Indian Dr. Appointment - IDA

Indian Dr. Appointment - IDA যেকোনো হাসপাতালের সাধরণ ও জরুরী ডাঃ এ?

06/11/2021

ভারতে চিকিৎসা নেওয়ার সকল সুবিধা পুনরায় চালু করা হয়েছে জানেন কি?

• কোন কোয়ারেন্টাইন নেই।
• কোভিড ভ্যাক্সিন নেওয়ার বাধ্যবাদকতা নেই ।
• চালু হয়েছে সকল স্থলবন্দরের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে সরাসরি বিমান যোগাযোগ।

_সর্বোচ্চ ভাল হাসপাতাল ,ডাঃ ও খরচের নিখুত হিসাব বিনামূল্যে পেতে সহযোগিতা করছে :


_OUR SERVICES :
• Visa Invitation
• Visa Processing
• Dr. Appointment
• Ticket Booking: Indian Rail & Air
• Airport Pickup & Drop [Taxi]
• Hotel Booking in India
•Treatment Manager/Guide Service.

:

• Contact:
TreatFly Incorporation
: 156/A Main Bazar Road, Saidapet,Vellore,Chennai-632012
[Near CMC Hospital,Vellore]

: 9 Shamacharon Roy Road, Sadar,Mymensingh-2200

• Message us: m.me/treatflyincorporation
• Mail us: treatflyinc@gmail.com

• Phone:
+8801712123499

+8801711001423
+8801611001423
Or
What’s App:
+916201124644

Kidney stones develop when certain substances present in the urine turn into crystals. The larger the stone, the more no...
27/10/2021

Kidney stones develop when certain substances present in the urine turn into crystals. The larger the stone, the more noticeable are the symptoms.
The more you delay in its diagnosis and treatment, the consequences will be more severe.
Consult with expert, we are here for you.

Contact:
156/A Main Bazar Road,Saidapet,Vellore, -632012

+8801711001423
+8801611001423

Or
What’s App:
+916201124644
mail us: treatflyinc@gmail.com

আপনার কি ওষুধ শেষ? 😒চিন্তিত হবেন না,ভরসা রাখুন। আমরা দিচ্ছি স্বল্প সময়ে সঠিক ইন্ডিয়ান ওষুধ আপনার ঠিকানায়। 💊🩹💊Inbox medic...
15/01/2021

আপনার কি ওষুধ শেষ? 😒
চিন্তিত হবেন না,ভরসা রাখুন।
আমরা দিচ্ছি স্বল্প সময়ে সঠিক ইন্ডিয়ান ওষুধ আপনার ঠিকানায়। 💊🩹💊

Inbox medicine list & your what's apo number.
Pay us bKash & Bank get delivery in your home.

চিকিৎসা করাতে চাচ্ছেন ইন্ডিয়াতে? প্রথমেই লাগবে ডাক্তারের এপোয়েন্টমেন্ট লেটার,  ইন্ডিয়ান মেডিক্যাল ভিসার জন্য আবেদন করবেন...
08/08/2019

চিকিৎসা করাতে চাচ্ছেন ইন্ডিয়াতে?

প্রথমেই লাগবে ডাক্তারের এপোয়েন্টমেন্ট লেটার, ইন্ডিয়ান মেডিক্যাল ভিসার জন্য আবেদন করবেন ?
যে কোন বড় চিকিৎসার জন্য মেডিক্যাল ভিসা লাগবেই।
কি কি রোগের ডিপার্টমেন্ট আছে তার পুরো লিস্ট দেখুন:

1. CANCER GYNAECOLOGY
2. CARDIO THORACIC SURGERY
3. CARDIOLOGY
4. DENTAL AND ORAL SURGERY
5. DERMATOLGY
6. E.N.T
7. ENDOCRINOLOGY
8. GASTROENTEROLOGY
9. GYNAECOLOGY
10. HAEMATOLOGY
11. HAND SURGERY
12. HEPATOLOGY
13. INFECTIOUS DISEASES
14. INFERTILITY
15. MEDICAL GENETICS
16. MEDICAL ONCOLOGY
17. MEDICINE
18. NEPHROLOGY
19. NEUROMEDICINE
20. NEUROSURGERY
21. OBSTETRICS (PREGNANCY)
22.ORTHOPAEDICS
23. PAEDIATRIC SURGERY
24. PAEDIATRICS
25. PLASTIC SURGERY
26. PMR
27. PULMONARY MEDICINE
28. RADIOTHERAPY
29. RHEUMATALOGY
30. SURGERY
31. UROLOGY
32. VASCULAR SURGERY

এছাড়াও আরো বহু ডিপার্টমেন্ট আছে যা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই খুব দরকারি ডাঃ ডিপার্টমেন্ট গুলো উল্লেখ করা হয়েছে।

