Dr Mithila Mohamuda Moona

Dr Mithila Mohamuda Moona মানুষ কে সেবা দিতে পারাটা আমাকে অনন্দ দেয়।

This💨winter is      A time🥶of great😪hardship.
17/02/2022

This💨winter is
A time🥶of great😪hardship.

A new sunA new dayA new smsAsking u toforget all urworriessorrows& tearsfor someonewho wants tosee you happy
17/02/2022

A new sun
A new day
A new sms
Asking u to
forget all ur
worries
sorrows
& tears
for someone
who wants to
see you happy

 #কিছু মানুষের ভুল ধারনা।১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ।নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়,...
27/01/2022

#কিছু মানুষের ভুল ধারনা।

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ।

নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ, পা অথবা শরীর ফুলে যায়।

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ।

নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- বেশি বেশি পানি পিপাসা ,এতো খেলাম তবুও কেন শক্তি পাইনা এমন লাগা, এছাড়া ওজন কমে যাওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, ক্ষত দেরিতে সারা।

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার।

নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ
পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ।

নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে।

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।

নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তবে অতিরিক্ত মিষ্টান্ন খাবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগনেন্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।

নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।

নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৮. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়।

নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

৯. ভুলঃ টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।

নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১০. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!

নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১১. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।

নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জন্মগত রোগ।

১২. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়।

26/01/2022

What is your Spot Diagnosis?

What's your Diagnosis? How to manage it ?
26/01/2022

What's your Diagnosis? How to manage it ?

ব্রেনে আলফা ওয়েভ থাকলে আত্মবিশ্বাস বেশি হয়।--------------------------------------------------- ব্রেনে আত্মবিশ্বাসের কাজট...
21/01/2022

ব্রেনে আলফা ওয়েভ থাকলে আত্মবিশ্বাস বেশি হয়।
---------------------------------------------------
ব্রেনে আত্মবিশ্বাসের কাজটি করে ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স (ভিএমপিএফসি) অংশ।

ব্রেনে আলফা ওয়েভ থাকলে ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স ভাল কাজ করে। জান কুবানেক ও সংগীরা একটি গবেষণা করেন। তারা বলেন, আমরা দেখতে পেয়েছি যে আলফা ওয়েভ কোন ব্যক্তির আত্মবিশ্বাসের সাথে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত। কোরআন পড়লে বা শুনলে, গভীর মনোযোগে জিকির করলে, সূর্যের আলোতে ব্যয়াম করলে ব্রেনে আলফা ওয়েভ তৈরি হয়।

বিভিন্ন গবেষণায় আলফা ওয়েভ এবং খেলাধুলায় পারফরম্যান্সের মধ্যে সম্পর্ক পরীক্ষা করা হয়েছে। গল্ফ পুটিং ব্যবহার করে ক্রুস ও তার সঙ্গীরা (১৯৯৮) দেখেছেন যে, ব্রেন ওয়েভ এর ফ্রেকুয়েন্সি কম থাকলে অর্থাৎ ব্রেনে আলফা ওয়েভ থাকলে খেলাধুলায় পারফরম্যান্স বাড়ে।
হ্যাটফিল্ড ও তার সঙ্গীরা (১৯৮৮) দেখেছিলেন যে, ব্রেনে বেশি আলফা ওয়েভ থাকলে খেলায় সঠিক শটের সংখ্যা বৃদ্ধি পায়।

চিন্তায় পড়লে মানুষ হাটাহাটি করে কেন?  --চিন্তার সময় ব্রেনের synapse এ সেরোটোনিন ব্যবহৃত হয়। বেশি চিন্তা করলে এ সেরোটোনিন...
21/01/2022

চিন্তায় পড়লে মানুষ হাটাহাটি করে কেন?
--
চিন্তার সময় ব্রেনের synapse এ সেরোটোনিন ব্যবহৃত হয়। বেশি চিন্তা করলে এ সেরোটোনিন এ ঘাটতি হয়। হাটাহাটি করলে বা ব্যায়াম করলে mechanical stimulation এর মাধ্যমে ব্রেনের নিউরনে সেরোটোনিন বেশি নিঃসরণ হয়। ফলে synapse এ সেরোটোনিন সরবরাহ বাড়ে। ফলে চিন্তা প্রক্রিয়া সহজ হয়।

( 'ব্রেন ওয়েভস' বই থেকে)

 #সাজো গুজো।আপনারা আপনাদের ফেন্ডস সার্কেল কে ইনবাইট করে পেজের সাথে থাকুন ধন্যবাদ
15/01/2022

#সাজো গুজো।
আপনারা আপনাদের ফেন্ডস সার্কেল কে ইনবাইট করে পেজের সাথে থাকুন ধন্যবাদ

My💁‍♀️little💞 sister                     &                 Happy💥New🧚‍♀️ Year.
31/12/2021

My💁‍♀️little💞 sister
&
Happy💥New🧚‍♀️ Year.

 👉 do 💬 I                  I🙈  in a 💁 .
26/12/2021

👉 do 💬 I
I🙈 in a 💁 .

  Full.
26/12/2021

Full.

Address

Kyiv

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mithila Mohamuda Moona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Mithila Mohamuda Moona:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category