19/11/2025
ফ্যাটি লিভার কি? লিভারে যদি ফ্যাট বা কোলেস্টেরল জমা হয় তখন তাকে বলায় ফ্যাটি লিভার। ১০ শতাংশের নিচে ফ্যাট জমা হলে সেটা সাধারণত নরমাল ধরা হয়ে থাকে। স্বাভাবিক। ১০% ওপর এবং ৩৩ শতাংশের কম হলে গ্রেড-১ ফ্যাটি লিভার। ৩৩ শতাংশ থেকে ৬৬ শতাংশ ফ্যাট জমা হলে সেটাকে বলা গ্রেড-২ ফ্যাটি লিভার। লিভারের ৬৬ শতাংশের বেশি যদি ফ্যাট জমে যায় তখন তাকে বলে গ্রেড-৩ ফ্যাটি লিভার। এ গ্রেড ৩ ফ্যাটি লিভার কিন্তু ভয়ঙ্কর। গ্রেট থ্রি ফ্যাটি লিভারকে আটকাতে না পারলে এখান থেকে লিভার সিরোসিস(লিভার কার্য ক্ষমতা হারায় এবং শক্ত হয়ে যায়) এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। যাদের গ্রেড টু বা গ্রেট থ্রি ফ্যাটি লিভার হয়, তাদের প্রথমেই যেটা করতে হবে, সেটা হলো তাদের শরীরের ওজন কমিয়ে ফেলতে হবে। ছয় মাসের মধ্যে শরীরের ওজন যদি দশ শতাংশ কমিয়ে ফেলা যায়,তাহলে রিভার পুনরায় তার আগের কার্যক্ষমতা ফিরে পায়। প্রতিদিন অন্তত আধঘন্টা বা তার বেশি কাইত পরিশ্রম করতে হবে। কার্বোহাইড্রেট বা শর্করা যাতে খাবারে পরিমাণ কমিয়ে দিতে হবে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, রেড মিট,ফাস্টফুড,তেলি ভাজা এবং মসলা জাতীয় খাবার, প্রিজারভেটিভ দেয়া প্যাকেটজাত খাবার বর্জন করতে হবে। সবশেষে চিকিৎসকের পরামর্শ মত চলতে হবে। of fatty liver reduction