SAMIR Health

SAMIR Health It is official page of SAMIR Health. Good health good nutrition.

product for available ./Ayurveda/Homeopathy
আমার পেজটি ঘুরে আসার জন্য ধন্যবাদ ।
সবাই ফলো করে পাশে থাকুন আমিও সবার পাশে থাকবো ।

ব্রণের লক্ষণে ৬০টি হোমিও ঔষধ~অবশ্যই অভিজ্ঞ ডাক্তার বাবু  পরামর্শ দ্বারা ওষুধ নিবেন নিজে নিজেকে ব্যবহার করবেন নাব্রণ (Acn...
20/10/2025

ব্রণের লক্ষণে ৬০টি হোমিও ঔষধ~
অবশ্যই অভিজ্ঞ ডাক্তার বাবু পরামর্শ দ্বারা ওষুধ নিবেন নিজে নিজেকে ব্যবহার করবেন না

ব্রণ (Acne, Pimples, Acne vulgaris) সাধারণত হরমোনজনিত, তৈলাক্ত ত্বক, পরিপাক সমস্যা, বা রক্তের অশুদ্ধতার কারণে হয়। নিচে ব্রণের লক্ষণে ৬০টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধের তালিকা দেওয়া হলো — প্রতিটি আলাদা আলাদা উপসর্গ বা অবস্থার জন্য উপযুক্ত।

