ চমকে দেখি অচেনা সে নারী
মাঝ গাঙেতে দাঁড়িয়ে সে দেয় হাত
ছানি !
মোহগ্রস্ত আমি ধীরে ধীরে নামি কাছে
নদীর পানী !
বন্ধু আমার হাতটি ধরে টেনে নেয় নদীর
পাড়ে !
সে যাত্রা বেঁচে যাই বন্ধুর মেহেরবানীর
জোরে !

06/03/2023

Pradip Kumar Lahiri
8850390543
4.3.2023
"আমার মূল্যবোধ"
আমাকে শিখিয়েছে সুস্থ সুন্দর
জীবনের এক নতুন অধ্যায় !
সুন্দর এই পৃথিবীতে জন্ম মোর
চোখে আছে লেগে স্বপ্ন বিভোর !
সুন্দরএই পৃথিবীতে ছড়িয়েআছে
রূপ রং এর বিচিত্র এক দিগন্ত
সেই মোহে মজে দুর থেকে দুরন্ত ! এই সুন্দর জগতে জেগে আছি আমি ধরে সংসারের সব ঘানি !

06/03/2023

Pradip Kumar Lahiri
4.3.2023
!!সেদিনের চৈত্র!!
ফাগুনের শেষ চৈত্র আসে
ধীরে !
ধরণীর তাপে ত্রাহি ত্রাহি রব
ঘিরে !
বসন্ত আসবেনা আর কোনদিন ফিরে !
আনন্দমেলার সব কিছু খুশির
আশ্বাস
কোথা গেলো মৃদুমন্দ মলয় স্নিগ্ধ
বাতাস !
দূর থেকে ভেসে আসে মুকুলের
মিষ্টি সুবাস !
অকস্মাৎ বাজে যেন নুপুরেররিনি
ঝিনি ঝিনি !
মন কয় তারে আমি চিনি, তারে আমি চিনি !
তব আগমনে নিশি ঘোর কেটে
আলো ঝলমল !
মন যে আমার নেচে ওঠে ভরা
খুশিতে টলমল !
বরন করে নি এবার তোমায়
চোখের পলকে !
মন প্রাণ ভরে উঠে মুঠো মুঠো
খুশির ঝলকে !

02/03/2023

শিরোনাম - আলোওতা নাতি
হেডিং: ছোটদের ছড়া
নাম প্রদীপ কুমার লাহিড়ী
8850390543
আমার সোনা বেদান্ত সোনা
ছোট্ট আমার আলোওতা এক
নাতি!!
ছেলের ঘরে জন্ম তার জ্বলে শত শত
বাতি !!
সাত চড়ে রা কাটেনা জল ভরা তার
চোখে !!
আদরকোরে নি কোলে কে তবে মোকে রোখে!!
সেই ছেলেটি কবে জানি এত বড় হয়ে
গেল !!
জিপু দাদার হাত দুটি তে সে শক্ত বাঁধন দিল !!
হায়রে কপাল সেত আজ আমেরিকা
বাসী !!
একলা বসে আমি এখন বাজাই ঘন্টা
কাসি !!

21/02/2023

মহান ফেব্রুয়ারি
21/2/2023

২১ সে ফেব্রুয়ারি
শহীদ দিবস মানে সেই রক্ত
ঝরা দিন !
বাংলা মোদের ভাষা সে হবেনা
কভু লিন !
সে ভাষা দেব মনে ঠাই
সেজে বাঙলা মায়ের আঁচল
যমজ তারা ভাই
সে ভাষা মোকে পেতে হবে তবে
থাকবে মোর মান !
উড়বে তবে সেই অমূল রতন
বাঁচবে কেতন খান।

08/01/2023

The best gifts to be presented to your close relatives and friends are***
TIME
SPACE
EMPATHY
HEARING PORBLEM QUIETLY &
IN :-FAMINE, CREMETION,
REVOLUTION
TRYING TO GIVE COMPANY IN DISTRESS
IS A REAL FRIEND IN LIFE.

