03/07/2025
ডাক্তারিতে সবচেয়ে কঠিন মনে হয় বাচ্চাদের ডাক্তার হওয়া। আপনি যাদের চিকিৎসা করেন সেই ক্ষুদেরা যে নিজের মুখে কিছু বলতে পারে না। বাড়ির সকলের নয়নমণি, গাল টুস টুস এক রত্তিরকে নিয়ে সবাই সবসময় চিন্তিত। যদি খবর হজম না হয়! যদি পেতে ব্যথা হয়, যদি পেট খারাপ হয়! সত্যি তো। সে তো শুধু কাঁদে আর কিছু বলে না। এসব সমস্যা ঘরে ঘরে। কি খাওয়াবো , কি পরাবো, কীকরে স্নান করাবো, এসব নিয়ে নতুন মায়েরা ভেবে ভেবেই ডিপ্রেশন এ চলে যায়। কখনও হলুদ পটি তো কখনও সবুজ, কোনো বাচ্চা বেশি কাঁদে তো কেউ কম। দিশেহারা অবস্থা।
তাই একরত্তি র জন্য দরকার এক ভরসা করার মতো কাছের লোক। এখন সুখবর যে মাতৃত্বের পরিবারে যোগ দিয়েছেন ডাঃ সুকন্যা দে। কলকাতার বিখ্যাত শিশুমঙ্গোল হাসপাতাল ছেড়ে নিজের শহরের টানে এখন থাকছেন মাতৃত্ব by Dr. Mainak Nath ' তে। সপ্তাহের তিনদিন বৃহস্পতি, শুক্র, শনি বার দুপুর সাড়ে তিনটে থেকে। এছাড়াও আগে থেকে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে জরুরি অবস্থায় অন্যদিনেও রুগী দেখবেন তিনি। তাই আপনার এক রত্তির জন্য সমস্যায় পড়লে যোগাযোগ করুন ' মাতৃত্ব '
ডাঃ সুকন্যা দে
এমবিবিএস, ( গ্র্যান্ড অনার্স).
এমডি, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
যোগাযোগ - 9641990233 ( মাতৃত্ব)
মঙ্গলচন্ডি তলা, বেগুনিয়া পাড়া, নবদ্বীপ , নদীয়া।