1. Sulphur – মুখে লাল গরম ব্রণ, চুলকানি, ময়লা ত্বক, রক্ত অশুদ্ধ।

2. Hepar sulphuris – পুঁজযুক্ত ব্রণ, ছুঁলে ব্যথা, ঠান্ডায় বাড়ে।

3. Calcarea sulphurica – পুঁজ পড়া ব্রণ ধীরে শুকায়, দাগ রেখে যায়।

4. Kali bromatum – মুখ ও পিঠে গভীর ব্রণ, দাগ থেকে গর্ত হয়।

5. Natrum muriaticum – তৈলাক্ত ত্বক, চুলের পাশে বা নাকে ব্রণ।

6. Silicea – দীর্ঘস্থায়ী পুঁজযুক্ত ব্রণ, ঠান্ডা সহ্য হয় না।

7. Graphites – তৈলাক্ত ত্বক, ব্রণের সঙ্গে ফাটল ও আঠালো নির্গমন।

8. Antimonium crudum – খাবারজনিত বা বদহজমে ব্রণ।

9. Pulsatilla – মিষ্টি খেলে ব্রণ, মেয়েদের মাসিক বন্ধ বা অনিয়মে।

10. Sepia – মাসিকের আগে ব্রণ বেড়ে যায়, হরমোনজনিত।

11. Nux vomica – অতিরিক্ত মসলা বা অ্যালকোহলে ব্রণ বাড়ে।

12. Mercurius solubilis – রাতে বাড়ে, পুঁজযুক্ত ব্রণ।

13. Arsenicum album – পোড়া ধরনের ব্যথা, পরিষ্কার ত্বকেও হঠাৎ ব্রণ।

14. Asterias rubens – কিশোরদের ব্রণ, বিশেষ করে মেয়েদের মাসিক সময়ে।

15. Lycopodium – মুখের ডান পাশে বা নাকে ব্রণ, গ্যাসের সমস্যা।

16. Carbo vegetabilis – তৈলাক্ত ত্বক, রক্ত অশুদ্ধতায় ব্রণ।

17. Belladonna – লাল, ফুলে যাওয়া, গরম ব্রণ।

18. Rhus toxicodendron – চুলকানিযুক্ত ব্রণ, গরমে কমে।

19. Berberis aquifolium – দাগসহ ব্রণ, ত্বক উজ্জ্বল করে।

20. Hydrocotyle asiatica – ত্বকের খসখসে ব্রণ ও পিগমেন্টেশন।

21. Eugenia jambos – তরুণদের মুখে গভীর ব্যথাযুক্ত ব্রণ।

22. Echinacea – রক্ত পরিশোধক, দীর্ঘস্থায়ী ব্রণ।

23. Sanguinaria canadensis – গাল ও কপালে ব্রণ, মেনোপজ সময়ে।

24. Taraxacum – যকৃতের সমস্যা থেকে ব্রণ।

25. Lappa major – তৈলাক্ত ত্বকের জন্য উৎকৃষ্ট।

26. Viola tricolor – শিশু বা কিশোরদের ব্রণে কার্যকর।

27. Thuja occidentalis – তৈলাক্ত ত্বক, মোল বা ওয়ার্টসহ ব্রণ।

28. Fluoric acid – গরমে বাড়ে, চুলকানিযুক্ত ব্রণ।

29. Bovista – মাসিকের আগে ব্রণ, প্রসাধনী থেকে এলার্জি।

30. Phosphorus – মুখে উজ্জ্বল ত্বক, রক্ত চলাচলজনিত ব্রণ।

31. Arnica montana – আঘাতের পর বা ময়লা জমে ব্রণ।

32. Kali sulphuricum – ত্বকে হলুদাভ ব্রণ, শুষ্কতা।

33. China officinalis – রক্তশূন্যতায় ব্রণ।

34. Agaricus muscarius – শীতল আবহাওয়ায় চুলকানিযুক্ত ব্রণ।

35. Conium maculatum – শক্ত গুটি ধরনের ব্রণ।

36. Magnesia muriatica – হরমোনজনিত ব্রণ, বিশেষত মেয়েদের।

37. Plumbum metallicum – গভীর ব্রণ দাগ রেখে যায়।

38. Petroleum – শীতকালে ফেটে যাওয়া ব্রণ।

39. Acid nitricum – ব্যথাযুক্ত, ক্ষতযুক্ত ব্রণ।

40. Zincum metallicum – মুখ ও কপালে ছোট ছোট ব্রণ।

41. Cicuta virosa – সংবেদনশীল ত্বকের ব্রণ।

42. Rhus venenata – চুলকানি ও জ্বালা সহ ব্রণ।

43. Aurum metallicum – মানসিক চাপ বা দুঃখে ব্রণ।

44. Clematis erecta – তরুণদের ফুসকুড়ি জাতীয় ব্রণ।

45. Mezereum – পুঁজ ও রক্তমিশ্রিত ব্রণ।

46. Bryonia alba – শুষ্ক গরম ত্বকে ব্রণ।

47. Cantharis – পোড়া অনুভূতি সহ ব্রণ।

48. Natrum sulphuricum – তৈলাক্ত, আর্দ্র ত্বকে ব্রণ।

49. Kreosotum – দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গমনসহ ব্রণ।

50. Causticum – দাগ রেখে যায় এমন ব্রণ।

51. Rhododendron – আবহাওয়ার পরিবর্তনে ব্রণ বাড়ে।

52. Ferrum phosphoricum – প্রাথমিক প্রদাহজনিত ব্রণ।

53. Chamomilla – খাওয়ার অস্বাভাবিকতায় ব্রণ।

54. Lachesis mutus – মাসিকের সময় মুখে ব্রণ।

55. Sabina – গর্ভপাতের পর হরমোনের ভারসাম্যহীনতায় ব্রণ।

56. Spigelia – মুখের এক পাশে ব্যথাযুক্ত ব্রণ।

57. Staphysagria – মানসিক চাপ বা রাগে ব্রণ বেড়ে যায়।

58. Iodum – গলার পাশে ও কাঁধে ব্রণ।

59. Carcinosin – হরমোন ভারসাম্যহীন কিশোর বয়সের ব্রণ।

60. Acid sulphuricum – ত্বক শুষ্ক, জ্বালা সহ ব্রণ ।

18/10/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

 #ব্রন দূর করার হোমিও ঔষধ। ছেলেদের ব্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ।  #ব্রনের ◾Calceria Picreta১৩-২০ বছরের ছেলে মেয়...
17/10/2025

#ব্রন দূর করার হোমিও ঔষধ। ছেলেদের ব্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। #ব্রনের

◾Calceria Picreta

১৩-২০ বছরের ছেলে মেয়েদের মুখের ব্রণ দূর করার একটি কমন হোমিওপ্যাথিক ঔষধ হল ক্যালকেরিয়া পিক্রেটা (Calceria Picreta) 3x বা 30 ।

◾ Kali Brom
কেলি ব্রম (Kali Brom): যাদের মুখে, বুকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রণ হয় কেলি ব্রম (Kali Brom) 3x, 30 খুব ভালো কাজ করে। ব্রণ থেকে যদি ভাতের মতো পদার্থ বের হয় তাহলে কেলি ব্রম (Kali Brom) কার্যকরী। এছাড়াও মুখে, বুকে, কাধে এবং ঘাড়ের ব্রণ দূর ক্ষেত্রে কেলি ব্রম (Kali Brom) ৩০ শক্তি সর্বোৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ । ”খুব কম ব্রণই আছে যা কেলি ব্রম (Kali Brom) নিরাময় হয় না।” সাধারণ মুখের ব্রণ ও চর্মস্ফীতিযুক্ত বয়ঃব্রণের ক্ষেত্রে (Kali Brom) একটি উত্তম ঔষধ। কেলি ব্রম অতিরিক্ত কামচর্চা ও হস্তমৈথুনকারী ব্যাক্তিদের বয়ঃব্রণ দূর করার চিকিৎসায় কার্যকরি একটি শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ।

