13/01/2024
নেশা মুক্ত ভারত অভিযান
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক (ভারত সরকার)
সুধী,
জলপাইগুড়ি ও শিলিগুড়ি বাসী আপনারা হয়তো শুনেছেন ভারত সরকারের 'নেশা মুক্ত ভারত অভিযান' এর কথা। ভারত সরকারের সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে Dr. Shyama Prasad Mukherjee
Research and Training Foundation অংশ নিয়েছে। আসুন আমরা সকলে মিলে বিভিন্ন নেশা যেমন অ্যালকোহল, তামাক জাতীয় দ্রব্য, হিরোইন, গাঁজা, কোকেন, স্পিরিট, এসিড, এলএসডি ইত্যাদি বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে অবহিত হই।
এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য ক্রমাগত ব্যবহারের ফলে আমাদের মানব সমাজ বিশেষ করে যুব সমাজের একটি অংশ হয়ে পড়েছে নেশা আসক্ত। ধীরে ধীরে তাদের জীবন হয়ে যাচ্ছে বিপন্ন, সমাজ এবং পরিবারের কাছে হয়ে যাচ্ছে পরিত্যক্ত, অবহেলিত। এটা শুধুমাত্র নেশা আসক্ত ব্যক্তির ক্ষতি করেই থেমে থাকে না, ক্ষতিগ্রস্ত হয় তার পুরো পরিবার, তার সন্তান, এবং পারির্শ্বিক পুরো সমাজ।
তাই আসুন আমরা সকলে মিলে তাদেরকে পুনরায় সমাজের মূল স্রোতে নিয়ে আসতে কারিগর হিসেবে কাজ করি। নেশা মুক্ত পরিবেশ এবং সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হই।