MATRI AYUSH Clinic

MATRI AYUSH Clinic Matri AYUSH Clinic is a house of Classical Homoeopathy and Ayurvedic clinic run by Qualified B.H.M.S and BAMS doctor।

05/01/2023

You can book appointments or video consultation of Dr D K Biswas, BHMS (Cal), Homoeopathic Medical officer W.B health an...
24/03/2022

You can book appointments or video consultation of Dr D K Biswas, BHMS (Cal),

Homoeopathic Medical officer W.B health and family welfare samity.

Ex- House physician Mahesh Bhattacharya Homoeopathic Medical College.

Consultant Homoeopathic Physician, through the link.
10 patient every day.

powered by Prescrip

Available few Doctors in our E-Clinic
15/01/2022

Available few Doctors in our E-Clinic

12/01/2022
31/12/2021
Any Club, Society, NGO , Business Group, Factory , Association, any wellfare society  surrounding Bishnupur, Bankura. Ca...
23/10/2021

Any Club, Society, NGO , Business Group, Factory , Association, any wellfare society surrounding Bishnupur, Bankura. Can Contact us for organizing this health camp.

আমাদের স্বাস্থ্যের প্রতি অনীহা আমাদের চিরকাল,  আমরা স্বাস্থ্য কে গুরুত্ব দেই তখন, যখন সে জবাব দিয়ে দেয়।।  যার ফলে অনেক...
21/10/2021

আমাদের স্বাস্থ্যের প্রতি অনীহা আমাদের চিরকাল, আমরা স্বাস্থ্য কে গুরুত্ব দেই তখন, যখন সে জবাব দিয়ে দেয়।। যার ফলে অনেক প্রাণ অকালে ঝরে যায়।।

এই মৃত্যুর ভিতর একটা বড়ো অংশ হার্ট অ্যাটাক ও স্ট্রোক।।

কিন্তু সামান্য কিছু পরীক্ষা ও সচেনতা আপনাকে মৃত্যু বা বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারতো।।
অনেকসময় অনেকের ইচ্ছে থাকলেও পরিষেবার কাছে পৌঁছাতে সামর্থ হয়না।।
তাই তাদের কথা ভেবে আমরা খুব সামান্য মূল্যে একটি বেসিক হার্ট চেকআপ ও হেল্থ চেকআপ নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবার চেষ্টা করছি।।

যদি কোনো সংস্থা বা ক্লাব নিজেদের এলাকায় বা নিজেদের কর্মক্ষেত্রে এই ধরনের ক্যাম্প করাতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।।
নিজেরা না করাতে পারলে শেয়ার করে অন্য দের জানার সুযোগ করে দিন।।

NB: এর থেকে কোনো ব্যাবসায়িক লাভের আশা করবেন না।। বর্তমানে ক্যাম্প গুলি বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলে করা হবে।।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।।
07/10/2021

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।।

থ্যালাসেমিয়াএই নামটি শুনলে আমাদের চোখের সামনে প্রথম যে চিত্রটি ভেসে ওঠে সেটি হল অজস্র ছোট ছোট ফুলের মতন শিশু হাসপাতালের...
07/10/2021