◾ Pulsatilla
পালসেটিলা (Pulsatilla) যদি ব্রণ রিচ ফুড/সমৃদ্ধ খাবার (সমৃদ্ধ খাদ্য যা ক্যালরিতে ভরা হওয়ার কারণে অল্পেই পেট ভরে যায়) বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর থেকে খারাপ হয় এবং গরমে বা উত্তাপে বৃদ্ধি হয় তখন পালসেটিলা (Pulsatilla)। এটি বিশেষত বয়ঃসন্ধিকালীন সময়ে বা ‍ঋতুস্রাবের কাছাকাছি সময়ে ব্রণ ফেটে যায়, রোগীর গরম পছন্দ নয় এবং তাজা বাতাসে পছন্দ ।

◾ Calcarea Sulph
মুখে পুঁজযুক্ত বা রক্তের ছিটযুক্ত ফুস্কুড়ি জন্মাতে থাকলে ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulphurica) ১২X ভাল কাজ করে।

◾ Calcarea Phos
ক্যালকেরিয়া ফস (Calcarea Phos): মেয়েদের মুখের ব্রণে কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ।

◾ Sulphur Iod
সালফার আয়োড (Sulphur Iod) তরুন-তরুনীদের মুখে ব্রণ, ব্রণে পুঁজ সহ প্রচন্ড ব্যথা হলে সালফার আয়োড (Sulphur Iod) 30 বা ২০০.

◾ Bovista
কসমেটিক বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ফলে ব্রণ হয় হলে বোভিষ্টা (Bovista) 30 দিন ২ বার করে সেব্য।

◾ Thuja occi
থুজা অক্সিডেন্টালিস (Thuja occi) ২০০: মুখের ব্রণের জন্য থুজা একটি ভাল হোমিওপ্যাথিক ঔষধ। ব্রণের ভেতর থেকে যদি চালের মত বের হয় তাহলে Thuja ২০০ প্রয়োগে আরোগ্য লাভ করতে পারে।

◾ Sulphur
সালফার (Sulphur) ২০০ – পুরাতন ব্রণের রোগীদের জন্য উপযোগী। অত্যন্ত ফাটা ব্রণের জন্য জন্য একটি খুব দরকারী হোমিওপ্যাথিক ওষুধ।

◾ Calcarea Carb
ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carb) ২০০ – শীতকাতর ও অতি মাত্রায় ঘামে এমন রমনীদের যৌন সম্ভোগপ্রবৃত্তি দমন করে রাখার কারণে বয়ঃব্রণ হলে ক্যালকেরিয়া কার্ব ২০০ ভাল কাজ করে।আর একটি বিশেষ দিক দেখা দরকার রুগী ডিম খেতে খুব পছন্দ করে এবং মাথা ঘামায়।

◾ Acid Phos
এসিড ফস (Acid Phosphoricum): হস্তমৈথুন বা অতিরিক্ত শুক্রানক্ষয়জনিত কারনে মুখে ব্রণ উঠিলে এসিড ফস (Acid Phosphoricum) অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। ৩০ শক্তি।

◾ Antim Crud
এন্টিম ক্রুড (Antim Crud) ৩০ – মুখমন্ডলের উপরেই বিশেষভাবে প্রকাশ পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র, লাল বর্নের বয়ঃব্রণগুল, হজম জনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তি, যাদের জিহ্বায় ঠিক দুধের মত সাদা লেপ থাকে তাদের মুখের ব্রণ চিকিৎসায় এন্টিম ক্রুড ৩০ অধিক কার্যকারিতার সাথে ব্যবহার হয়।

◾ Aurum Mur Nat
অরাম মিউর নেট্রোনেটাম (Aurum Muriaticum Natronatum) ৩X – বাত-ব্যথা ও জরায়ুপীড়াগ্রস্থ মহিলাদের চিকিৎসায় কাজে লাগতে পারে।

◾ Arsenicum Brom
আর্সেনিক ব্রোমেটাম (Arsenicum Bromatum) ৪X ব্রণের অপর একটি অত্যুৎকৃষ্ট হোমিও ঔষধ।

◾ Psorinum
সোরিনাম (Psorinum): সব ধরনের সাধারণ ব্রন, গোলাপী রঙের ব্রন ঋতুকালে বাড়ে, কফি, চর্বিযুক্ত, চিনিযুক্ত খাদ্যে, মাংস খেলে বেড়ে যায় যখন অন্য কোন সুনির্বাচিত ওষুধ প্রয়োগে আরোগ্য না হয় বা শুধু সামান্য কমে তখন সোরিনাম (Psorinum) প্রয়োগ করলে সেরে যায়।

◾ Berberis aquifollium
বার্বেরিস একুই( Berberis Aqu) এর বাহ্যিক ব্যবহারের ফলে মুখে ব্রণের কালো দাগ দূর হয়ে যায়। এক ভাগ মাদার টিংচার নয়ভাগ অলিভ অয়েলের সাথে মিশে প্রয়োগ করে অনেকের উপকার হয়েছে।

◾ Natrum Mur
নেট্রাম মিউর (Natrum Mur) ২০০– শুষ্ক চেহারা, কাঁচা লবণ খেতে ভালবাসে এবং স্ননে রোগের উপশম এরুপ ব্যক্তির ব্রণে নেট্রাম মিউর ২০০ উপকারী।

ব্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। এছাড়া আরও হোমিওপ্যাথিক আছে।

⬛বিশেষ কথা জেনে রাখা ভালো।শরীর কে রোগ মুক্ত করতে প্রতিদিন আহারে ৫০% খাবার ফল এবং স্যালাট খান অথাৎ কাঁচা পাকা ফল কাঁচা সব্জি খান এতে শরীরে পটাসিয়াম ও সোডিয়াম পরিমাণের সমতা বজায় রাখে। পটাসিয়াম ও সোডিয়াম ১ঃ১ থাকলে কোন রোগ আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম থাকে । হলেও autophagy মাধ্যমে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়।

#ব্রনের
নিজে থেকে কোন ঔষধ গ্রহন করবেন না অবশ্যই অভিকে ডাক্তারের পরামর্শ দিবেন ।

10/10/2025

বাচ্চাদের মত আচরণ করে Apis²,Arg-n², Bar-c³,Cal-s²,Cic³, Croc²,Nux-m²,Strom²- ঔষধের রোগীরা।

একটি হোমিওপ্যাথিক ঔষধ যেটি ৫০টি রোগে ব্যবহার হয় —এই ঔষধটি বহুল ব্যবহৃত এবং একে “পলিক্রেস্ট রেমেডি (Polycrest Remedy)” বল...
06/10/2025

একটি হোমিওপ্যাথিক ঔষধ যেটি ৫০টি রোগে ব্যবহার হয় —
এই ঔষধটি বহুল ব্যবহৃত এবং একে “পলিক্রেস্ট রেমেডি (Polycrest Remedy)” বলা হয় — মানে বহু রোগে কাজ করে।

🩺 নাট্রাম মিউর (Natrum Mur.)

উৎস: সাধারণ লবণ (Sodium Chloride) থেকে প্রস্তুত।

⚕️ ৫০টি রোগ যেখানে নাট্রাম মিউর ব্যবহৃত হয়:

(সংক্ষেপে উল্লেখ করলাম)

1. মাথাব্যথা

2. মাইগ্রেন

3. সর্দি

4. সাইনাস

5. হাঁচি

6. ঠান্ডা লাগা

7. কাশি

8. ইনফ্লুয়েঞ্জা

9. অ্যালার্জি

10. অ্যাজমা

11. বুকের ব্যথা

12. গলা ব্যথা

13. গলার শুষ্কতা

14. মিউকাস ঝরা

15. কোষ্ঠকাঠিন্য

16. ডায়রিয়া

17. গ্যাস্ট্রিক

18. বুকজ্বালা

19. লিভারের সমস্যা

20. কিডনির সমস্যা

21. প্রস্রাবে জ্বালা

22. পিরিয়ডের অনিয়ম

23. মাসিকের ব্যথা

24. বন্ধ্যাত্ব

25. গর্ভাবস্থার বমি

26. মাথা ঘোরা

27. খিদে কম

28. শরীর দুর্বল

29. শুষ্ক ত্বক

30. চুল পড়া

31. ত্বকে দাগ

32. আঁচিল

33. চর্মরোগ

34. ফোড়া

35. ঠোঁট ফাটা

36. জ্বর

37. অতিরিক্ত ঘাম

38. হাড়ে ব্যথা

39. জয়েন্টে ব্যথা

40. বিষণ্ণতা

41. টেনশন

42. রাগ

43. স্মৃতিভ্রংশ

44. ঘুমের সমস্যা

45. অতিরিক্ত ঘামা

46. নাক থেকে পানি পড়া

47. কানের ব্যথা

48. চোখ শুকানো

49. কান্নাকাটি প্রবণতা

50. একাকীত্বের অনুভূতি

---

📝 নাট্রাম মিউর-এর ৫০টি প্রধান লক্ষণ (Key Symptoms):

1. সূর্যতাপে মাথাব্যথা

2. হাই তুললে মাথা ঘোরা

3. কপালে ধকধক ব্যথা

4. হাঁচি ও নাক দিয়ে পানি ঝরা

5. ঠোঁট শুকিয়ে ফেটে যাওয়া

6. তৃষ্ণা বেড়ে যাওয়া

7. শুষ্ক মুখ

8. খাওয়ার পর বুকজ্বালা

9. লবণ খেলে সমস্যা বাড়ে

10. পেটে হাওয়ার বুদবুদ

11. কোষ্ঠকাঠিন্য

12. ডায়রিয়া ও পাতলা পায়খানা

13. ঘুম কম

14. অতিরিক্ত স্বপ্ন দেখা

15. হঠাৎ কাঁদা

16. একা থাকতে পছন্দ

17. টেনশন করলে অসুখ বাড়ে

18. অতীত নিয়ে ভাবা

19. কাজ করলে ক্লান্ত হয়ে পড়া

20. চুল পড়া

21. ত্বক রুক্ষ

22. মুখে দাগ

23. মাসিকের সময় মাথাব্যথা

24. গর্ভকালীন বমি

25. ক্ষুধা নেই

26. অল্প খেলে পেট ভরে যাওয়া

27. গলায় শুকনোভাব

28. চোখে অশ্রু

29. চোখের পাতা ভারী

30. কানের মধ্যে গুঞ্জন

31. ঠোঁট নীলাভ

32. শীতে অসুখ বাড়া

33. গরমে আরাম

34. সূর্যতাপে অসহ্য

35. অতিরিক্ত ঘাম

36. লিভারে ব্যথা

37. কোমরে ব্যথা

38. জয়েন্টে ব্যথা

39. বুক ধড়ফড়

40. শ্বাসকষ্ট

41. হৃৎপিণ্ডে ধড়ফড়

42. খুশকির সমস্যা

43. চুল রুক্ষ

44. আঁচিল বাড়া

45. ত্বকে চুলকানি

46. ফোড়া ধীরে শুকানো

47. কান্নার পর মাথাব্যথা

48. নাক শুকিয়ে ফাটা

49. গলার শুষ্ক কাশি

50. শরীর দুর্বল হয়ে যাওয়া

🔹 নাট্রাম মিউর-এর যে ১০টি প্রধান লক্ষণ মনে রাখবেন।

1. সূর্যতাপে মাথাব্যথা – রোদের মধ্যে বের হলে মাথা ধকধক করে ব্যথা।

2. ঠোঁট ফেটে যাওয়া – বারবার শুকিয়ে ফেটে রক্ত বের হওয়া।

3. অতিরিক্ত তৃষ্ণা – বারবার পানি খেতে ইচ্ছা করে।

4. কোনো দুঃখ মনে গোপন রাখা – চুপচাপ কষ্ট ভোগ করা, সহজে কাউকে কিছু না বলা।

5. অতিরিক্ত কান্না প্রবণতা – ছোট ছোট কারণে চোখে পানি আসা।

6. খেতে লবণ চাই – লবণের প্রতি প্রবল আকর্ষণ (Salt craving)।

7. কোষ্ঠকাঠিন্য – শক্ত, শুকনো মল, বের হতে কষ্ট হয়।

8. চুল পড়া – বিশেষ করে মাথার সামনের দিক থেকে চুল ঝরে যাওয়া।

9. ত্বক শুষ্ক ও দাগযুক্ত – গালে, ঠোঁটে, মুখে দাগ বা রুক্ষতা।

10. অতীত নিয়ে ভাবা – পুরনো ঘটনা মনে মনে বারবার চিন্তা করা।

🔹 এইভাবে নাট্রাম মিউর একা বহু রোগে কাজ করে এবং এর অদ্ভুত লক্ষণও আছে।
সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয় ।

Address

Old Malda

Alerts

Be the first to know and let us send you an email when SAMIR Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SAMIR Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category