Birbhum Voluntary Blood Donors Association

Birbhum Voluntary Blood Donors Association please donate your blood

আমাদের টীম BVBDA ( বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন) বিগত প্রায় ১০ বছর জেলায় মরণোত্তর দেহ ও কর্নিয়া দানের...
02/12/2025

আমাদের টীম BVBDA ( বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন) বিগত প্রায় ১০ বছর জেলায় মরণোত্তর দেহ ও কর্নিয়া দানের প্রচার চালিয়ে যাচ্ছে 👍বীরভূম জেলায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আমাদের টীমই প্রথম দুটি মরদেহ জমা করতে সক্ষম হয়েছে এবং গতকালের প্রয়াত মৈত্রী সাধক সরকার মহাশয়ের দেহ দানের কাজ টি সম্পন্ন করতে ও আমাদের টীম বববদা সহযোগিতা 👍এছাড়াও মৈত্রী বাবুর যিনি (ভাগ্নে শ্রীমন্ত মিত্র ) দেহ দান করলেন তিঁনি আমাদের প্রতিষ্ঠা লগ্নে থেকে আমাদের জেলা কমিটির সদস্য 👍(যদিও জীবিত অবস্থায় পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের অঙ্গীকার পত্রে মরণোত্তর দেহ ও দানের অঙ্গীকার করেছিলেন ) 🙏
আন্তরিক ধন্যবাদ জানায় মৈত্রী বাবুর গোটা পরিবার সহ পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলার কর্মী বৃন্দ কে 🙏
ধন্যবাদ জানায় দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি এবং কাজল দা কে 🙏
খবর টি তুলে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা কে ও আন্তরিক ধন্যবাদ 🙏

আমরা আগামি ১০ ডিসেম্বর এই সচেতনতা মুলুক অনুষ্ঠান করবো 🙏আমাদের  team BVBDA &BVBDS থাকছে সাথে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা ...
28/11/2025

আমরা আগামি ১০ ডিসেম্বর এই সচেতনতা মুলুক অনুষ্ঠান করবো 🙏আমাদের team BVBDA &BVBDS থাকছে সাথে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন কে সহযোগিতার আহ্বান করবো 🙏
সিউড়ী সদরে আমাদের এই কর্মসূচি আমরাও পালন করবো 🙏

"জন্মদিনে রক্তদান" -   গতকাল Deputy Commissioner (Traffic) , Barrackpore Police Commissionarate - অম্লান কুসুম ঘোষ মহাশয়...
27/11/2025

"জন্মদিনে রক্তদান" - গতকাল Deputy Commissioner (Traffic) , Barrackpore Police Commissionarate - অম্লান কুসুম ঘোষ মহাশয় SSKM হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করেছেন, ওনাকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধিত করছেন SSKM এর additional super ডঃ অমিত মজুমদার মহাশয় - স্যার আপনাকে স্যালুট।
একটা সময় এই দুই মহান ব্যক্তির প্রচেষ্টায় এক সময় বীরভূম জেলায় রক্তদান আন্দোলনের শুভ সূচনা হয়েছিল 🙏তখন অম্লান স্যার অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর ) ছিলেন এবং অমিত স্যার বোলপুর সাব ডিভিশন হাসপাতালের সুপার ছিলেন 🙏

আমাদের সকল রক্তদাতা বন্ধুদের অনুরোধ করছি সকলেই চেষ্টা করুন এবং যারা নিজেরাই A- রক্তদাতা তাঁরা উক্ত নাম্বারে সরাসরি যোগায...
24/11/2025

আমাদের সকল রক্তদাতা বন্ধুদের অনুরোধ করছি সকলেই চেষ্টা করুন এবং যারা নিজেরাই A- রক্তদাতা তাঁরা উক্ত নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন প্লিজ 🙏কমেন্ট বক্সে না উল্লেখ করে সরাসরি যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনের করেন আমাকে ইনবক্স করতে পারেন 🙏আগামীকাল সার্জারি হবে 🙏

গতকাল এবং 17 তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স  সোসাইটি তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টিয়ারী ব্লাড ...
23/11/2025

গতকাল এবং 17 তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স সোসাইটি তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ইলামবাজার শীর্ষা গ্রামের সিভিক বন্ধু সমাজকর্মীদের দ্বারা আয়োজিত শিবির হইতে সিউড়ী সাব ডিভিশন ব্লাড সেন্টার ৪০ ইউনিট এবং বেঙ্গল মোবাইল (ইলামবাজার)আয়োজিত শিবির হইতে বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টার ৪৩ ইউনিট রক্ত সংগ্রহ করেছে 👍শিবিরের খবর আজ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য আনন্দবাজার পত্রিকা ধন্যবাদ 🙏সকল রক্তদাতা বন্ধুদের অভিনন্দন ❤️❤️❤️👍

