Akanksha Medical Trust

Akanksha Medical Trust We're a group of cancer survivors and doctors helping cancer patients. Come join us.

31/12/2024
22/12/2022

Please watch it and share it with the ones you care

कृपया इसे देखें और उन लोगों के साथ साझा करें जिनकी आप परवाह करते हैं।

দয়া করে এটি দেখুন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন



https://www.facebook.com/reel/839016013973364?mibextid=9drbnH&s=yWDuG2&fs=e

07/11/2022

Dear Friends,

On 09th November we shall assemble at Tata Medical Centre for the blood donation drive in order to try and suffice the need for blood for cancer patients. On this day at the aforesaid arena we shall pray for the well being of the cancer patients too. If, you can squeeze out some time to participate in this event you are most welcome. Please feel free to contact us for any information at 9850889010.

Thank You
God Bless All !!
Nikhil Ganguly

07/11/2022

বন্ধু,
আগামী বুধবার ৯ই নভেম্বর কলকাতা টাটা মেডিকেল সেন্টারে ক্যান্সার পেশেন্টদের রক্তের পরিপূর্ণতার জন্য রক্ত দান ও ক্যান্সার রোগীদের সুস্থতার জন্য Get well sooner শুভেচ্ছা জানানো ও সুস্থতার প্রার্থনা জানানো হবে।
যোগদানের সময় সুযোগ থাকলে 9850889010 ফোন করে আসতে অনুরোধ জানাই।

04/11/2022

শুভেচ্ছা বা শুভ ইচ্ছা।

শুভ ইচ্ছা শক্তির সাথে আপনারা কতজন কি ভাবে পরিচিত আছেন বা পরিচিত হননি তা আমি জানিনা।

তবে আমি শুভ ইচ্ছা শক্তির প্রভাব আছে বলে মনে করি তাই এই নানাভাবে আমার ইচ্ছা কে আপনাদের সামনে রাখতে চেষ্টা করছি। কখনো সফল হচ্ছি কখনো হচ্ছি না।
তবে রাগ ও করছি না।

কেউ বলবে আমি এই ভাবে প্রচারে আসতে চাইছি।
ঠিক বলেছেন ,আমি আপনাদের মাধ্যমে মানুষ ও সমাজ কে জানাতে চাইছি এই ভাবেও ক্যান্সার রোগীদের পাশে থাকা যায়।
এটা দেখেও যদি কোন সহৃদয় ব্যক্তিরা ,ব্যক্তিগত বা গ্রুপে এগিয়ে আসেন নিজ নিজ ক্ষেত্রে তাহলে সমাজে ক্যান্সার রোগী তথা মানুষ কিছু না কিছু উপকৃত হবেন তাই এটা সবাইকে জানানোর চেষ্টা করি।
কাজটা খুব কঠিন তাই বারবার চেষ্টা করছি। কেউ না কেউ আমার সঙ্গে আসবে।

আগামী 9 নভেম্বর বুধবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে রক্তদান ও ক্যান্সার রোগীরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার শুভেচ্ছা ও ক্যান্সার পেশেন্টদের সুস্থতার জন্য প্রার্থনা করা হবে।
ওই দিনটি ক্যান্সার সারভাইভাররা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ক্যান্সার পেশেন্টদের আরোগ্য কামনা করে ক্যান্সার রোগীদের শুভেচ্ছা জানাই।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর একজন ক্যান্সার রোগী মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে।
তখন তারা কারোর করুনার উপর নির্ভর করতে চায়না।
সে খুঁজতে চেষ্টা করে তার প্রকৃত বন্ধু ও প্রকৃত পরিবারকে।
বন্ধু হয়ে পরিবার বা বাইরের কেউ তাদের পাশে এসে মন থেকে শুভেচ্ছা জানালে বা শুভেচ্ছা সহ যৎসামান্য অর্থ দিলেও খুব উৎসাহিত হন।
সে তখন ভাবতে থাকে সকলের শুভেচ্ছা যখন তার সঙ্গে আছে ,সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে ।আর এটাই স্বাভাবিক আমি মনে করি একজন ক্যান্সার সারভাইভার হওয়ার জন্য।
কোন ব্যক্তির প্রতি প্রচুর মানুষের শুভেচ্ছা ও ঈশ্বর কে দ্বিতীয়বারের জন্য ভাবিয়ে তোলেন বলে আমি মনে করি তবে তর্কে যেতে রাজি নয় এটা আমার কেবল ব্যক্তিগত চিন্তা ধারা।