উপরে যত গুলো ডিপার্টমেন্ট আছে তার কোন এক ডিপার্টমেন্ট এর অধিনে আপনাকে ডা: দেখাতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ইনবক্সে যোগাযোগ করুন

সরাসরি #ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্ভার
(আপনার মোবাইলে নাম্ভার টা সেভ করে #হোয়াটসঅ্যাপে কল যাবে)

#ইন্ডিয়া - +916201124644

#বাংলাদেশ - +8801611001423

[Imo & what’s app]

23/07/2019

প্রতি বছর বাংলাদেশ থেকে 4.5 লাখ বাংলাদেশি চিকিৎসা প্রার্থীগণ চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গমন করেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 95 হাজার কোটি টাকা প্রতিবছর চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য সেখানে খরচ হয়। এ ব্যাপকসংখ্যক চিকিৎসা প্রার্থী কে ভারতে চিকিৎসার পরিপূর্ণ ধারণা না থাকার জন্য পরতে হয় নানান ঝামেলায়। আমরা তাদের এই সংক্রান্ত সেবা প্রদানের জন্য সারা দেশ থেকে চ্যানেল পার্টনার আহবান করছি। আপনার আমার কাজ হবে আমাদের আশেপাশের ও পরিবার-পরিজন থেকে যারা চিকিৎসার জন্য ভারতে গমন করবেন তাদের সহযোগিতা করা। আমরা বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত গ্রুপ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিজিটিং কার্ড ও লিফলেট সহ মৌখিকভাবে সবাইকে অবগত করব এবং আমাদের মাধ্যমে যারা চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যাবেন হাসপাতাল থেকে আমরা যে এফিলিয়েট কমিশন পাব তার ফিফটি ফিফটি পার্টনারশিপ শেয়ার করব, ধন্যবাদ।

Kaium Khan
Head of Business Treat Fly Inc.
+8801611 00 1423[ Bangladesh ]✓
+91 620 112 4644 [ India ]✓

      @ Indian Dr. Appoinment - IDA
14/07/2019




@ Indian Dr. Appoinment - IDA

01/06/2019

Best Wishes Bangladesh Cricket : The Tiger

21/05/2019

ইন্ডিয়া থেকে লাশ নেয়ার জন্য , বেশ কয়েকটা অফিস ঘুড়ে প্রমান করতে হবে মৃতদেহ টি আপনার আত্মীয়ের এবং সে এখানে কোন ইলিগ্যাল কিছু করেন নি৷
আমি প্রিতিটি ধাপ নিয়ে নিচে বিস্তারিত লিখছি।

ধাপ১(death certificate) -প্রথমেই হস্পিটাল থেকে ডেথ সার্টিফিকেট, খুব সিম্পল কাজ।যে ডাক্তার এর আন্ডার এ ছিলেন সেই এক কাজটি করে দিবে। হস্পিটাল এর এডমিনেস্ট্রেশন থেকে এইটা কালেক্ট করে প্রথমেই ১০ টা কপি করে নিবেন৷

ধাপ২( police N.O.C) - ডেথ সার্টিফিকেট( অরজিনাল+ জেরক্স) এবং প্যাশেন্ট +তার যে কোন একজন এটেন্ডেন্ট (যে বডিটা ক্যারি করে দেশে নিয়ে যাবে) এর পাসপোর্ট (original+xero) নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশন এ যান এবং সেখানে কথা বলে Entry করে N.O.C কালেক্ট করুন। বলে রাখা ভালো, এতে কোন টাকা পয়সার দরকার নেই।

ধাপ ৩( passport cancellatio+N.OC) উপরের প্যাপার+ পাসপোর্ট ( অরজিনাল+জেরক্স) নিয়ে এবার চলে যাবেন নিকটস্থ হাই কমিশন এ (এর ২৪ ঘন্টা খোলা থাকে, যদিও সন্ধ্যা ৬ টার পর কল করলে বলবে এখন আইসেন না বন্ধ) গিয়ে প্যাশন্ট এর মূল পাসপোর্ট টা ক্যান্সেল করে সিল মেরে সেখান থেকে আরো একটি N.O.C collect করবেন৷

ধাপ ৪-( FRO)এবার উপরের সব প্যাপার নিয়ে চলে যাবেন FRO তে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই মোটামুটি কাজ শেষ। (বলে রাখা ভালো, FRO সকাল ১০ টার আগে খুলে না সো এর আগে যাবেন না)৷

