26/03/2020
সকল পাখি পালকদের জন্য অতি জরুরি তথ্য -
বাংলাদেশ সহ বিশ্বের সাম্প্রতিক বিপদজনক পরিস্থিতিতে পশুপাখিপালকেরা কিছু বাড়তি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই ভয় পাচ্ছেন করোনা ভাইরাস দ্বারা পশুপাখি সংক্রমণ নিয়ে এবং এজন্য গ্রূপে এবং আমার প্রোফাইল এ আমি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য দিয়ে এসেছি যে এধরণের কিছু হবার সম্ভাবনা নেই। এরপরেও অনেকের পরিবার. প্রতিবেশী, বাড়ির মালিক বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছে তাদের অতি আদরের পালিত পাখি ও প্রাণীদের বিতাড়িত করতে। পাশাপাশি পাখির সীডমিক্স এর সঙ্কটও দেখা দিচ্ছে। এছাড়া সঠিক চিকিৎসা এর জন্য সাহায্য পেতেও সমস্যা হচ্ছে যেহেতু আজ থেকে লোকডাউন শুরু হচ্ছে।
এই পরিস্থিতিতে আপনাদের প্রিয় পাখি ও প্রাণীদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্যই আজকের এই লেখাটি - নিজে পড়ুন , অন্যদের সাথে শেয়ার করুন এবং মেনে চলুন, সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।
১। করোনা ভাইরাস পশুপাখিকে আক্রান্ত করে না - এই সত্যটি আগে নিজে বিশ্বাস করুন মন থেকে কারণ আপনি নিজে যদি কনফিউসড থাকেন সেখানে অন্যকে বোঝানো সম্ভবন না। নিজের পোষা প্রাণী টি এবং আশেপাশের অন্য সব নিষ্পাপ প্রাণীগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই সত্যটি প্রতিষ্টা করার দায়িত্ব আপনার আমার সবার। কেউ আপনাকে উল্টাপাল্টা বোঝাতে গেলে, আপনার পোষা পাখি/প্রানিটিকে করোনা ভাইরাস এর অজুহাত দিয়ে বিতাড়িত করার চেষ্টা করলে তার সাথে কোনো বিতর্কে যাবেন না আবার সেটা মেনেও নিবেন না, আপনাদের সাহায্যার্থে জরুরি সব রেফারেন্স গুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি , এগুলো প্রিন্ট করে নিজের কাছে রাখুন, এবং যে কেউ এ নিয়ে ঝামেলা করলে - সেটা পরিবার/প্রতিবেশী/বাড়িওয়ালা , যেই হোক - এই প্রিন্ট রেফারেন্স গুলো তাকে দেখান এবং পড়ে শোনান। আপনাদের পোষা পাখিদের নিরাপত্তা আইনত ভাবে নিশ্চিত করতে প ফাউন্ডেশন এবং আইনি নোটিশ করেছেন যেটা নিচে লিংক দেয়া আছে , এটা ব্যবহার করে বাড়িওয়ালা প্রতিবেশী পরিবার - যে কাউকে থামিয়ে দেয়ার অধিকার আপনার আছে, শুধু উদ্যোগ টি নিন - আমরা আছি আপনার পাশে। এধরণের সমস্যার ক্ষেত্রে বাড়তি সাহায্য প্রয়োজন হলে সম্মলিত ভাবে আপনার পোষা পাখি ও প্রাণীদের পাশে থাকছে নিচের ৩ টি সংস্থা -
# প ফাউন্ডেশন - পোষা প্রাণী বিশেষত কুকুর বিড়ালের সেবা ও চিকিৎসা দেয়ার পাশাপাশি প্রাণী অধিকার নিয়ে কাজ করছে এই সংস্থাটি। বর্তম্যান পরিস্থিতিতে ফোন এবং অনলাইন এ সেবা দিচ্ছে এবং প্রাণী অধিকার ওর নিরাপত্তা রক্ষায় পরামর্শ ও সাহায্য দিচ্ছে।
যোগাযোগ :
[https://www.facebook.com/groups/fundrainginjured/](https://www.facebook.com/groups/fundrainginjured/)