আমরা রক্ত দানের যে কোটা পেয়েছি তা পূরণ করতে ৫ জন রক্ত দাতা আর লাগবে। সামনে এসে শুভেচ্ছা ও প্রার্থনা করার জন্য ১০ জন মতো বন্ধুর যোগদানের অনুরোধ করছি।
যদি কারোর সম্ভব হয় ফোনে যোগাযোগ করে আসার অনুরোধ করছি।
হসপিটালের কোনো রোগীর যাতে কোন অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা করতে হবে।
কিছু ডাক্তার ও আমাদের সঙ্গে থাকবেন প্রার্থনা ও শুভেচ্ছা দানে। আমি ও থাকবো টাটা মেডিকেল সেন্টারে আপনাদের সঙ্গে।

9 নভেম্বর বুধবার ক্যান্সার আক্রান্ত বন্ধুদের জানান আপনারাও তাদের পাশে আছেন।
ঘরে ,অফিসে বা আপনাদের নিজের নিজের কর্মস্থল থেকে
তাদের শুভেচ্ছা জানান।

হে বন্ধু, সুস্থ হও ভালো থাকো।
আলোকময় হোক তোমার জীবন।
এসো আমরা একসাথে জীবনের জয়গান গাই।

ক্যান্সার রোগীদের জন্য এটাই আমাদের প্রার্থনা।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর আপনারা ক্যান্সার রোগীদের সুস্থতার জন্য প্রার্থনা করার চেষ্টা করুন ,অনুরোধ রাখছি।🙏

নিখিল গাঙ্গুলী, পুনা।
9850889010

আজ ভাই ফোঁটা। 2018 ভাতৃদ্বিতীয়া তিথিতে Akanksha Medical Trust er জন্ম।দিন টি ছিল 9th November 2018, Friday. বলতে পারেন ...
27/10/2022

আজ ভাই ফোঁটা।
2018 ভাতৃদ্বিতীয়া তিথিতে Akanksha Medical Trust er জন্ম।
দিন টি ছিল 9th November 2018, Friday.
বলতে পারেন Renowned Medical Oncologist dr.Reena Nair রের জন্ম দিন Akanksha Medical Trust er জন্ম।

