Medilink2007

Medilink2007 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medilink2007, Medical Service, Rangamatia west, Rupnarayanpur.

Home Healthcare Services (Aya + Doctors + Physiotherapy + Diagnostic Tests at home) | Swasthyavishkar Health Magazine | Doctors' Clinic, Physiotherapy Clinic & much more! -
"Your One-Stop Healthcare Consultation Centre."

06/11/2025

'কি! একটা নার্সকে বিয়ে করবি তুই?😨😰

নার্সিং ক্যারিয়ার পেজ থেকে নেওয়া।

যে সারারাত বাড়ির বাইরে থাকে, একগাদা Doctor er সঙ্গে ডিউটি করে, হাজার একটা রোগের সঙ্গে যার ওঠাবসা, বিয়ের পর কপালে সিঁদুর, হাতে শাঁখা-পলা পরেনা, নিজের স্বামী-বাচ্চা-বয়স্ক শ্বশুর-শাশুড়িকে ফেলে রেখে নিজের ইচ্ছে মতো যখন তখন ছুটে যায়,,,,,,,সেই রকম একটা মেয়েকে বিয়ে করবি তুই!'
শোভা দেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে কটমট করে তাকিয়ে থাকেন।

সন্দীপ ছয় বছরের পুরনো নার্স প্রেমিকা দীপাকে 'বাড়ির কারো নার্স মেয়ে পছন্দ নয়' একথা জানিয়ে মায়ের বাধ্য ছেলে হয়ে, মায়েরই পছন্দ করা একজন ঘরোয়া মেয়েকে বিয়ে করে ঘরে তোলে।

চার বছর পর হঠাৎ একদিন শোভা দেবী মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক। শরীরের বাম দিকটা প্রায় অকেজো। বাড়ির কোন একজনকে সব সময় থাকার কথা জানালেন ডাক্তারবাবু।
বৌমা একবার এসেছিল দেখতে। ছোট বাচ্চা থাকায় সে আর আসতে পারে না। ছেলের অফিস বন্ধ করে থাকার উপায় নেই।

শেষে ভরসা নার্স.....

শোভা দেবী শুয়ে শুয়ে দেখেন একগাদা অচেনা পুরুষ মানুষের মধ্যে একজন শাখা-পলা-সিঁদুর হীন নার্স তার স্বামী, ছোট্ট সন্তান, বয়স্ক শ্বশুর-শাশুড়িকে ফেলে রেখে এসে কেমন একজন থেকে আরেকজন অসুস্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দায়িত্ব নিয়ে,হাজার একটা রোগের ভয়কে উপেক্ষা করে।
রাত জেগে ঘড়ি ধরে কাউকে Injection দিচ্ছে, কাউকে হঠাৎ ওঠা ব্যথার Medicine Load করছে syringe e ,সারা রাত না ঘুমিয়ে কার কখন ব্লাড নিচ্ছ e, সবার Vitals চেক করছে ,পরের দিনের অপারেশনের জন্য রোগীর ফাইল প্রস্তুত করছে, ECG করছে, computer documentation করছে ,ক্যাথিটার করছে, সুগার চেক করছে ,কোনো রকম emergency পরিস্থিতি র জন্য প্রস্তুতি নিচ্ছ e ,কারণ রাতে কম Doctor থাকে , কাউকে মাথায় হাত বুলিয়ে সান্তনা পর্যন্ত দিচ্ছে একজন নার্স।

'সবাই যদি তার সংসার, সন্তান,শ্বশুর-শাশুড়ির চিন্তা করে বাড়িতেই থাকে তাহলে অগণিত অসুস্থ মানুষকে কে বা কারা দেখবে! একজন নার্স অনেকের মা, অনেকের মেয়ে, অনেকের বৌমা'.......আজ বুঝতে পারছে শোভা দেবী।
কিন্তু তার বৌমা সেই যে একদিন দেখে গেলো, আর তো এলো না....!!

ভরসা সেই একজন নার্স।

আর পাঁচটা গল্পের মত কাকতালীয়ভাবে দীপা নামের সেই নার্স মেয়েটির সাথে শোভা দেবীর দেখা হয়নি এই হাসপাতলে। কিন্তু দীপাকে তিনি ভীষণ ভাবে খুঁজছেন। একবার ক্ষমা চাইতে চান দীপার কাছে নাহলে তিনি যে মরেও শান্তি পাবেন না।
ভাবতে ভাবতে দুচোখের কোন বেয়ে নোনা জল গড়িয়ে এসে মিশছে বালিশে।❣️
ভরসা সেই একজন নার্স।



___________________________

একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম..সাঁইবাবা হাসপাতাল এবার সালানপুর ব্লকে, চিকিৎসা পরিষেবায় অভূতপূর্ব উদ্যোগ..প্সালান...
28/10/2025

একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম..

