01/10/2025
হাঁটি হাঁটি পা পা করে মল্লভূম যোগ সেণ্টার ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা দিয়েছে। পেশাদারিত্ব নিয়ে শারীরিক কৃত কৌশলের মাধ্যমে জনগণের হৃদয়ে শক্ত অবস্থান করে নিয়েছে। সকলের প্রচেষ্টায় যেভাবে সেণ্টারের আগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বিশ্বাস করি অতীতের মত ভবিষ্যতে ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের এক মন এক যোগা আরও উজ্জ্বল ভাবে উদ্ভাষিত হোক আর আমাদের ভক্ত দর্শকদের উৎসাহিত করে তুলবে এটাই কামনা। আজকের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ মহা পার্বনের মহানবমী ।সকলকে সুখে থেকো মা তুমি । অনাবিল আনন্দে ভেসে থাকুক মল্লভূম যোগ সেণ্টার। শুভ সকাল।