জন্ম স্থান বা জন্ম দিনে কোনো কৃতিত্ব আছে বা সঙ্কোচ আছে কিনা জানিনা।

তবে মনে হয় জন্ম ,জন্মের স্থান, কাল,পাত্র ,জাতি, ধর্মের উপর নির্ভরশীল বা নিয়ন্ত্রণাধীন নয় বলে মনে করি।
তবে কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের সঙ্গে নিজে বা পরিবারের কেউ যুক্ত থাকলে ভালো লাগে ।
জীবনের শেষ ধাপে এসে মনে হচ্ছে জীবনে কি দিলাম প্রকৃতি বা সমাজ কে।
কেবল তো আমার আমার কথা চিন্তা করতেই চলে গেল।
তাই আমি যে রোগের শিকার হয়ে ছিলাম সেই রোগীদের জন্য ডাক্তার রিনা নায়ারের সাথে কিছু করার চেষ্টা।
9th November Akanksha Day.
Dr.Reena Nair ও আমার স্বপ্ন।
ঐ দিনটি ক্যান্সার পেশেন্টদের সুস্থতার জন্য সবাইকে নিয়ে আমরা প্রার্থনা করি পেশেন্টরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
এতে পেশেন্টদের মনোবল বৃদ্ধি পায় বলে আমাদের ধারণা।
এও মনে করি কোনো পেশেন্ট যদি ডিজিটাল যুগেও তার সুস্থতার জন্য প্রচুর পরিমাণে শুভেচ্ছা পাই তাহলে ঈশ্বর কেউ তা বিবেচনা করে দেখতে হয়।
তাই ডিজিটাল মাধ্যম কেও আমরা শুভেচ্ছা জন্য বেছে নিই।
আগামী ৯ ই নভেম্বর বুধবার ২০২২ কলকাতা টাটা মেডিকেল সেন্টারে ক্যান্সার পেশেন্টদের রক্তের পরিপূর্ণতার জন্য আকাংশা মেডিকেল ট্রাস্ট আয়োজন করেছে সঙ্গে পেশেন্ট ও পেসেন্ট পরিবার কে সুস্থতার জন্য শুভেচ্ছা জানাবে ।
আপনারা যদি রক্ত দান ও পেশেন্টদের সামনে থেকে শুভেচ্ছা জানাতে চান তাহলে আমাদের দেয়ার নম্বরে যোগাযোগ করবেন।
আপনারা নিজ নিজ ঘরে অফিসে ও স্কুলেও যদি ক্যান্সার পেসেন্টদের জন্য শুভেচ্ছা জানান তাহলেও মনে করি পেশেন্ট রা উপকৃত হবেন।
এই বছরের আকাঙ্ক্ষা মেডিকেল ট্রাস্ট এর রক্তদান ডাক্তার রিনা নায়ার কে সম্মান জানানোর জন্য করছে।

উনি সর্বদাই সম্মানিত।
তবে কিছু না বলে উনি সমাজকে যা দিলেন তার থেকে অনুপ্রাণিত হয়ে উনাকে সম্মান জানানোর জন্য এই রক্তদান শিবির।
আমি ভাই হিসেবে জানি উনি ডিজিটাল মাধ্যমে আসতে লজ্জাবোধ করেন।
তাই আজকের দিনটা আমি বেছে নিয়েছি দিদি আমাকে বকতে পারবেন না।
ভারতের সাধারণ নাগরিকের চিকিৎসা উনি যেখানে করেন দিদি যখন অসুস্থ হয়েছিলেন ওনার চিকিৎসা ও সেখানে হোক তিনি তা চেয়েছিলেন ও করে দেখিয়েছেন।
মুখে না বলেও তিনি দেখিয়ে দিলেন ভারতের ডাক্তারদের প্রতি কতটা ভরসা ও বিশ্বাস থাকলে এরকম ধরনের চিন্তা বাস্তবে পরিণত করা যায়।
ভারতের বিজ্ঞান ও সাধারণ মানুষের শুভেচ্ছা নিয়ে তিনি সুস্থ হয়ে এগিয়ে চলেছেন ও দেশের সেবায় নিজেকে এখনো নিযুক্ত রেখেছেন।
তাই এত বড় মনের মানুষ এর প্রতি সম্মান জানানো আপনাদের ও আকাঙ্ক্ষা মেডিকেল ট্রাস্টের কর্তব্য বলে এই ব্লাড ডোনেশন ও ক্যান্সার পেশেন্টদের প্রতি আরোগ্য কামনার শুভেচ্ছা 9 নভেম্বর আপনারা অবশ্যই করবেন এই অনুরোধ।
9850889010.

আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা কর🙏

25/10/2022

Wish you all a very Happy Diwali!
Wishing you all prosperity, love and warmth on this auspicious day!
Have a safe Diwali!

Address

Pune
411002

Telephone

98508 89010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akanksha Medical Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Akanksha Medical Trust:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram