02/23/2024
Residency match এর রেজাল্ট হবে কিছু দিনের মধ্যেই। সবার জন্য শুভ কামনা। কিছু পয়েন্ট আগামী বারের ক্যান্ডিডেটদের জন্য।
1. প্রায়োরিটি স্কোর, নো এটেমট, ভিসা রিকোয়ারমেন্ট, ইয়ার অফ গ্রাডুয়েশন আগের মতোই।
2. ইউএস ক্লিনিকাল এক্সপেরিয়েন্স/অবজারভারশিপ/ লেটার অফ রেকমেন্ডেশন:
এ নিয়ে কিছু অভজরভেশন:
কিছু কিছু এজেন্সী আছে টাকার বিনিময়ে এরকম অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ইদানিং কিছু কিছু বাংগালী বা তাদের পরিচালিত ওরগানাইজেসনও এরকম আয়োজন করছে। ভালো খারাপে যাচ্ছি না , কিন্তু পয়সা নিয়ে একটা পর্যায়ে আমাদের কাছে ক্যানডিডেটদের পাঠাচছে ব্যক্তিগত পরিচয়ের সুবাদে। এটা ঠিক না, আমরা এদেশে অনেকেই একাজগুলো করি উইথ গুড ফেইথে। আর বিএমএনে একটা নন প্রফিট অর্গানাইজেশন এবং এর রিসার্চ উইং এর সমস্ত কাজ ভলান্টিয়ার। তাই একাজগুলোর সাথে মানিটরী ইনভলবমেনট যাঁদের আছে তাদের উচিৎ বিএমএনে এবং অন্য ডাক্তার যারা উইথ গুড ফেইথে ভলিউন্টারিলি অন্যদের হেল্প করছেন তাদেরকে তাদের ব্যাবসায়িক কর্মকাণ্ডে ইনভলব না করা। ক্যানডিডেটদেরও উচিত এ ব্যাপারে সচেতন হওয়া । একটু খোঁজ করলেই বিনা রিমুনেরেশনে কাংখিত অভিজ্ঞতা অর্জন করা সম্ভব ।
আরেকটা ইম্পর্টান্ট পয়েনট :
তুমি এ্যাপলাই করেছো ইন্টারনাল মেডিসিনে কিন্তু তোমার রোটেশন কার্ডিওলোজীতে, ক্রিটিক্যাল ক্যায়ারে , জিআই বা কোন সাবস্পেশালটিতে কিন্তু মেডিসিন রোটেশন নাই বা মেডিসিনের গুড এলওআর নাই, তখন কেমন যেন কি যেন নাই বা মিসিং মনে হয়…… এটাতো ফেলোশীপের ইনটারভিউ না। আর এরকম হলে ইনটারভিউয়ার অনেক সময় টেসট করতে পারে। সাধারণত ভাইবা বোর্ডে কোনো পড়ালেখা জিজ্ঞেস করা হয় না, কিন্তু কোথায় কী কাজ করেছো তা ডিটেইলস আলাপ হয় ।যেমন নেফরোলোজীতে রোটেশন করে CKD এর স্টেজ গুলো ঠিকমত না পারা, নিউরেলোজীতে রোটেশন করে পারমিসিভ হাইপারটেনশন কি বলতে না পারা, রিসার্চ ইউনিটে কাজ করে একসপেরিমেনটাল মেডিসিনের ডোজ ঠিক করো রেনাল ফাংশন অনুযায়ী অথচ তোমার কোন আইডিয়া নাই ভ্যানকো ট্রাফ সম্বন্ধে , কার্ডিওলোজীতে রোটেশন কিন্তু CHA2DS2-VASc Score সম্বন্ধে কোন ক্লিয়ার কনসেপ্ট না থাকা …. কি কি রুগী দেখেছো টিবি নম্বর ওয়ান কিন্তু কি ধরনের আইসোলেশন নিতে হয় না জানা …. এরকম অনেক কিছু । এগুলো মেডিসিন ফ্লোরে খুবি সাধারণ ব্যপার, কোনো কারণে এগুলো টেস্ট করলে এবং না পারলে বিপদ।