16/09/2025
" IMA- চটে লাল হবার কারণ " কি ????????
আসুন উত্তর টা বিস্তারিত জানি। 👇
Pain killer আর Steroid – দুই ধরনের ওষুধই ব্যথা কমাতে বা প্রদাহ (inflammation) কমাতে ব্যবহৃত হয়, কিন্তু দুটো আলাদা গ্রুপের ওষুধ। এদের সাইড ইফেক্টও আলাদা।
🔹 Pain Killers (ব্যথানাশক ওষুধ)
1. NSAIDs (Ibuprofen, Diclofenac, Naproxen ইত্যাদি)
পেটের সমস্যা → গ্যাস্ট্রিক, অম্বল, আলসার, রক্তক্ষরণ
কিডনির ক্ষতি → দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি নষ্ট হতে পারে
হার্টের ঝুঁকি → হার্ট অ্যাটাক / স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়
এলার্জি → র্যাশ, চুলকানি, শ্বাসকষ্ট
ব্লাড প্রেসার বাড়তে পারে
2. Opioids (Morphine, Tramadol, Codeine ইত্যাদি)
ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা
কোষ্ঠকাঠিন্য
বমি বমি ভাব, বমি
আসক্তি বা ডিপেন্ডেন্স (habit-forming)
শ্বাসকষ্ট (উচ্চ ডোজে)
মানসিক পরিবর্তন, মুড সুইং
🔹 Steroids (Prednisolone, Dexamethasone, Hydrocortisone ইত্যাদি)
স্বল্প সময়ের জন্য নিলে সাইড ইফেক্ট তুলনামূলক কম হয়।
কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে –
ইমিউনিটি কমে যাওয়া → ইনফেকশনের ঝুঁকি বাড়ে
ওজন বৃদ্ধি, মুখ ফোলা (moon face), পেট বেড়ে যাওয়া
হাড় ক্ষয় (Osteoporosis), হাড় ভাঙা সহজ হয়
ডায়াবেটিস বাড়ানো বা নতুন করে ডায়াবেটিস সৃষ্টি করা
রক্তচাপ বাড়ানো
পেটের আলসার
ত্বকের সমস্যা → পাতলা হয়ে যাওয়া, সহজে ক্ষত হওয়া
চোখের সমস্যা → ছানি, গ্লুকোমা
মুড পরিবর্তন → ডিপ্রেশন, ইরিটেশন, বা ইউফোরিয়া
অ্যাড্রিনাল সাপ্রেশন → হঠাৎ বন্ধ করলে শরীর নিজে হরমোন তৈরি করতে পারে না → মারাত্মক সমস্যা হতে পারে
✅ সংক্ষেপে
Pain killer বেশি নিলে → পেট, কিডনি, হার্ট ক্ষতি।
Steroid বেশি নিলে → ইমিউনিটি, হাড়, হরমোন সিস্টেম নষ্ট করে।
👉 উপরোক্ত সমস্ত ওষুধ গুলি IMA র ডাক্তার বাবু র যথেচ্ছ পরিমান ব্যবহার করে চলে এসেছেন, এবং রোগীদের অন্যান্য সমস্যা ডেকে এনেছেন।
- উপরোক্ত আলোচিত সমস্ত ওষুধ ব্যবহার ছাড়াই - একজন Qualified PHYSIOTHERAPIST - ব্যাথার সমাধান ফিজিও থেরাপী চিকিৎসা র মাধ্যমে করতে পারে। তাই এত গাত্র জ্বালা।।
Written by me -
Dr. Ranjan Samanta PT