ধাপ ৫- ( embalming Certificat) : অনেক অরগানাইজেশান আছে যারা বডি preservation এর কাজ করে, peace heaven ইন্ডিয়ার সবচেয়ে পূরন অর্গানাইজেশন গুলোর মধ্যে ১ টা যারা লাস্ট ৭০ বছর ধরে এই কাজ অনেক স্বল্প মূল্যে করে যাচ্ছে৷ এরকম যেকোন একটি অর্গানাইজেশন এর সাথে কথা বলে সব ফার্মালিটিস (মূলত উপরের চারটি ধাপের প্যাপার দেখাতে হবে) শেষ করে embalming Certificate collect করবেন।

বংলাদেশে বডি নেয়ার জন্য এই ৫ টি প্যাপার মাস্ট থাকা লাগবে, উপরের সবগুলো প্যাপার এর ৭ টি করে জেরক্স করে ৭ টি আলাদা সেট করে রাখবেন।
আপনি যদি বাইরোড যান তাহলে এম্বুলেন্স এর সাথে কন্টাক্ট করে অবশ্যই বিকাল ৫টার আগে বর্ডার পৌছাবেন, অন্যথায় ইমিগ্রেশন শেষ করে ৬ টার আগে বের হওয়া খুব টাফ হয়ে যাবে।
আর বাই এয়ার গেলে, যে এয়ার ওয়েজ এ যাবেন তার টিকেট কেটে টিকেটের একটা প্রিন্ট কপি+ উপরের সব প্যাপার নিয়ে এয়ারপোর্ট এর কার্গো ডিপার্টমেন্টএ চলে যাবেন এবং সে এয়ারোয়েজ এর কার্গো অফিসে যেয়ে কথা বলে বডি ডিস্প্যাচ করার প্যাপার কালেক্ট করে নিবেন৷ বাকি কখন কি করতে হবে ওড়াই করে দিবে৷
ঃ)
বি.দ্রঃ উপরের কোথাও কোন খরচ নেই জাস্ট বডি প্রিসারভেশন এর জন্য একটা চার্জ ধরা হয়, পিস হ্যাভেন ৭২ ঘন্টা বডি প্রিসার্ভ+ কফিন+১ দিন মর্গে রাখার জন্য ১৬২০০ টাকা নেয়৷ আর কোথাও কোন খরচ নেই৷

বডি কার্গোতে আনতে কোন টাকা লাগে না, জাস্ট এটেন্ডেন্ট এর এয়ার টিকেট লাগে৷ কাস্টস+ইমিগ্রেশন এ বডির জন্য কিছু টাকা লাগে বাট এয়ার ওয়েজ ও কোন টাকা লাগবে না। কলকাতা থেকে বাংলাদেশে বডি নিতে কাস্টমস এ ৯০০০ রুপি নেয়৷

লিখাঃ Mars Sahanara

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক গ্রুপ আছে ফেইসবুকে ট্রিটমেন্ট রিলেটেড, তাদের সাথে আমাদের একটা বড় পার্থক্য হচ্ছে আ...
20/05/2019

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক গ্রুপ আছে ফেইসবুকে ট্রিটমেন্ট রিলেটেড, তাদের সাথে আমাদের একটা বড় পার্থক্য হচ্ছে আমার এক্সপার্ট টিম করেছি সাহায্য করার জন্য এবং সেই সাথে বিল্ড করছি কমিউনিটি আর অন্যরা শুধুই কমিউনিটি। আমরা নিশ্চিত সাহায্য নিশ্চিত করতে চাচ্ছি সকল চিকিৎসাপ্রার্থীর। সেইজন্য আমাদের গ্রুপের নামঃ India Treatment Help Desk [ITHD]।

যাইহোক, আজ একটি ভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর তাহলো Regular & Urgent, General & Private Appointment in CMC Hospital, Vellore.
আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে অভিযোগ করেছেন আমি দেশী বিদেশী অনেককে টাকা দিয়েছি এমনকি TreatGo কে Appointment করতে টাকা দিয়েছি কিন্তু তারা টাকা মেরে দিয়েছে। যেহেতু এপয়েন্টমেন্ট করার টাকাটা আগেই দিতে হয় সুতরাং প্রতারণা করার সুযোগ থেকে যায় অনেক। এইসব ক্ষেত্রে আমার পরামর্শ হলো, যে কোন অপরিচিত ইন্ডিয়ানদের থেকে এই ব্যাপারে দূরে থাকুন। কেননা তাদের সাথে যোগাযোগ বা জবাবদিহিতা করার সুযোগ একদমি পাবেন না উল্টা আমাদের দুর্বলতা নিয়ে খেলা করে যায় বেশিরভাগ। আর আমরা যেহেতু CMC Vellore এ কমটাকায় ভাল চিকিৎসা নিতে বেশি আগ্রহী সুতরাং কষ্ট করে হলেও আমরা এই হাসপাতালের এপয়েন্টমেন্ট যেকোনভাবে হোক নিতে চাই। এই চাওয়াটাকে কাজে লাগিয়ে যেন কেউ হয়রানি করতে না পারে সেজন্য আমরা এগিয়ে এসেছি কিছুটা হেল্প করতে। কেননা যদি কেউ এগিয়ে না আসেন তবে এই পথটা একটি প্রতারণার ফাদ হয়েই থাকবে বাংলাদেশীদের জন্য।

