02/12/2025
আমাদের টীম BVBDA ( বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন) বিগত প্রায় ১০ বছর জেলায় মরণোত্তর দেহ ও কর্নিয়া দানের প্রচার চালিয়ে যাচ্ছে 👍বীরভূম জেলায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আমাদের টীমই প্রথম দুটি মরদেহ জমা করতে সক্ষম হয়েছে এবং গতকালের প্রয়াত মৈত্রী সাধক সরকার মহাশয়ের দেহ দানের কাজ টি সম্পন্ন করতে ও আমাদের টীম বববদা সহযোগিতা 👍এছাড়াও মৈত্রী বাবুর যিনি (ভাগ্নে শ্রীমন্ত মিত্র ) দেহ দান করলেন তিঁনি আমাদের প্রতিষ্ঠা লগ্নে থেকে আমাদের জেলা কমিটির সদস্য 👍(যদিও জীবিত অবস্থায় পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের অঙ্গীকার পত্রে মরণোত্তর দেহ ও দানের অঙ্গীকার করেছিলেন ) 🙏
আন্তরিক ধন্যবাদ জানায় মৈত্রী বাবুর গোটা পরিবার সহ পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলার কর্মী বৃন্দ কে 🙏
ধন্যবাদ জানায় দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি এবং কাজল দা কে 🙏
খবর টি তুলে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা কে ও আন্তরিক ধন্যবাদ 🙏