আমজাদ আলী - আমার ছাত্র জীবনের সংগ্রামের সাথী, পরবর্তীতে সহকর্মী এবং বর্তমানে রামপুরহাট ২ নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্...
23/11/2025

আমজাদ আলী - আমার ছাত্র জীবনের সংগ্রামের সাথী, পরবর্তীতে সহকর্মী এবং বর্তমানে রামপুরহাট ২ নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক 👍এই স্কুল থেকেই আমাদের বীরভূম জেলার রক্তদান আন্দোলনের শুভ সূচনা 🙏যদিও রামপুরহাট শহরেরর কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে অন কল ডোনেশনের উদ্দেশ্যে এমার্জেন্সি রক্ত যোগান দিতে গঠিত হয়েছিল একটা হোয়াটস্যাপ গ্রুপ (BVBDA-I &BVBDA II ) - যা এখনো বর্তমান 🥰তবে এই গ্রুপ কে, "বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন নামে সাংগঠনিক রূপ আমরা দিতে পেরেছি 👍ফলে বীরভূম জেলা রক্তদান আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে সেই মূল্যবান সংগঠনের বর্তমান জেলা সভাপতি আমাদের আমজাদ ভাই 👍গতকাল তাঁর জন্মদিন উপলক্ষ্যে তারই অর্থাৎ আমার প্রাক্তন ছাত্র ছাত্রীগণ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে একটা স্বেচ্ছা রক্তদান শিবির করে নজির সৃষ্টি করেছে 👍 এখানে উল্লেখ্য যে এই স্কুলে প্রতি বছর শিক্ষক দিবস পালন হয় স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় যেখানে শতাধিক ছাত্র ছাত্রী (বেশিরভাগ প্রাক্তন )স্বেচ্ছায় রক্তদান করেন 🙏
যেখান থেকে জেলা রক্তদান আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে সেখানেই এই ধরণের নজির তৈরি করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি 🙏❤️❤️❤️
#নূরুল হক - প্রাক্তন শিক্ষক চাঁদপাড়া উচ্চ বিদ্যালয় এবং জেলা সম্পাদক বীরভূম ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন

আজ আমাদের রাজ্যের তথা দেশের রক্তদান আন্দোলনের অন্যতম রূপকার, আমাদের রক্তদান আন্দোলনের পথ প্রদর্শক মাননীয় কবি ঘোষ মহাশয়ের...
22/11/2025

আজ আমাদের রাজ্যের তথা দেশের রক্তদান আন্দোলনের অন্যতম রূপকার, আমাদের রক্তদান আন্দোলনের পথ প্রদর্শক মাননীয় কবি ঘোষ মহাশয়ের মাতৃ বিযোগ হয়েছে 😭তবে তিঁনি আমাদের মাঝে তাঁর কাজের জন্যই চিরকাল বেঁচে থাকবেন 🙏
বেলা ১১টায় মরণোত্তর চক্ষুদান হবে। বেলা ১টায় IQ City Medical College Hospital এ দেহদানের জন্য আবেদন করা হয়েছে।

আগামি কাল সকলকে এই দুটি শিবিরে উপস্থিত থাকতে অনুরোধ করছি 🙏ইলামবাজারে শিবিরে রক্ত সংগ্রহ করবে বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন...
21/11/2025

আগামি কাল সকলকে এই দুটি শিবিরে উপস্থিত থাকতে অনুরোধ করছি 🙏
ইলামবাজারে শিবিরে রক্ত সংগ্রহ করবে বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টার এবং রামপুরহাটে রক্ত সংগ্রহ করবে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার 👍

 #বিন্দুবিন্দুরক্তদিয়েবাঁচাবোলক্ষপ্রাণ গতকাল" National Pharmacy week" উপলক্ষে বোলপুর কেন্দ্রডাঙ্গাল Seacom Skills Univer...
20/11/2025

#বিন্দুবিন্দুরক্তদিয়েবাঁচাবোলক্ষপ্রাণ
গতকাল" National Pharmacy week" উপলক্ষে বোলপুর কেন্দ্রডাঙ্গাল Seacom Skills University এর স্কুল অফ ফার্মাসির উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটি তত্ত্বাবধানে ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় থ্যালাসিমিয়া রোগীদের সাহায্যে একটি মেঘা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল 👍এই শিবির হইতে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষকর্মী মিলে ৭৩ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন 🌹 রক্ত সংগ্রহ করে বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টার 🌹
উদ্যোক্তা দের পক্ষে, স্কুল অফ ফার্মাসি বিভাগের প্রিন্সিপাল স্যার প্রথমেই স্বেচ্ছায় রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন 🙏




Skills university

Address

Rampurhat
731224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birbhum Voluntary Blood Donors Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Birbhum Voluntary Blood Donors Association:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category