আমরা আপনাদের যেকোন Regular & Urgent, General & Private Appointment in CMC Vellore নিয়ে চেষ্টা করতে চাচ্ছি। পেশান্টের পাসপোর্ট এর নামঠিকানা ও ছবিযুক্ত পেইজের স্পষ্ট ছবি, সম্ভাব্য কোন তারিখে এপয়েন্টমেন্ট চাচ্ছেন ও তা প্রাইভেট বা সিনিয়র ডাঃ অথবা জেনারেল বা জুনিয়র ডাঃ, আপনাদের ফোন নাম্বার (Imo & what’s app দিলে ভাল হয়) ইনবক্স করার জন্য অনুরোধ করছি।

Indian Dr. Appointment - IDA
অন্তত এতটুকু কথা দিতে পারি, অসহায়ত্ব এর সুযোগ আমরা কাউকে নিতে দেব না,আপনার পয়সার দায়িত্ব আমরা নেব। ধন্যবাদ সবাইকে। নিরাপদ হোক সবার চিকিৎসা, শেয়ার করার মাধ্যমে আপনার অবদান আশা করছি।

© India Treatment Help Desk [ITHD]

প্রতি ১০ লাখের জন্য দেশে আছেন ১ জন ডাঃ, ভেজাল খাদ্যগ্রহণ মূল কারণ । বেচে থাকতে সচেতনতা জরুরী ।
10/05/2019

প্রতি ১০ লাখের জন্য দেশে আছেন ১ জন ডাঃ, ভেজাল খাদ্যগ্রহণ মূল কারণ । বেচে থাকতে সচেতনতা জরুরী ।

ধন্যবাদ সুস্থতার এ যাত্রায়।
09/04/2019

ধন্যবাদ সুস্থতার এ যাত্রায়।

06/02/2019

Address

Vellore
632004

Telephone

+916201124644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Dr. Appointment - IDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indian Dr. Appointment - IDA:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Indian Dr. Appoinment Assistance:

একটি বিষয় সহজেই বুঝা যাচ্ছে যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বাংলাদেশীদের প্রথম পছন্দ এখন ভারত। এর অনেকগুলো কারণ রয়েছে,যেমনঃ # উন্নত চিকিৎসা । # স্বল্প মূল্য। # সহজবোধ্য এবং প্রতিবেশী দেশ। এতসব সুবিধা থাকা স্বত্বেও আমরা ৮০% সময়ে বিড়ম্বনায় পরছি সঠিক গাইড লাইন না পাওয়াতে।উপরোক্ত অবস্থা বিবেচনা করে আমরা সকল চিকিৎসা প্রার্থীকে নিঃসার্থভাবে সম্পূর্ণ গাইড লাইন দেওয়ার ব্যাপারে মনস্থির করেছি। আপনারা ইন্ডিয়ায় আসার পূর্বেই আমাদের ইনবক্সে মেসেজ করে কোন সমস্যায়, কোন হাসপাতাল, কোন ডাঃ,কেমন খরচ ও সময় লাগবে তা জেনে নিতে পারবেন যেকোন সময়। এছাড়াও আপনার বাড়তি খরচ এবং ঝামেলা যেন না হয় তাই আমরা দিয়ে থাকিঃ # ডাঃ এর সিরিয়াল / Dr. Appointment # হোটেল বুকিং # বিমান/রেলের টিকেট # টেক্সি সার্ভিস # প্রয়োজনবোধে রোগীর সাথে থাকার জন্য গাইড সার্ভিস। #যোগাযোগঃ Mobile: +91-7044130312 [IMO,What’s App]~India +88-01711001423 ~ Bangladesh Email: indiandr.in@gmail.com এছাড়া যেকোন সমস্যা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন বিশাল গ্রুপের মধ্যে জয়েন হয়ে।আজই নিজেকে সম্পৃক্ত করুণ নিম্নের গ্রুপে ও জানুন এবং জানান আপনার চিকিৎসা অভিজ্ঞতা, হয়ত কারো অশেষ উপকার হবে আপনার জ্ঞান দ্বারা । ধন্যবাদ, আসুন সহযোগিতার হাত বাড়াই নিজেরা নিজেদের। #গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1572882499507560/