থ্যালাসেমিয়া
এই নামটি শুনলে আমাদের চোখের সামনে প্রথম যে চিত্রটি ভেসে ওঠে সেটি হল অজস্র ছোট ছোট ফুলের মতন শিশু হাসপাতালের বেডে শুয়ে রক্ত নিচ্ছে।। আমরা অনেকেই সামান্য একটু রক্ত টেস্টের জন্য দিতে গেলে ভয়ে সিটিয়ে জাই।।
তাহলে ভেবে দেখুন ওই অবুঝ শিশু গুলি কি রকম কষ্টের ভিতর দিয়ে জীবন কাটাচ্ছে।। কিন্তু এরজন্য তারা বিন্দুমাত্র দাই নয়।।
এর জন্য দাই তার পিতা, মাতা বা তাদের পরিবার পরিজন এবং আমাদের দেশের সমাজ ব্যাবস্থা।।
তাদের সামান্য দায়োত্ব বোধের অভাব আজ চোখের সামনে এই ফুটফুটে শিশু গুলিকে তিলে তিলে শেষ হয়ে যেতে হবে।।
বিবাহের পূর্বে বা সন্তান গ্রহণের আগে একটি সামান্য রক্ত পরীক্ষা কিন্তু পারতো এই পরিস্থিতি কে পাল্টে দিতে।।
যে পরীক্ষা গুলি করা উচিত বিবাহ বা সন্তান গ্রহণের আগে সেগুলি হলো
1. Hemoglobin electrophoresis with quantitative hemoglobin A2 and hemoglobin F
2. Complete blood count
3. Iron studies (free erythrocyte protoporphyrin, ferritin, and/or other iron studies)
এই পরীক্ষা গুলি করিয়ে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, তিনি আপনাদের সঠিক পরামর্শ দেবেন।।
যেহেতু এটি একটি জীন গত রোগ তাই আপনি বা আপনার সঙ্গী কেউ একজন এর বাহক না হলে আপনার সন্তানের ভিতর এই রোগ টি যাবে না।।
তাই বিবাহের পূর্বে বা সন্তান গ্রহণের পূর্বে আবেগ তাড়িত না হয়ে বা বন্ধু বান্ধব পাড়া-প্রতিবেশী আত্মীয় পরিজন কে কি খাওয়াবেন সেটা না ভেবে, বা কুষ্ঠি মেলাবার আগে রক্ত মেলান, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবুন।।
একটি থালাসেমিয়া বাচ্চা জন্ম গ্রহণ না করলে এই বিপুল পরিমাণে রক্তের চাহিদা ও থাকবে না বা কোন পিতা-মাতাকে তার চোখের সামনে ফুটফুটে শিশুটিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখতেও হবে না।।
প্রয়োজনে একটি অনাথ শিশু কেও আপনি নিজের করে মানুষ করতে পারেন, কিন্তু একটি থালেসমিয়া বাচ্চার জন্ম দেবেন না।।

আজ কিছু কথা বলবো হোমিওপ্যাথি নিয়ে।। হোমিওপ্যাথি এমন একটি বিষয় যাকে নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের ধারণা প্র...
22/09/2021

আজ কিছু কথা বলবো হোমিওপ্যাথি নিয়ে।।

হোমিওপ্যাথি এমন একটি বিষয় যাকে নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের ধারণা প্রচলিত আছে।।