# এভিয়ান সেন্টার (পাখি চিকিৎসা ও সেবা কেন্দ্র ) - পোষা পাখি এবং বন্য পাখি , উভয়ের চিকিৎসা প্রদানে বাংলাদেশের সর্বপ্রথম এন.জি. ও. , সরাসরি চিকিৎসার পাশাপাশি ফোনে ও অনলাইন এ চিকিৎসা ও পাখি সংক্রান্ত যেকোনো সেবা প্রদান করছে। খাঁচার পাখির সুচিকিৎসা, বন্য পাখির অস্তিত্ব রক্ষা এবং বন্য পাখি উদ্ধার ও অবমুক্তকরণ, পাখির নিরাপত্তা ও অধিকার রক্ষার্থে পরামর্শ ও সাহায্য দিচ্ছে।
যোগাযোগ : 01972842628 [দুপুর ১২.০০ - সন্ধ্যা ৭.০০]
page facebook.com/aviancenter [২৪ ঘন্টা]
# এভিয়ান কমিউনিটি - সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি সংগঠন যার পেইডাপ রেজিষ্টার্ড মেম্বারদের খাঁচার পাখি সরকারীভাবে অনুমোদন আছে এবং পাখিপালক ও ব্রিডারদের বিভিন্ন কার্যক্রম ও সুযোগসুবিধা নিশ্চিতকরণে সাহায্য করছে।
যোগাযোগ :[https://www.facebook.com/groups/2648516122084520/](https://www.facebook.com/groups/2648516122084520/)
২। বেশ কয়েকমাস ধরে পাখির সীডমিক্স এর সঙ্কট চলে আসছে , এই সঙ্কট নিরসনে বেশ অনেকেই চেষ্টা করে আসছেন এবং সমাধানের দ্বারপ্রান্তে এসেও বর্তমান পরিস্থিতির কারণে আটকে গিয়েছে। এই ক্ষেত্রে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে এবং সীডমিক্স এর সরবরাহ ঠিক হতে বেশ সময় লেগে যেতে পারে। এই সময়টা যেন আপনার এবং পাখিদের খাদ্যসংকট না হয় এই জন্য নিচের খাদ্যতালিকা অনুসরণ করুন -
# বাজেরিগার , ককাটিয়েল, লাভবার্ড, রিং নেক, রোসেলা, কনুর, লরি - বিভিন্ন ধরণের মৌসুমী শাক সবজি ও ফল খেতে দিন, যেমন - ব্রকোলি, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল. লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢ্যাঁড়স, শশা, কুমড়ার ফুল, শীমের বিচি, সিম, মটরশুঁটি, বরবটি, সাজনা ডাটা, লেটুস, এলোভেরা, পালং শাক, কলমি শাক, ধনে পাতা, পুদিনা পাতা, নীম পাতা, সাজনা পাতা, আপেল, চাপা কলা , পাকা ও কাঁচা পেঁপে, নারকেল, ডাবের শাষ, নারকেল, পেয়ারা,স্ট্রবেরি, বেল, বরই , তরমুজ, আম ইত্যাদি।
# ছোলার ডাল ও মুগ ডাল সিদ্ধ, ছোলা ভেজানো, অংকুরিত বীজ/ স্প্রাউট।
# ছোট ও বড় জাতের টিয়া পাখির (রিংনেক, কনুর, আফ্রিকান গ্রে, ম্যাকাও, ককাতু) জন্য উপরক্ত খাবারের পাশাপাশি কাঠবাদাম, কাজুবাদাম, মিষ্টি কুমড়ার বিচি।
# ফিঞ্চ, ডাভ এর জন্য ফল , শাক সবজি, ডাল এগুলোর পাশাপাশি মিলওয়ার্ম, পিঁপড়ার ডিম্।
# কবুতর ও মুরগির জন্য ফল , শাক সবজি, ডাল, দেশি লাল গম ইত্যাদি।
#প্যারাকিট ও প্যারোট জাতীয় পাখিদের গম দিবেন না।
# পাখির জন্য রঙিন ভুট্টা খুব উপকারী হলেও সাদা ও হলুদ ভুট্টা না দেয়াই ভালো, একান্তই দিলে মাসে ১-২ দিন দেয়া যেতে পারে।
# উপরক্ত খাবারের পাশাপাশি দিনে ১বার সামান্য পরিমান সীডমিক্স দিতে পারেন।
আপনাদের পাখিদের সার্বিক মঙ্গল কামনায় -
এভিয়ান সেন্টার