04/11/2022
শুভেচ্ছা বা শুভ ইচ্ছা।
শুভ ইচ্ছা শক্তির সাথে আপনারা কতজন কি ভাবে পরিচিত আছেন বা পরিচিত হননি তা আমি জানিনা।
তবে আমি শুভ ইচ্ছা শক্তির প্রভাব আছে বলে মনে করি তাই এই নানাভাবে আমার ইচ্ছা কে আপনাদের সামনে রাখতে চেষ্টা করছি। কখনো সফল হচ্ছি কখনো হচ্ছি না।
তবে রাগ ও করছি না।
কেউ বলবে আমি এই ভাবে প্রচারে আসতে চাইছি।
ঠিক বলেছেন ,আমি আপনাদের মাধ্যমে মানুষ ও সমাজ কে জানাতে চাইছি এই ভাবেও ক্যান্সার রোগীদের পাশে থাকা যায়।
এটা দেখেও যদি কোন সহৃদয় ব্যক্তিরা ,ব্যক্তিগত বা গ্রুপে এগিয়ে আসেন নিজ নিজ ক্ষেত্রে তাহলে সমাজে ক্যান্সার রোগী তথা মানুষ কিছু না কিছু উপকৃত হবেন তাই এটা সবাইকে জানানোর চেষ্টা করি।
কাজটা খুব কঠিন তাই বারবার চেষ্টা করছি। কেউ না কেউ আমার সঙ্গে আসবে।
আগামী 9 নভেম্বর বুধবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে রক্তদান ও ক্যান্সার রোগীরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার শুভেচ্ছা ও ক্যান্সার পেশেন্টদের সুস্থতার জন্য প্রার্থনা করা হবে।
ওই দিনটি ক্যান্সার সারভাইভাররা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ক্যান্সার পেশেন্টদের আরোগ্য কামনা করে ক্যান্সার রোগীদের শুভেচ্ছা জানাই।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর একজন ক্যান্সার রোগী মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে।
তখন তারা কারোর করুনার উপর নির্ভর করতে চায়না।
সে খুঁজতে চেষ্টা করে তার প্রকৃত বন্ধু ও প্রকৃত পরিবারকে।
বন্ধু হয়ে পরিবার বা বাইরের কেউ তাদের পাশে এসে মন থেকে শুভেচ্ছা জানালে বা শুভেচ্ছা সহ যৎসামান্য অর্থ দিলেও খুব উৎসাহিত হন।
সে তখন ভাবতে থাকে সকলের শুভেচ্ছা যখন তার সঙ্গে আছে ,সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে ।আর এটাই স্বাভাবিক আমি মনে করি একজন ক্যান্সার সারভাইভার হওয়ার জন্য।
কোন ব্যক্তির প্রতি প্রচুর মানুষের শুভেচ্ছা ও ঈশ্বর কে দ্বিতীয়বারের জন্য ভাবিয়ে তোলেন বলে আমি মনে করি তবে তর্কে যেতে রাজি নয় এটা আমার কেবল ব্যক্তিগত চিন্তা ধারা।
আমরা রক্ত দানের যে কোটা পেয়েছি তা পূরণ করতে ৫ জন রক্ত দাতা আর লাগবে। সামনে এসে শুভেচ্ছা ও প্রার্থনা করার জন্য ১০ জন মতো বন্ধুর যোগদানের অনুরোধ করছি।
যদি কারোর সম্ভব হয় ফোনে যোগাযোগ করে আসার অনুরোধ করছি।
হসপিটালের কোনো রোগীর যাতে কোন অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা করতে হবে।
কিছু ডাক্তার ও আমাদের সঙ্গে থাকবেন প্রার্থনা ও শুভেচ্ছা দানে। আমি ও থাকবো টাটা মেডিকেল সেন্টারে আপনাদের সঙ্গে।
9 নভেম্বর বুধবার ক্যান্সার আক্রান্ত বন্ধুদের জানান আপনারাও তাদের পাশে আছেন।
ঘরে ,অফিসে বা আপনাদের নিজের নিজের কর্মস্থল থেকে
তাদের শুভেচ্ছা জানান।
হে বন্ধু, সুস্থ হও ভালো থাকো।
আলোকময় হোক তোমার জীবন।
এসো আমরা একসাথে জীবনের জয়গান গাই।
ক্যান্সার রোগীদের জন্য এটাই আমাদের প্রার্থনা।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর আপনারা ক্যান্সার রোগীদের সুস্থতার জন্য প্রার্থনা করার চেষ্টা করুন ,অনুরোধ রাখছি।🙏
নিখিল গাঙ্গুলী, পুনা।
9850889010