31/12/2022

প্রদীপ কুমার লাহিড়ী
Dwarka co housing society
Plot 5,7,8 &9
Sector 14 Koparkhairane
নভিমুম্বাই 400709
8850390544

বাংলার আঞ্চলিক ভাষার কবিতা :—
কবিতার নাম :-
ছেমড়ি

ডুবার ধাররে খালের জলের তলে, বুড়বুড়ি কাইটতাসে সইল মাছের
বাঁক !
দেখতাসি তুমি
খুলা চুলে বইসা
কুটুস কুটুস কইরা মারটাসো উকুনের ঝাঁক!
কামের লুকের পা ম্যেই্‌ল্যে
ক্যাড়ক্যাড়ানি শুই্‌ন্তাসি কইরা কান ঝালা পালা !
পক্ষীগুলা সব কইতাসে কততো রঙ বেরঙি কথা !
তারা যেন সোববাই মিল্লা বই্‌ল্‌তাসে
আমার বুক্যের
মনের ব্যথা !
মাথা কুই্‌ট্যে মরতাসো কেন্নে ডাঙা-ডহরে!
বিথা কেনে কইতাসো মই্‌র্‌ছ্যে
ইখনে উক্ষণে !
ছাই কুঁৱা ঘাট্তাসো ঘুই্‌র্‌ছ্যে কেন্নে উক্ষণে !
ডুবাই হাত পঁচা খাললের জলেতে !
যাও কেনে গাঙের পানে !
ডুবান জলে ডুব দিঁয়েঁ পোষকের হৈয়ে !
ইদিক সিদিক সইল মাছ
ভাই্‌স্‌ছ্যে ডুই্‌ব্‌ছ্যে আর উই্‌ঠ্‌ছ্যে।
ঠোঁটের ডগে গপন কথা আই্‌জ্‌ আই্‌তাস্যে আর যাইতাসে!
ভালোবাসার ঢেউ গুলানসোব
আড় চোই্‌খ্যেই ক্যেবল ডেকটাসে!
ঘাড় ব্যেঁকায়েঁ শালিক দুটা,
ধুপ্‌লা রোদে রঙবিরঙি ছবির পারা, নীল আকাশ-টক্যেই দ্যেইখ্‌তাছ্যে।
উরা গ্যেল কুত্থায় !
ম্যেঘের-কুলে কালো-বাদল,
বগের পারা উই্‌ড়্‌ছ্যে।
সে ছবিগ্যেলা য্যে মোর গপন কথার ঝুড়ি গুল্লা ধারা জল,
হইয়া ঝই্‌ড়্‌ছ্যে !
ত্যেবুও বোই্ল্ছো
ল্ই্‌ড়্‌চ !
আমি এহন জাই গিয়া!

31/12/2022

প্রদীপ কুমার লাহিড়ী
নবিমুম্বাই.
31.12.2022
!! কিছু শৈশবের কথা !!
পুরাতন কে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করবার লগনে--
আলবিদা ২০২২,
সুস্বাগতম ২০২৩ !
পুরাতন কে জীর্ণ কাঁথার মত বর্জন করে নতুনের আবির্ভাব !আর ১২ ঘন্টা পরে আসবে পূরণ করতে আমাদের
নতুন দিনের আলো দেখাতে !
হে নুতন দেখা দেও বার বার জন্মের ও প্রথম শুভক্ষণ !
দীর্ঘ আট দশক
কাটিয়ে দিলাম অনায়াসে যেন সেদিন মাত্র পৃথিবীর সূর্যালোক দেখিয়েছিলেন আমাকে আমার মা জননী, সুদূর ব্রহ্ম দেশে চাইলাট নামে এক শহরে !
সে সময় দ্বিতীয় বিশ্ব যুদ্ধ অন্তিম লগনে !
রেঙ্গুনে তখন সকাল থেকে সন্ধে পর্যন্ত মেশিনগান আর বন্দুক এর গুলির শব্দতে সবার কানে তালা লাগার্ অবস্থা !
দীর্ঘ আট মাস পরে জাপানিরা
বিদায় নিলো, কিন্তু
যাবার আগে, সব জেল আসামিদের মুক্তি দিয়ে !
শহরএ আটচল্লিস ঘন্টা ধরে ,
সমস্ত বার্মাকে অরাজকতায়
ভরিয়ে দিল ! আবার শান্তি ফিরে এলো !
আর আমরাও তল্পি তোলা গুটিয়ে পূর্ব বঙ্গে, ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে,
ফিরে এলাম ĺ
গ্রামের বাড়িতে নতুন জীবন শুরু
হল !

Address

Mumbai

Alerts

Be the first to know and let us send you an email when CRC-Cancer rehabilitation clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram