Homeo+

Homeo+ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Homeo+, Medical and health, Johor Baru, Johor Bahru.

সিংগাপুরে ও মালয়েশিয়া ঔষধ পৌঁছে খুব সহজেই
24/07/2022

সিংগাপুরে ও মালয়েশিয়া ঔষধ পৌঁছে খুব সহজেই

22/07/2022
আইবিএস (IBS) কত প্রকাৱ ও কি কি?============================ আইবিএস সাধাৱনত তিন প্রকাৱ। যথা-(1) আইবিএস সি (IBS-C) : যদি আ...
21/07/2022

আইবিএস (IBS) কত প্রকাৱ ও কি কি?
============================

আইবিএস সাধাৱনত তিন প্রকাৱ। যথা-
(1) আইবিএস সি (IBS-C) : যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে এবং পায়খানা ক্লিয়ার না হয়, মনে হবে পায়খানা হবে হবে ভাব, কিন্তু হয় না- এ ধরনের আইবিএস কে সাধাৱণত C বলা হয়।

(2) আইবিএস ডি ( IBS-D) : যে সমস্ত আইবিএস রোগীর দিনে বেশ কয়েকবার পাতলা পায়খানা হয়, খেতে বসলেই কিংবা খাওয়া শেষ হলেই পায়খানায় চাপ দেয়, খুব সকালে ঘুম ভাঙা মাত্রই পায়খানার খুব চাপ দেয় এবং পাতলা পায়খানা হয়- এটাকে আইবিএস D বলা হয়।

(3) আইবিএস এম ( IBS-M) : আর যখন কোন আইবিএস রোগীর কয়েকদিন ধৱে খুব কোষ্ঠকাঠিন্য থাকে এবং কয়েকদিন ধৱে ডায়রিয়া থাকে, মানে যখন কোন রোগীর মধ্যে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুইটি বিদ্যমান থাকে। সাধারণত এই আইবিএস কে মিক্স বা M বলা হয়।

সার্জেন্ট মজনুর রহমান। ফিসটুলা ও এনাল ফিশারের জন্য আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ বছর আগে। এখনও সম্পুর্ন সুস্থ আছেন।
21/07/2022

সার্জেন্ট মজনুর রহমান। ফিসটুলা ও এনাল ফিশারের জন্য আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ বছর আগে। এখনও সম্পুর্ন সুস্থ আছেন।

এক জন আর্মি পারসন এর কথোপকথন।  ফিসটুলা পেশেন্ট ছিলেন। এখনও ভালো আছেন আল্লাহর রহমতে।
19/07/2022

এক জন আর্মি পারসন এর কথোপকথন। ফিসটুলা পেশেন্ট ছিলেন। এখনও ভালো আছেন আল্লাহর রহমতে।

এডভোকেট সালাউদ্দিন সাহেব।  আশা ছেড়েই দিয়েছিলেন যে আর সুস্থ হতে পারবেন না ক্রনিক এনাল ফিশার হতে। আল্লাহর রহমতে আমার চিকিৎ...
19/07/2022

এডভোকেট সালাউদ্দিন সাহেব।
আশা ছেড়েই দিয়েছিলেন যে আর সুস্থ হতে পারবেন না ক্রনিক এনাল ফিশার হতে।
আল্লাহর রহমতে আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন এক বছর আগে। এখনও সুস্থ আছেন।

বিনা অপারেশনে আপনার পায়ুপথের রোগটি সারিয়ে তুলুন আমাদের দীর্ঘ মেয়াদি হোমিওপ্যাথি  চিকিৎসার মাধ্যমে।  যোগাযোগ 01779746484 ...
19/07/2022

বিনা অপারেশনে আপনার পায়ুপথের রোগটি সারিয়ে তুলুন আমাদের দীর্ঘ মেয়াদি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। যোগাযোগ 01779746484

এনাল ফিশারঃ কোস্টকাঠিন্য, মল শক্ত হওয়া, মলদ্বার ফেটে যাওয়া, ব্যাথা, চুলকানো,প্রচন্ড জ্বালা, কাটা ফোটার মত যন্ত্রনা, ফুলে যাওয়া, ফোঁটা ফোঁটা রক্ত পড়া, মলের সঙ্গে রক্ত লেগে থাকা।

পাইলস বা অর্শঃ 1st degree, 2 nd degree, 3 rd degree hemorrhoid. বিনা ব্যাথায় রক্তপাত, রক্ত পরিমানে বেশি যায়। মলদ্বারের ভিতরে পলিপ।

ফিস্টুলা বা ভগন্দরঃ মলদ্বার হতে একটু দুরে ফোড়া হয়ে চুলকানো, ব্যাথা খুব বেশি হওয়া, পুজ হওয়া, নালি হওয়া, ঘাঁ
এছাড়াও জটিল ও কঠিন সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়।

চম্বারের ঠিকানা
হোমিও ভুবন।
সালেহা সুপার মার্কেট(২য় তলা,) আদমজী বাজার,
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
পরামর্শের জন্য
01779746484

মালয়েশিয়া আমাদের প্রতিনিধি আছে

পাইলস হচ্ছে মলদ্বারের পীড়া। মলদ্বার হতে নিয়মিত বা অনিয়মিত ব্লাড যায় পরিমানে বেশী। ব্যাথা নাও থাকতে পারে এখেত্রে। ভিতরে ক...
18/07/2022

পাইলস হচ্ছে মলদ্বারের পীড়া। মলদ্বার হতে নিয়মিত বা অনিয়মিত ব্লাড যায় পরিমানে বেশী। ব্যাথা নাও থাকতে পারে এখেত্রে। ভিতরে কিছু আছে অনুভব হওয়া। বলি পেকে গেলে সেখেত্রে প্রচুর ব্যাথা হবে। পুঁজ হতে পারে। গ্যাজ তৈরি হতে পারে। মলদ্বার বের হয়ে আসতে পারে। মলদ্বার ফুলে যাওয়া, ভিতর হতে শিরা গুলো বের হয়ে আসে।
আমাদের হোমিও চিকিৎসার মাধ্যমে রোগটি সম্পুর্ন ভাবে আরোগ্য যোগ্য।
সরাসরি ডাক্তারের পরামর্শের জন্য
01712614113

বিনা অপারেশনে আপনার পায়ুপথের রোগটি সারিয়ে তুলুন আমাদের দীর্ঘ মেয়াদি হোমিওপ্যাথি  চিকিৎসার মাধ্যমে।  যোগাযোগ 01779746484 ...
18/07/2022

বিনা অপারেশনে আপনার পায়ুপথের রোগটি সারিয়ে তুলুন আমাদের দীর্ঘ মেয়াদি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। যোগাযোগ 01779746484

এনাল ফিশারঃ কোস্টকাঠিন্য, মল শক্ত হওয়া, মলদ্বার ফেটে যাওয়া, ব্যাথা, চুলকানো,প্রচন্ড জ্বালা, কাটা ফোটার মত যন্ত্রনা, ফুলে যাওয়া, ফোঁটা ফোঁটা রক্ত পড়া, মলের সঙ্গে রক্ত লেগে থাকা।

পাইলস বা অর্শঃ 1st degree, 2 nd degree, 3 rd degree hemorrhoid. বিনা ব্যাথায় রক্তপাত, রক্ত পরিমানে বেশি যায়। মলদ্বারের ভিতরে পলিপ।

ফিস্টুলা বা ভগন্দরঃ মলদ্বার হতে একটু দুরে ফোড়া হয়ে চুলকানো, ব্যাথা খুব বেশি হওয়া, পুজ হওয়া, নালি হওয়া, ঘাঁ
এছাড়াও জটিল ও কঠিন সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়।

চেম্বারের ঠিকানা
হোমিও ভুবন।
সালেহা সুপার মার্কেট(২য় তলা,) আদমজী বাজার,
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
পরামর্শের জন্য
01779746484

Address

Johor Baru
Johor Bahru
79100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeo+ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram