03/01/2026
হইপো-থাইরয়েড বা হাইপার-থাইরয়েড জনিত সমস্যায় ভোগা মানুষের সংখ্যা আজ আর নেহাৎ কম নয়। তবু, সচেতনতার অভাব চিকিৎসায় গাফিলতির কারণ হয় অনেক সময়েই। তাই, এই জানুয়ারিতে থাইরয়েড বিষয়ে সচেতনতার প্রসারে এগিয়ে আসুন আপনিও। নিজে সতর্ক থাকুন, সতর্ক রাখুন প্রিয়জনদেরও। প্রয়োজনে সেবাব্রতীদের সাহায্য নিন।
#সেবাব্রত #জীবনবাঁচায়খরচও