02/10/2025
শুভ বিজয়া!
মা দুর্গা আজ ফিরে গেলেন কৈলাসে, কিন্তু রেখে গেলেন এক বছর ধরে চলার মতো আনন্দ আর "মায়ের আগমনে ভরে উঠুক চারপাশ" এই আশির্বাদ।
ডাক্তার কৌশিক পাত্র-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! বিজয়ার এই আনন্দ মুহূর্তে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আগামী বছর আবার মায়ের আগমন ঘটবে, সেই প্রতীক্ষায় রইলাম।