12/31/2025
নিজেদের ‘মা’কে হারিয়েছিলাম ২৩শে এপ্রিল, ২০২০ সালে! গতকাল শেষ বিদায় জানালাম বাংলাদেশের একমাত্র অভিভাবক, দেশমাতা বেগম খালেদা জিয়াকে হৃদয় নিঙরানো ভালোবাসা আর চোখের জলে!
আজ জানুয়ারি ০১,২০২৬’ নতুন বছরের শুরুতে কায়মনেবাক্যে সকলের জান্য দোয়া করছি আমরা যেনো ধৈর্য্য, সাহস, সহনশীলতা, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের আগামীর নতুন বাংলাদেশকে গড়ে তুলতে পারি! নিজের স্ব স্ব মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাই হোক আমাদের লাল সবুজের বাংলাদেশের প্রতি ভালোবাসা!
রাজনীতি করা মানেই দেশ এবং দেশের মানুষের সাথে মুনাফেকি নয়, টাকা পয়সা-অর্থ সম্পদের লোভে দেশের সাথে বেঈমানি করা নয়! ক্ষমতার লোভে নিজেকে এবং নিজের দল ও দেশকে বিক্রি করে দেয়া নয়!
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা নয়, বরং সমতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক!
আমরা রাষ্ট্র পরিচালনায় এমন একটি সরকার চাই, যারা সমাজে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে! ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের প্রতিটি স্তরে সুশাসন, ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা, সামাজিক মর্যাদা,স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুদৃঢ় ও মজবুত করবে!
প্রতারণা নয় বরং বাংলাদেশের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক ন্যায় এবং ইনসাফের নতুন অধ্যায়! বিশ্বাসঘাতকতা নয় বরং আমাদের সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক বিশ্বাস এবং ভালোবাসার সুদৃঢ় অটুট বন্ধন!
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, Happy New Year’2026💐🌺🌸❤️!”