কেউ বলে তুকতাক কেউবা বলেন প্লাসিবো ইফেক্ট, অনেকে বলেন যে সকল রোগ নিজের থেকে সেরে যেত সেগুলোই হোমিওপ্যাথিতে সাড়ে, আবার কেউ কেউ একে অন্ধের মত বিশ্বাস করে।।
আমি তাদের কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না, সকলের নিজস্ব মতামত দেওয়ার স্বাধীন অধিকার আছে।। এবং তিনি কি পদ্ধতিতে চিক্তিসা করাবেন সে সিদ্ধান্তও তার একান্ত ব্যাক্তিগত।।
বিগত 2001 সাল থেকে হোমিওপ্যাথির সঙ্গে একজন ছাত্র এবং পরবর্তীকালে একজন চিকিৎসক হিসেবে যুক্ত থেকে যেটুকু শিখেছি সেটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব।।
হোমিওপ্যাথি একটি নির্দিষ্ট ফিলোসফির উপর ভিত্তি করে চলে।।
"Similia Similibus Curentur" বা a disease may be cured by something that can cause similar symptoms।
এই একটি সূত্রের উপরে দাড়িয়ে সম্পূর্ণ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দাড়িয়ে আছে।।
সহজ ভাবে বললে কোন সুস্থ মানুষের উপর যখন কোন হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয়, ঔষধের ফলে স্বাস্থ্যের যে পরিবর্তন বা সিম্পটম দেখা যায়সেইগুলোকে নথিভুক্ত করা হয় ।।
এবং সেই প্রকার কোন সিম্পটম কোন রোগীর মধ্যে পাওয়া গেলে তাকে সেই ওষুধ প্রয়োগ করা হয়।।
এটি কে হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রুভিং সিম্পটম বলা হয়।।
এছাড়াও ক্লিনিক্যালি কোন রোগীকে ওষুধ দিয়ে দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিছু রোগের উপশম হয়েছে বা কারো শরীরে বিষক্রিয়াজনিত কোন ঘটনা ঘটলে তার থেকে যে লক্ষণ পাওয়া যায় সেগুলো কেউ নথিভূক্ত করা হয়।।
হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রত্যেকটি ওষুধ কে এইভাবে নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এই নথিভুক্ত লক্ষণ গুলি সঙ্গে রোগীর লক্ষণ কে মিলিয়ে চিকিৎসা করা হয়।।
সঠিক ভাবে প্রয়োগ করা হলে রোগী এসে বলেন তারা ভালো আছেন, রোগ সেরেছে কি না তার বিচার করার জন্য অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, তার মধ্যে আমি যাচ্ছি না।।
এইভাবে চিকিৎসা করার মধ্যে যে মূল সমস্যা গুলি এসে দাঁড়ায় তার মধ্যে অন্যতম হলো রোগীর কাছ থেকেই লক্ষণ গুলি বের করা।। হোমিওপ্যাথিতে এমন অনেক লক্ষণ নথিভুক্ত আছে ওষুধ গুলির মধ্যে যেগুলি সাধারণ মানুষের কাছে বা রোগীর কাছে অবান্তর বলেই মনে হয়, যে কারণে হোমিওপ্যাথি ডাক্তার বাবু সেই প্রশ্ন গুলো করলে তারা গুরুত্ব দিয়ে দেখেন না।।
যেমন আপনি কি খেতে পছন্দ করেন বা আপনার শীত বেশি লাগে না গরম বেশি লাগে? , আপনি কোনো স্বপ্ন বারবার দেখেন কিনা? এই সকল কিছু নিয়ে একটি মানুষের রোগের চিত্র তৈরি করা হয়।। এবং তার উপর ভিত্তি করে ঔষধ দেওয়া হয়।।
তাই আপনার যে ওষুধে জ্বর সেরেছে অন্য জনের ও যে সেই ঔষধ এ জ্বর ভালো হবে তার কোনো কথা নেই।।
সকল সিস্টেমের মত এর ও কিছু লিমিটেশন আছে।। সব কিছু সারিয়ে দেবো এ দাবি কেউ করতে পারবেন না ।।
অনেকে বলে হোমিওপ্যাথির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা।। ভুল ওষুধ খেলে বা অতিরিক্ত মাত্রায় ওষুধ খেলে হোমিওপ্যাথির ও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে সেটি বেশ মারাত্মক হয়।।
অনেকে বলেন হোমিওপ্যাথি চিকিৎসা প্লেসিবো ইফেক্ট, সেটা নিয়ে আমি কোনো তর্কে যাচ্ছি না, শুধু একটি প্রশ্ন.... অধিকাংশ রোগী আমাদের কাছে আসেন আগে অনেক বড় বড় চিকিৎসক কে দেখিয়ে তাদের ঔষধ খেয়ে।।
তাহলে যদি প্লেসিব ইফেক্ট এর ফলেই রোগ সেরে যাবে তাহলে সেখানে ভালো হলো না কেনো?
সেখানকার গেটাপ বলুন ডাক্তার বাবুর সুনাম বলুন সেগুলো তো যে কোন হোমিওপ্যাথি চিকিৎসকের থেকে অনেক বেশি।।
তাহলে মেন্টাল সেটিসফেকশন তো সেখানে অনেক বেশি হওয়ার কথা।। তাহলে ওষুধে কাজ না হলেও প্লাসিব ইফেক্ট অন্তত কাজ করার কথা।
কিন্তু সেটা এসে ঘটে যায় নাম হিন গেটআপ হীন কোনো 50-100 টাকার ডাক্তারের 50-60 টাকার ওষুধ খেয়ে।।
কিছু ভুল বললে জানাবেন।। ভালো লাগলেও জানাবেন।।

Dr D..K Biswas
B.H.M.S (Cal)

Address

Temple Tower, Shop No/2, Bishnupur Station Petrol Pump
Vishnupur
722122

Opening Hours

Monday 8am - 9:30am
3:30pm - 8pm
Tuesday 7am - 9:30am
4:30pm - 8:30pm
Wednesday 8am - 11am
4:30pm - 8:30pm
Thursday 8am - 9:30am
4:30pm - 8:30pm
Friday 8am - 11am
4:30pm - 6:30pm
Saturday 8am - 9:30am
4:30pm - 8:30pm
Sunday 10am - 11:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when MATRI AYUSH Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MATRI AYUSH Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category