সাঁইবাবা হাসপাতাল এবার সালানপুর ব্লকে, চিকিৎসা পরিষেবায় অভূতপূর্ব উদ্যোগ..
প্সালানপুর ব্লক তথা শিল্পাঞ্চলবাসীর স্বাস্থ্যপরিষেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সংযোজিত হতে চলেছে ২৬ অক্টোবর থেকে। ব্যাঙ্গালোরের শ্রী সত্য সাঁইবাবা হাসপাতালের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং চিকিৎসার জন্য শুরু হচ্ছে " সাঁই স্বাস্থ্য ওয়েলনেস সেন্টার"-এর। মুক্তাইচন্ডী পাহাড়ে মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতির সহযোগিতায় গুরুত্বপূর্ণ এই পরিষেবা দান শুরু হচ্ছে। এখান থেকেই ব্যাঙ্গালোরের শ্রীমধুসূদন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিষেবা পাওয়ার সুবিধা উপলব্ধ হবে। উল্লেখ্য, ২৩ নভেম্বর ভগবান শ্রী সত্য সাঁই বাবার ১০০-তম জন্মদিন উপলক্ষে দেশের একশোটি জায়গায় ওয়েলনেস সেন্টার চালু করার পরিকল্পনা গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকলেই জানেন ব্যাঙ্গালোরের এই হাসপাতালে জটিল হার্ট অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ দীর্ঘকাল ধরে সেখানে এই পরিষেবার সুবিধা গ্রহণ করে আসছেন। ‌ মানুষজন অসুস্থ হলে যাতে অসুবিধায় না পড়েন সেই কথা মাথায় রেখে মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতি এই ওয়েলনেস সেন্টার শুরু করার উদ্যোগ নিয়েছেন। ‌ জানা গেছে আপাতত মাসে দু দিন মুক্তাইচণ্ডী পাহাড়ে চিকিৎসকেরা রোগী দেখবেন। সাঁইবাবা হাসপাতাল থেকে নিয়ে আসা ওষুধ বিতরণ করবেন। যে কোন শারীরিক অসুস্থতায় মানুষজন এখানে চিকিৎসা এবং সুপরামর্শ পাবেন। এছাড়াও রোগীদের জটিল হৃদরোগের অস্ত্রোপচারের প্রয়োজন হলে ব্যাঙ্গালোরে পাঠানোর উদ্যোগ নেবেন। ২৬ অক্টোবর শুরুর দিনেই প্রথম শিবির অনুষ্ঠিত হচ্ছে, পরবর্তী শিবিরটি হবে ৩০ নভেম্বর। এই স্বাস্থ্যপরিষেবা সব সময়ের জন্যই চালু থাকবে বলে আনন্দমেলা সমিতি কর্তৃপক্ষ জানিয়েছেন। মাসে নির্দিষ্ট দুদিন শিবিরের পাশাপাশি যে কোন সময় হৃদযন্ত্রের অসুবিধার বিষয় নিয়ে আনন্দমেলা সমিতি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের জন্য যোগাযোগ করা যাবে সমিতির অফিসে গিয়ে। আনন্দমেলা সমিতির অফিস প্রতিদিনই নিয়মিত খোলা থাকে। এ প্রসঙ্গে আনন্দমেলা সমিতির এক বরিষ্ঠ কর্মী বলেন হৃদযন্ত্রের ছোটখাটো সমস্যায় এ রাজ্যেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করানো যাচ্ছে, কিন্তু জটিল এবং ব্যয়বহুল সমস্যার ক্ষেত্রে বহু মানুষ অসুবিধায় পড়ে যান। এবার থেকে সেই অসুবিধাও দূর হলো। যেকোনো ব্যক্তি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে মুক্তাইচন্ডী পাহাড়ের ওয়েলনেস সেন্টারে যোগাযোগ করলে উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে ব্যাঙ্গালোরে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যেই এই অঞ্চলের বেশ কয়েকজন ব্যাঙ্গালোরে সাঁইবাবার হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনা ব্যয়ে হৃদযন্ত্রের অপারেশন করিয়ে এসেছেন। তারা বলছেন ব্যাঙ্গালোরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের বিষয়ে যেসব দ্বিধা কাজ করতো তা আর থাকবে না।
২৬ অক্টোবর সকাল ১১ টায় মহতী এই স্বাস্থ্য পরিষেবার সূচনা হচ্ছে, যা সালানপুর ব্লক ও সংলগ্ন এলাকার মানুষের কাছে বিরাট এক আশীর্বাদ হয়ে উপস্থিত হল।@প্রান্তভূমি

Vaccine অনেকটা নিরাপত্তা দেয়...
13/09/2025

Vaccine অনেকটা নিরাপত্তা দেয়...

HPV ভাইরাস থেকে সাবধান: ক্যান্সার হতে পারে। HPV [Human Papilloma Virus] and Cancerহিউম্যান পাপিলোমা ভাইরাস সংক্রমণ কি? কাদের হিউম্যান পাপি...

With Dr Jaydip Mitra..
12/09/2025

With Dr Jaydip Mitra..

03/09/2025
Memorable moments..
30/08/2025

Memorable moments..

With Dr Sourav Kole...
29/08/2025

With Dr Sourav Kole...

24/08/2025

আমাদের center এ আসছেন 31st August...
Contact +91 62975 98815

24/08/2025

ভরসা থাকুক চিকিৎসকে
তিনজন ডাক্তার। সেই রোগীর আত্মীয়ের সাথে, যিনি দীর্ঘদিন তাদের তত্ত্বাবধানে ICU তে ভর্তি ছিলেন। দীর্ঘ যুদ্ধের পর তারা হেরে গেলেন।
রোগীর আত্মীয় কান্নায় ভেঙে পড়লেন,ডাক্তারদের কাঁধে মাথা রেখে...!
সরকারি হাসপাতালেও তৈরী হয় আত্মীয়তার সম্পর্ক।রোগী-ডাক্তার-আত্মীয়ের ভিতরে রূপকথা রচনা হয়। ভালো খবরগুলোও ছড়িয়ে পড়ুক। মানুষের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আসুক। অন্ধকার, হতাশা কাটুক। 'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।'

Happy Doctors Day....
30/06/2025

Happy Doctors Day....

28/06/2025

Address

Rangamatia West
Rupnarayanpur

Opening Hours

Monday 10:30am - 7:30pm
Tuesday 10:30am - 7:30pm
Wednesday 10:30am - 7:30pm
Thursday 10:30am - 7:30pm
Friday 10:30am - 1:30pm
Saturday 10:30am - 7:30pm

Telephone

+919932939409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medilink2007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medilink2007:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram